আমি মূলত একজন ওয়েব ডেভলাপার। বর্তমানে সিলহোস্ট আইটি লিমিটেডে কাজ করছি। এই প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি ওডেস্কে ফ্রিল্যান্সিং করছি। আজ আমি আপনাদের সাথে আমার ফ্রিল্যান্সিং কাজ পাওয়ার অভিজ্ঞতা শেয়ার করব। আমি ধারাবাহিকভাবে কিছু কাজ পাওয়ার পন্থা বর্ণনা করছি। যারা ওডেস্কে ওয়েব ডেভলাপমেন্টের কাজ পেতে চান তারা এই নির্দেশনাগুলো অনুসরণ করে দেখতে পারেন।

আমি ধরে নিচ্ছি আপনার একটি ওডেস্ক একাউন্ট আছে । প্রথমে আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে ওডেস্কে লগইন করুন। লগইন করার পর এরকম একটি হোমপেজ আসবে:


এখন আপনার প্রথম কাজ হচ্ছে আপনার একাউন্টকে ১০০% কমপ্লিট করা । আমার পরামর্শ হচ্ছে প্রথমে আপনার প্রোফাইলকে ১০০% করুন তারপর আপনি যে ধরনের ওয়েব ডেভেলপমেন্ট কাজ করতে চান সে কাজগুলো ভালকরে বুঝে বিড করুন । আমি প্রথমেই দেখাচ্ছি কিভাবে আপনার প্রোফাইলকে ১০০% কমপ্লিট করবেন । তারপর আপনাদের কিছু বুলেট টিপস দিব যেগুলো অনুসরণ করলে ইনশাল্লাহ অপনারা ওডেস্কে কাজ পেয়ে যাবেন।

ওডেস্ক প্রোফাইল ১০০% কমপ্লিট করার উপায়:
আমার পরামর্শ হছে প্রথমে আপনার প্রোফাইলকে ১০০% কমপ্লিট করুন। প্রোফাইল ১০০% কমপ্লিট হলে নিচের ছবির মত তথ্য দেখতে পাবেন -
ওডেস্ক একাউন্ট খুলার পরেই প্রোফাইলকে ১০০% কমপ্লিট করাটা জরুরী । যদিও আমি দেখেছি যে অনেক expert developer রা প্রোফাইলকে ১০০% কমপ্লিট না করে কোন ওডেস্ক টেস্ট না দিয়েই কাজ পেয়ে যান। তাদের কথা আলাদা, যারা মোটামুটি কাজ পারেন তাদের জন্যই এই ব্যবস্থা ।

তো আসুন প্রোফাইলকে ১০০% করার প্রক্রিয়ায়। অমি ক্রমানুসারে বিষয়টি দেখাচ্ছি:

১) লগিন করার পর হেমপেজ এর ডান দিকে ইউজারনেম এর Account & Profile settings এ ক্লিক করুন

২) এবার আপনার Security Question এর উওর দিন

৩) এখন Profile & Settings Option আসবে -


৪) চিত্রে দেখুন বামদিকে Profile & Settings মেনু রয়েছে এবং User Info show হচ্ছে । এখান থেকে User Info, My Contractor Profile, My Test মেনুর অপশনগুলো ভালভাবে ফিলআপ করলেই হবে। তাহলেই আপনার প্রোফাইল কমপ্লিটনেস ০% থেকে বাড়তে থাকবে।

৫) Fill up User Info: ইউজার ইনফোতে দুটি সেকশন রয়েছে, একটি হচ্ছে Your Account info আন্যটি Your Location Info

৬) Your Account info পরিচিতি: এখানে প্রথমে রয়েছে User ID, First Name, Last Name এটি আপনি যখন প্রথম একাউন্ট খুলেছিলেন তখনকার ইনফরমেশন।

৭) তারপর রয়েছে Verification Status, এটি অত্যন্ত গুরুত্বপুর্ণ, এটিও কাজ পেতে সাহায্য করে। এটি ভেরিফাই করতে verify your identity লিংকটিতে ক্লিক করুন। এখানে তিনটি স্টেপ রয়েছে, প্রথমে আপনার একটি ক্লিয়ার ফটো দিতে হবে, দ্বিতীয় স্টেপে আপনার পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ডের ফটো এবং তৃতীয় স্টেপে আপনার ব্যংক স্টেটমেন্ট দিতে হবে । তখন ওডেস্ক আপনাকে কিছুদিনের মধ্যে আইডি ভেরিফাই করে দিবে।

