গত ৬ই সেপ্টেম্বর আমরা 3D Graphics এর উপর একটি সেমিনার নিয়েছি, সেখানে আমরা দেখিয়েছি কিভাবে SketchUp দিয়ে একটি বেসিক 3D Design করতে হয়।

আমাদের পরবর্তী সেমিনারটি হবে :

:: 3D এবং অন্যান্য স্কিল দিয়ে কিভাবে আউটসোর্সিং করতে হয় ::

তার উপর। আপনি ইচ্ছে করলে ফ্রি রেজস্ট্রেশন করে আমাদের এই প্রাকটিকাল সেমিনারটিতে অংশ নিতে পারেন।

সেমিনার স্থান: SYLHET IT ACADEMY
তারিখ: শুক্রবার, ৪ অক্টোবর ২০১৩
সময়: বিকেল ৪টা
ফ্রি রেজস্ট্রেশন করুন: ০১৭১৭ ০২২ ৬৮১

1 টি মন্তব্য

  1. Sabuj  

    ভাই মাইক্রোজবস সাইটের Forum post এবং Yahoo answer কিভাবে দিবো তা জানিয়ে দিলে খুব উপকার হতো । এই বিষয়ে আপনার ব্লগে দুই-তিনটি পোষ্ট করলে অনেক পাঠক হুরমুরিয়ে আপনার ব্লগে আসতে থাকবে । যদি সম্ভব হয় তাহলে অবশ্যই এই বিষয়ে লিখবেন ।
    নিবেদক,
    আপনার সাইটের নিয়মিত পাঠক
    সবুজ

একটি মন্তব্য পোস্ট করুন