গত একুশে বই মেলায় বাজারে এসেছে লেখক পার্থ সারথি কর-এর জুমলা শেখার বই - "নবীনদের জন্য জুমলা ভিজুয়্যাল গাইড"। বইটিতে জুমলার ব্যাকএন্ড ও ফ্রন্ট এন্ডের পরিচিতির সাথে সাথে একটি সাইট কিভাবে তৈরি করতে হবে তা বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। সহজেই বুঝার জন্য লিখার পাশাপাশি প্রয়োজনীয় ছবি দেয়া হয়েছে। আশা করা যায় পাঠকরা এই বই পড়ে নিজেকে একজন প্রফেশনাল ওয়েবসাইট ডেভেলাপার হিসাবে প্রস্তুত করতে পারবেন। 

বইটিকে কার্যকরভাবে ব্যবহার করতে হলে লেখকের পরামর্শ হচ্ছে - প্রথমে আপনি বইয়ের প্রথম থেকে শেষ পযর্ন্ত  এক-দুবার বুঝে না বুঝে পড়ে নেবেন। তাহলে আপনি কিছু হলেও বুঝতে পারবেন যে কোথা থেকে আপনাকে শুরু করতে হবে। তারপর আপনি বই পড়ার সাথে কম্পিউটারে জুমলা ইনস্টল দিয়ে কাজ শুরু করবেন। একবার একটি সাইট করার পড়ার পড়ার আপনি আপনার পছন্দের ৪-৫ টি সাইটকে হুবহু জুমলা দিয়ে করার চেষ্টা করবেন। তাহলে আপনার প্র্যাকটিস হবে সাথে সাথে আপনার সমস্যাগুলো বের হয়ে আসবে। এবার আপনি ফ্রিল্যান্সিং মাকের্ট প্লেস গুলোতে জুমলার কাজের রিকুয়ারমেন্টস গুলো দেখে প্র্যাকটিস করুন। এভাবে আপনি একজন দক্ষ ওয়েবসাইট ডেভেলাপার হয়ে উঠতে পারেন।

বইটি প্রকাশ করেছে তাম্রলিপি প্রকাশনী সিলেটে মালঞ্চ লাইব্রেরীতে পাওয়া যাবে
এছাড়াও বইটি পাওয়া যাবে http://www.rokomari.com/book/11378

7 টি মন্তব্য

  1. পার্থ সারথি কর  

    ধন্যবাদ । জাকারিয়া ভাই :)

  2. RAZU  

    I have bought the book from the last book fair.I have learn joomla basic & advance from that book.Every topic has been discussed very clearly.
    Really.......good book.

  3. RAZU  

    Thanks to PARTHA vhai for writing such a book.And i hope you will also write a good book on WORDPRESS.

  4. Rasel  

    Is the book has topics on how to make joomla templet from a html file and how to make plagins for joomla. That means customization.?????

  5. নামহীন  

    pls ektu poiden.vaiya amader shopno sopnoi theke jabe.kew amader help kore na.family motamuti socchol .kintu computer kine dibena kew.tai sopno gulo sopnoi theke jabe.er theke or theke computer somporke kichu darona niyechi.motamuti valoy.bazarer computer gulor besir bag ami service kori ete temon kono taka poisa ni na.je ja dei.kew abar nasta korai.aponar ami khub vokto kono din dekha hobe ki na jani na.khub asa chilo bro freelancer hobo amader ekhane egulo nai ekta trainging centre dibo kinu sob sopno.oneker ratarati ekta sujog pay kintu amra mone hoy pabo na.ami noakhali theke likhchi .amra friend koyekjon chilam.aj r likhbo na.

  6. নামহীন  

    জাকারিয়া ভাই, আপনার লেখা আসছে না অনেকদিন।

  7. Zakaria Chowdhury  

    এই মূহুর্তে কাজ নিয়ে প্রচন্ড ব্যস্ততায় আছি, ভবিষ্যতে সময় পেলে আবারও লিখব আশা করি।

একটি মন্তব্য পোস্ট করুন