৮) তারপর রয়েছে Odesk Email, Personal Email এবং Security Email

৯) তারপর রয়েছে Portrait এখানে আপনি আপনার ফটো দিবেন। ফটো দেোয়ার সাথে সাথেই আপনার প্রোফাইল কমপ্লিটনেস ১০% বাড়বে।

১০) Your Location Info পরিচিতি: এখানে আপনি অপনার Timezone, Address, City, Country, Postal Code / Zip, Phone নাম্বার ইত্যাদি দিবেন।

আজ এপর্যন্তই, আমরা আগামী পর্বে এই পরবর্তী দুটি মেনুর Details আলোচনা করে ১০০% প্রোফাইল কমপ্লিটনেসের দিকে এগিয়ে যাব এবং তারপর স্পেশাল কিছু টিপস দেয়া যাবে।

পরবর্তী লেখা:
[অতিথি পোস্ট] ওডেস্কে আমি যেভাবে কাজ পাই - ২য় পর্ব


লেখক - নাজমুল হক

114 টি মন্তব্য

  1. Raihan  

    Good post, need to continue

  2. নামহীন  

    It was helpful.But we need more deep information such as how to deal with employer,write cover letter,conversation formalities and so on.Thanks

  3. নাজমুল হক  

    This is the first step. I will discuss these gradually.

  4. আমিনুল ইসলাম  

    দারুণ সহযোগিতামূলক পোস্ট, পরের পোস্টের অপেক্ষাই রইলাম

  5. রবিন  

    আমার ওডেস্ক প্রোফাইল ৯৫% কমপ্লিট হয়েছে, কিন্তু সমস্যা হল এখন বাকি ৫% এর জন্য Project Portfolio অ্যাড করতে বলা হচ্ছে, কিন্তু আমার কোন প্রোজেক্ট করা নেই এবং প্রোজেক্ট পোর্টফলিও সম্পর্কে আমার কোন ধারনা নেই। এই সম্পর্কে যদি কোন সঠিক পরামরশ দেন তাহলে উপকৃত হই।

  6. Md. Mehedi Hasan  

    This is an awesome post. i like this post

  7. নাজমুল  

    Portfolio হচ্ছে অপনার পূর্বের করা কাজগুলো। নতুন যারা ওয়েব ডেভলাপমেন্টের কাজ করতে চান এবং যাদের পূর্বের কোন কাজ নেই তারা ডেমো প্রজেক্ট বানিয়ে সার্ভারে রেখে দিন। এটি Project Portfolio তে যোগ করূন আর বিড করার কভার লেটারে লিংক দিয়ে দিন। যেমন- আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হন তাহলে একটি সুন্দর ওয়েবসাইট তৈরি করুন এবং এটি সার্ভারে রেখে দিন http://www.yourdomain.com/yourproject আর আপনি যদি একজন ওয়েব প্রোগ্রামার হন তাহলে একটি ভাল ওয়েব এপ্লিকেশন তৈরি করুন এবং এটি সার্ভারে রেখে দিন। আপনার যদি নিজের কোন ওয়েবসাইট থাকে তাহলে প্রজেক্টগুলো আপনার ওয়েবসাইটের সাবডোমেইন এ রেখে দিতে পারেন অথবা আপনার পরিচিতজনের ওয়েবসাইট থাকলে সেটির সাবডোমেইন এ আপনার প্রজেক্টগুলো রেখে দিতে পারেন।

  8. shamsul alom  

    very good thinking. i need more practical things.

  9. নাজমুল  

    @shamsul
    I will discuss more practical things in 2 and 3 part in this tutorial.

  10. হাসান হাবিব  

    ভাই,যদি আমি SEO(link building)এর কাজ করি তাহলে কি Project portfolio তে শুধু attachment এ ফাইল upload করলেই চলবে,নাকি Project URL ও দিতে হবে? আর যদি Project URL দেই তাহলে কি কোন Website এ দেওয়াটা কি জররি?
    কারন আমার কোন website নাই।এখন আমি কি করব?সমাধান চাই।

  11. নাজমুল  

    আসলে যেকোন ভাবে ক্লায়েন্টকে বুঝাতে পরলেই হল যে কাজটায় আপনি দক্ষ । SEO এর ক্ষেত্রে Project URL দিলেই হবে আপনার নিজের কোন ওয়েবসাইট থাকার প্রয়োজন নেই ।

  12. হাসান হাবিব  

    Bank Statement বলতে কি বোজানো হয়েছে?আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে। কি ভাবে ব্যাংক স্টেমেণ্ট দিব। Thankx.

  13. নাজমুল  

    আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে বললেই হবে যে আমার এই একাউন্টের একটি ব্যাংক স্টেটমেন্ট দিতে, তারা দিয়ে দিবে । ওডেস্ক আপনার ব্যংক একাউন্টের লেনদেনের ৬ মাসের হিসেব দেখতে চায় আইডি ভেরিফিকেশন এর জন্য। নিচের লিংক থেকে আইডি ভেরিফিকেশন এর জন্য কি কি প্রয়োজন দেখে নিন http://najmul007.files.wordpress.com/2011/10/odesk-id-verified-program.png

  14. হাসান হাবিব  

    ধন্যবাদ , কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে মাত্র ১৭ দিন হল। এখন যদি ওডেস্ক এ ব্যাংক স্টেটমেন্ট দেই তাহলে কি চলবে?

  15. নাজমুল  

    মনেহয় হবে না । তবে এটা আপনি ওডেস্ককে মেইল করে জিঞাসা করতে পারেন ।

  16. Master Yasin  

    ভাই জান আমার পাসপোর্ট নাই ভোটার আইডি কার্ড ও নাই কিন্তু আমি ভোটার হয়েছি। এখন আমি কি জমা দিব ওখানে?
    আর আমার একাউন্ট আছে অগ্রহণী ব্যাংক এ 6 মাস এর ও বেশি।
    ওটার স্টেটমেন্ট দিলে হবে? স্টেটমেন্ট এ কি লিখা থাকতে হবে।
    আর স্টেটমেন্ট এর লেখা কি ইংরেজিতে না বাংলায় লিখতে হবে।
    আর স্টেটমেন্ট কি স্ক্যান করে দিতে হবে।
    দয়া করে জানাবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর পোষ্ট করার জন্য।

  17. নাজমুল  

    আইডি ভেরিফিকেশন না করেও কাজ পাওয়া যায়, তবে করলে ভাল।
    আইডি ভেরিফিকেশন করতে হলে পাসপোর্ট বা ভোটার আইডি কার্ডের স্ক্যানিং জমা দিতেই হবে
    অগ্রহণী ব্যাংক এর স্টেটমেন্ট স্ক্যান করে দিতে হবে
    নিচের ওয়েবসাইট থেকে আইডি ভেরিফিকেশন এর জন্য কি কি প্রয়োজন দেখে নিন

    http://najmul007.files.wordpress.com/2011/10/odesk-id-verified-program.png

  18. শরিফ  

    ভাই কিভাবে কাজ পাবো প্লিজ বলেন না

  19. নাজমুল  

    কাজ পাওয়ার জন্য ৩য় পর্বের Odesk Overview দেখবেন ।

  20. LuckyFM  

    কাজের পোষ্ট
    আমার ক্ষেত্রে ৮০% কমপ্লিটকরে রেখেছি বাকি আছে আইদি ভেরফিকেশান ব্যাঙ্ক ষ্ট্যাটমেন্ট ব্লা ব্লা
    ইচ্ছে করেই করছিনা :P

  21. নামহীন  

    Thanks for your cooperation. Im MIS graduate and and working in Monitoring & Evaluation area in an INGO.Ive good writing skill and different format development skill along with documentation. Please let me know How and what types of job i can avail? Regards, Nayeemur

  22. Najmul  

    Go to Odesk and search job category using your keywords.

  23. নামহীন  

    I have completed CCNA, studying CCNA Sy and wish to progress further in networking. How can I start earning by using 0desk. Suggestion plz.

  24. Najmul  

    Just create an account at odesk, add some portfolio items the bid on Network Administration category jobs.there is many jobs for CCNA/CCNP.

    currently this category contains 176 jobs.

  25. নামহীন  

    Thanks for your advice. I'm creating my account n completed 30%. Getting ready to complete odesk test. Any problem, I'll come back to you.

  26. নামহীন  

    My Passport , Nat'l ID te permanent address dewa ache. but ID verification (Protait page or 1st page)e current address dite boleche which will be matched with the address of passport / bank statement........What should I do?

  27. Najmul  

    You can submit a ticket to odesk and see what is their policy in this matter.

  28. bjahid  

    How i can complete my freelancer.com profile????

  29. Najmul  

    Almost same way. you can create an account in freelancer.com then go to profile from top menu and edit your profile. you also find a link in your profile homepage for 100% profile completeness.

  30. Unknown  

    পোস্টটি ভালো লাগলো। http://privetuni.blogspot.com/

  31. নামহীন  

    Najmul ভাই,আল্লাহ আপনার ভাল করুক,এই দোয়া করি । আমার ২ টি প্রশ্ন, শুধুমাত্র SEO শিখে Outsourcing এর মাধ্যমে কেমন আয় করা সম্ভব ।আর Odesk এর মাধ্যমে Freelancerরা কাজ করে এতে Odesk এর কি লাভ হয় ।

  32. Najmul  

    SEO শিখে আপনি মাসে $100 থেকে $1500 বা এরো বেশী আয় করতে পারবেন, এটি নির্ভর করে আপনার দক্ষতার উপর। অনলাইন মার্কেটপ্লেসগুলো প্রতিটি প্রজেক্টের একটি নির্দিষ্ট ফি নেয়।

  33. নামহীন  

    Good. Please continue.

  34. নামহীন  

    Najmul ভাই,জাজাকাল্লাহ খায়ের ।Microworking site jobboy.com কি বিশ্বস্ত ? এই site থেকে কি টাকা হাতে পাওয়া যায় ? একটু জানাবেন Please.ইমন

  35. Najmul  

    I have no idea about jobboy.com

  36. নামহীন  

    najmul via,ami notun freelancer.odesk a kichudin account khulesi.microworker a registration korle 'your ip adress is already in yous.we cannot accept same ip.....'lekha dekhi.registration neina.ki korbo?
    salma

  37. Najmul  

    apni cybercafe teke ba apner kono friend er pc theke registration korun. tarpor apner pc theke login korun.

  38. নামহীন  

    @Salma সেক্ষেত্রে ভিন্ন ইন্টারনেট কানেকশন দিয়ে চেষ্টা করে দেখুন।

  39. নামহীন  

    thanks. salma

  40. নামহীন  

    oDesk.com,Freelancer.com এসব Site এ Project বা কাজ Complete করে Buyer কে কিভাবে জমা দিতে হয়? আর Bid করে Project win করলে তা জানা যায় কিভাবে?

  41. Najmul  

    আপনি সাইটে আপলোড অপশনের মাধ্যমে প্রজেক্ট জমা দিতে পারেন বা ক্লায়েন্টের মেইলে পাঠাতে পারেন বা ক্লায়েন্টের সার্ভারে আপলোড করে দিতে পারেন, ক্লায়েন্ট যেভাবে বলবে আপনাকে সেভাবেই প্রজেক্ট জমা দিতে হবে। Project win করলে আপনার oDesk.com, Freelancer.com এর মেসেজ অপশনে দেখতে পাবেন।

  42. নামহীন  

    Najmul vai ,Many many thanks for your reply.

  43. নামহীন  

    SEO এবং Joomla এর মধ্যে কোনটি শিখা সহজ? তানভীর

  44. নামহীন  

    Free Website তৈরির জন্য কোনটি সবদিক থেকে ভাল ?Blogspot ,Wordpress নাকি অন্য কোনটি ?Blogspot ,Wordpress দিয়ে তৈরি Website এ কি SEO করা যায় এবং Adsense পাওয়া যায় ? ধন্যবাদ

  45. Najmul  

    দুটিই ভাল তবে ওয়ার্ডপ্রেসে কাস্টমাইজেশন সুবিধা বেশী, SEO করা যায় এবং Adsense পাওয়া যায়।

  46. Bangla News  

    Very informative !

  47. নামহীন  

    Nazmul via,ami odesk a account khulechi,kinto kono kaj paini.ki korle kaj paoa jabe? SEO ki vabe ghore bose shekha jabe?
    thnks
    salma

  48. নামহীন  

    Outsourcing এর মাধ্যমে মাসে ৮ থেকে ১০ হাজার টাকা আয় করতে হলে প্রতিদিন কত সময় দিতে হবে ।

  49. Najmul  

    @ নামহীন
    It depends on your skill.

  50. Najmul  

    @ Salma
    Kono akti kaj e expert hon, tarpor apply korun. Internet theke ghore bose shekha jabe. apni google a search din "SEO Tutorial" like.

  51. নামহীন  

    Najmul ভাই, Freelancer.com এর Milestone payment টা কি ? Milestone payment কত দিতে হয় এবং কিভাবে দিতে হয় ? ইমন

  52. Najmul  

    আপনি এই লিংকে ক্লিক করে Milestone payment সম্পর্কে জেনে নিন
    http://freelancersjournal.com/2010/01/18/understanding-milestone-payments/

  53. নামহীন  

    বাংলাদেশের শিক্ষিত তরুন যুবকদের জন্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস একটি সম্ভাবনাময় ক্ষেত্র। তবে অনলাইনে শুধু পড়াশুনা করে কাজ করার বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করা যায় কিনা আমার বোধগম্য নয়।

  54. Najmul  

    অনলাইনে পড়াশুনা করে দক্ষতা অর্জন করা একটু কটিন সেক্ষেত্রে কোন একটি ট্রেনিং সেন্টারে বা কারো কাছ থেকে সরাসরি শিখলে ভাল হবে।

  55. নামহীন  

    Najmul vai,ami wordpress ar theme and plugin customization ar pdf ar link chai jate outsourcing korte pari.

  56. নামহীন  

    নাজমুল ভাই ঢাকাই একটি নির্ভরযোগ্য প্রতিষ্টানের নাম বললে
    ভাল হত।plz আমি freelancing শিখার জন্য খুব interested .আপনার প্রতিটি post পড়ে স্বপ্ন দেখছি
    আর জানতে চাই আপনি কীভাবে কাজ শিখছেন.........।।
    with best regards
    Mehadi hasan
    chittagong university

  57. Najmul  

    This site is best for wordpress tutorials http://wp.tutsplus.com/

  58. নামহীন  

    oDesk.com এ ঘণ্টাভিত্তিক কাজ করতে হলে প্রথম অবস্তায় কত রেট দেয়া উচিত ?

  59. নামহীন  

    বাংলাদেশে অনেকেই এখন Freelancing করছে ।Freelancing এ যারা সফল,তাদের কেউ কেউ নতুনদের সহযোগিতা করতে চায় না। Zakaria ভাই,Najmul ভাই এরা এই রকম নয়। Zakaria ভাই,Najmul ভাই নতুনদের বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন । এতে আমার মত অনেকেই উপকৃত হচ্ছে। আমরা হয়ত এ উপকার এর প্রতিদান দিতে পারব না,কিন্তু দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাদের এ ভাল কাজের প্রতিদান দিবেন। ইনশাল্লাহ

  60. Najmul  

    @Mehadi hasan
    আপনি Bangladesh-Korea Information Access Center, BUET থেকে শিখতে পারেন
    http://www.buet.ac.bd/cse/iac/8thbatch.php
    অথবা BDOSN http://www.bdosn.org/ এর সাথে যোগাযোগ করতে পারেন

    @নামহীন
    ঘণ্টাভিত্তিক রেট নির্ভর করে কাজের ধরনের উপর, প্রোপ্রামিং কাজের জন্য এক রেট আবার ডাটা এন্ট্রি কাজের আরেক রেট, তবে আপনি সাধারনত ২-৫ ডলার দিয়ে রাখতে পারেন।

  61. নামহীন  

    deshiworker.com নামে বাংলাদেশি একটি Freelancing ওয়েবসাইট দেখতে পেলাম । এই ওয়েবসাইটি কেমন? এখানে কাজ করে কি টাকা হাতে পাওয়া যায় ? ইমন

  62. Najmul  

    এসব মার্কেটপ্লেসে কাজ না করাই ভাল। আপনি বাংলাদেশি আরো কয়েকটি মার্কেটপ্লেস http://www.dolancer.com/
    http://www.skylancers.com/
    http://bdlancer.com/
    থেকেও দূরে থাকুন

  63. mdsohel  

    নাজমুল ভাই ভাল আছেন ?
    আপনার ব্লগ টি আমার খুব ভাল লাগল । আমি ইন্টারনেট এর জগত এ নতুন । আপনার ব্লগ এর হেল্প নিয়ে microwarkers এ কাজ করার চেষ্টা করছি কিন্তু microwarkers প্রতিিট কাজ যেমন Youtube: Rate + Favorite + Subscribe Yahoo Answers + Link to BidRivals
    Forum: Post + Link to BangMeorNot ইতাদি কি ভাবে করতে হয় তার বিস্তারিত বণানা থাকলে আমার মত নতুন জারা তাদের জান্য ভাল হত

  64. Najmul  

    Sorry, I've no idea about microwarkers.
    you can visit this link http://freelancerstory.blogspot.com/search/label/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B8

  65. kanak  

    Ami narun,taije kono subject er upor valovabe dakkho hoye tarpar freelancing karte chi.

    Graphics design/website design/wordpress,PHP/SEO etc er moddo konta shikhle valo habe? Ami Mathematics-er student.
    Tabe graphics design er upor amar bises agroho ase.
    Konta sikhle valo habe ebong kivabe shikhbo janale valo hay.confusion e asi.

  66. Najmul  

    Jeti apner kase besi valo lage setei sikun. tobe online a web related kaj besi pawa jai. apni jehetu math ar student sehetu php sikte paren. kono akti valo traning center theke sike nin.

  67. Mahmud  

    National ID or Passport না থাকলে oDesk অ্যাকাউন্ট কিভাবে Verify করব ?

  68. Najmul  

    National ID or Passport না থাকলে অ্যাকাউন্ট Verify করা যাবে না

  69. নামহীন  

    Google Adsense কি বাংলা support করে ? না করলে ভবিষ্যতে কি করার সম্ভাবনা আছে ?

  70. Najmul  

    বাংলা সাইটে Google Adsense ব্যবহার করা যায়

  71. Funny Video  

    Wordpress থিসিস থিমস কি? একটু বুঝিয়ে বলবেন Please ।

  72. নামহীন  

    আমার ভোটার আইডি বা পাসপোর্ট নেই ।তাই আমি কি odesk.com,freelancer.com সাইটে আমার আব্বুর নামে অ্যাকাউন্ট করে কোন সমস্যা ছাড়া কাজ করতে পারব ?ধন্যবাদ

  73. Najmul  

    @ Funny Video
    You can visit following links for idea
    http://diythemes.com/
    http://diythemes.com/thesis/
    http://thesisthemetutorial.com/
    http://thesisthemes.com/
    @ Namhin
    Yes, you can do this. But id verification is not the prime condition for getting jobs, prime condition is having portfolio.

  74. নামহীন  

    আমি শুনেছি Wordpress দিয়ে Free Website তৈরি করলে,তাতে Google Adsense পাওয়া যায় না।এটি কি সঠিক ? আব্দুল্লাহ

  75. নামহীন  

    আমি কাজ শিখে Outsourcing এর মাধ্যমে আয় করতে চাই। Wordpress/Joomla/SEO কোন কাজটি শিখলে ভাল হবে ?

  76. Najmul  

    সবগুলোই ভাল, যেকোন একটিতে এক্সপার্ট হয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন

  77. Kanak  

    Paramarsher jonno dhanobad.
    Akon amar prosno sudu PHP shikhlei ki habe,naki sathe anno kisu jante habe? jante hole se gulo ki ki?

  78. Najmul  

    php sike apni php er jekono akti framework jemon: Codeigniter, Zend framework, CakePHP sike nin tahole professionally kaj korte parben

  79. olekhakabbo  

    Photo id>other দিয়ে birth certificate এ ছবি লাগিয়ে জমা দিলে হবে না???? আর bank statement কি ৬ মাস পুরাতন হতেই হবে???? :(

  80. নামহীন  

    Forex trading kora ki Freelancing er moddhe pore?Forex trading kora ki valo?

  81. Najmul  

    @olekhakabbo
    হবে, bank statement ৬ মাসের হতে হবে
    @namhin
    Forex trading freelancing na. ata share business ar moto. kora valo, tobe expert hoye korun.

  82. নামহীন  

    Freelancer দের সংখ্যা দিন দিন বাড়ছে । সেই তুলনায় Freelancing Website গুলোতে কাজের পরিমাণ বাড়ছে কি ? তানভীর

  83. Inform ISLAM  

    Ami Microworkers.com-a kaj kori.Microworkers theke Moneybookers,Alertpay er madhomme taka tola jay. Moneybookers/Alertpay konti diya taka tola valo hobe?

  84. bappa  

    please amai aktu help koren ami email marketing khothai sekbo keu bolen please.

  85. khaleda ferdous  

    hello zakaria vai kmn achen?ami goto 6 month thek website developing sikhchi r ekhn website e php and mysql die program korte pari mid level e.kintu ami jania kivabe website er jno domain kinte hoy.kivabe kotha theke domain kinte hoy please amk ektu janaben ki?

  86. নামহীন  

    ami SEO, word press, Joomla ki vabe sekha jai & agola te akto dharona pete cahi? dhaka te kothi agola shekhi janale upkrito hobo.

  87. Najmul  

    @ khaleda ferdous. Apni domain hosting kinar jonno ai no. 01747825134 a jogajog korun

  88. Rejaul  

    nazmul vai. ami SEO sekte chai. apnar kase SEO ebook are pdf file ache. jodi thake, tahole diten boroi upokar hoto Thank you.
    my email address: rejaul264@gmail.com

  89. Najmul  

    Amar akse kono seo book nei, apni ai link gulu theke onek information pete paren.

    http://www.getseoanswer.com/

    https://www.facebook.com/groups/374441202608624/

    https://www.facebook.com/groups/webseoguide/

    http://webseoguide.net/

  90. Rejaul  

    Najmul vai

    Apnake onek dhonnobat, kosto korar jonno
    valo thakben...

  91. online earning tips  

    sharif-hasan.


    Najmul vai ami joomlar kaj sikthe chai.kemon vabe sikthe pari aktu bolben.kivabe advasc sika jay bolben.ami kisu joomla tuitoriyal diben please.ami html,css and basic kisu php jani.amar joomla sika khub issa.please joomlar A to Z tuitorial link ta diben please.are prothom konta seta aktu ullekko kore diben please.

  92. নামহীন  

    D/Brother,

    Many many thanks to you for your important blog.I am Odesk member my profile 80% complete. I have some idea in SEO I want to learn more in SEO, but how? Pl. provide me some address to SEO. Md. Jahangi Alam

  93. Unknown  

    Thank you sooooo much nazmul bhia........
    bhia amr kichu question holo-ami eybar 1st year e pori but ami class 10 thekey fully interested chilam ey outsourcing er upor.Evong aste aste jante parlam j eta ekta darun platform amader deshe ai korar khetre.
    Shovcheye boro kotha hocche amr moto onekey ase j jader ey outsorcing er maddome tk uparjon korata khov khov needed,emonki ey khetre onekey ase j ey outsourcing bishoytar upore she onk boro boro dream dekhe thake ja tar bastob poriprekkhite oshomvov.
    Believe me,bhia amr ey outsourcing ta khv needed.mane er maddhome kichu ay korte parle i think amr onk onk problem solve hove,mainly ami kichu holeo amr bortoman ovostha take halka kore nite parbo.
    BUT,problem ta hocche amr ekhono votar id card hoyni evong step by step learner o khuje pacchina eta shikar jonno.
    ty ami ey bepare boro dhoroner ekta help apnar kach theke asha korchi,ki pavo ki@nazmul bhia............
    md..Jiad

  94. Moheb  

    মামুনুরর রশীদ ভাইয়ের মত একজন লোক আমাদের খুব প্রয়োজন.যিনি হাতে কলমে ফ্রীল্যানসার তৈরি করে নেন তার গ্রুপে।নিজেও উপারজন করেন আর অন্যকেও করতে সাহায্য করেন।

  95. নামহীন  

    Dear Sir,

    Have Nice Day
    I am new freelancer. I already join with ODESK, V Worker, Freelancer & Microworkers. I am a member of those web sites. I am bidding continuously above Site.
    I already given a test in ODESK about MS WORD & I passed it.
    I already got A Master card From V Worker & Active it.

    Pls could u let me know ?
    Any Idea to pass odesk readiness test. (How to pass it easily)
    E-mail: arman.ctg@gmail.com
    Voice: 01712180735

  96. নামহীন  

    ভাই,আমি ইন্টারনেট জগতে পুরাতন freelancer জগতে নতুন,তাই আমি একজন freelancer এর সাথে এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করেছি সে আমাকে ২০০০/- টাকায় odesk এ কাজ পাওয়ার কথা বলেছেন তাও আবার মাত্র ২ টা ক্লাসএর মাধ্যমে/ আসলে আমি জানতে চাই এটা কি সম্ভব নাকি প্রতারনার ফাঁদ/ আমি dolancer এবং skylancer করে অনেক টাকা ধরা খেয়েছি তাই একটু ভয় বেশি/ pls don't about this write and help me....what i will do

  97. Unknown  

    নাজমুল ভাই, আপনার কি কোন গ্রুপ আছে? থাকলে আমি কাজ করতে চাই। আমি গ্রাফিকস এর কাজ শিখছি। html জানি এবং dreamweaver জানি।

  98. নামহীন  

    Nazmul Vai, please amader help koren. apner help amader onek proyojon.

  99. Shameem Ahmed  

    This blog help me very much to get my Odesk work.

  100. নামহীন  

    খুব ভালো লাগছে। নিয়মিত লেখে গেলে আরো বেশি ভালো হবে।


    সাইফ হাসনাত।

  101. নামহীন  

    how can i learn seo or web devlopment by internet?

  102. নামহীন  

    ব্লগার ডট কমে আমি একটি ওয়েবসাইট তৈরি করেছি। ফ্রি ডোমেইন নিয়ে ওয়েবসাইট খুলে অ্যাডসেন্স নেওয়া কী ঝুকিপূর্ন ? আর একটি প্রশ্ন আমি অ্যাফিলিয়েট মার্কেট কাজ করতে চাই এর জন্য কেনা ডোমেইন এবং ফ্রি ডোমেইন এর মধ্যে কোনটি ভাল হবে ?

  103. Abdur Rouf  

    অনেক ভাল লিখেছেন, যদি আমাকে এই কাজ পেতে সাহায্য করেন, তাহলে অনেক ভাল হত।

  104. নামহীন  

    onak valo laglo ....

  105. Unknown  

    আমার আগে থেকে data entry sample করা নাই কিন্তু আমার আত্নবিশ্ব্স আছে যে আমি যে কোন ডাটা এন্্রির কাজ পারব এখন আমার কি করা উচিৎ আর আমার sample কিভাবে করা উচিৎ

  106. Unknown  

    i m new and i have no idea about finance but i m interested about this

  107. Unknown  

    ami Odesk a bit korte chai tar jonno ki likte hobe janaben ki ?

  108. নামহীন  

    vai amake akta odesk account khola diban

  109. kgrecipe  

    awaysome

  110. নামহীন  

    ইস্রাফিল
    তানোর,রাজশাহী
    আসৃসালামু আলাইকুম। আশা করি ভালই আছেন। আপনার লেখাগুলো পড়ে অনেক কিছু জানতে পারি। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি ওডেস্কে একাউন্ট খুলে 60% প্রোভাইল কমপ্লিট করেছি। এখন আমার একজন ভাল মাধ্যম দরকার ওডেস্কে কাজ পাওয়ার জন্য । শুনেছি গ্রুপের মাধ্যমে কাজ করা যায়। তাই আমি কোন গ্রুপের সদস্য হয়ে কাজ করতে চাই। আমাকে এ ধরনের কোন মাধ্যমের সাথে যোগাযোগ করে দিলে খুব উপকার হতো। এ বিষয়ে জানালো খুব ভাল হতো। দয়া করে অবশ্যই জানাবেন। প্লিজ..... প্লিজ..... প্লিজ।

  111. নামহীন  

    আমি কোন গ্রুপে যোগাদান করে আউটসোর্সিং করতে পারব কি? জানাবেন প্লিজ.....

  112. web hosting bangladesh  

    গ্রুপে যোগদান করে ভালো ভাবে আউটসোর্সিং করা যায় না। আপনি কম্পিউটারের কোন একটি বিষয়ে (যেমন - গ্রাফিকস ডিজাইন, ওয়েব ডিজাইন, এসিও) skill হয়ে নিজেই আউটসোর্সিং করতে পারবেন।

  113. মোঃ আলিউল ইসলাম  

    আমি ওডেক্সে ডাটা এন্টি করতে চাই আমাকে কি করতে হবে অথবা কারও সাথে যোগাযোগ করা যাবে কি তাহলে খুব উপকৃত হতাম

  114. www.geyanpipasu.com  

    Hi!
    Zakaria brother,
    I have up to 75% of the profile. The application has allowed me the weekly 10 jobs. But in my experience, less than in English because I'm afraid to apply to the job. To Suggestions please.

একটি মন্তব্য পোস্ট করুন