ফ্রিল্যান্সারদের জন্য বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজন করেছে ফ্রিল্যান্সার এওয়ার্ড। যারা নিজস্ব মেধা ও দক্ষ্যতার মাধ্যমে তথ্যপ্রযুক্তি শিল্পে সারা বিশ্বে বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রাখার সাথে সাথে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করছে এবং তরুণদের মাঝে প্রেরণা যোগাচ্ছে তাদের সম্মাননা জানানোই এই এওয়ার্ডের উদ্দেশ্য। আগামী ৪ ফেব্রুয়ারি একটি গ্রান্ড এওয়ার্ড নাইটের মাধ্যমে দশ জন ফ্রিল্যান্সারকে এই পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও বেসিস এর ওয়েব সাইটের নাম প্রকাশ করা হবে। আগ্রহীদের আগামী ২০ জানুয়ারী ২০১১ এর মধ্যে রেজিষ্ট্রেশনের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

রেজিষ্ট্রেশন লিংক:
http://www.basis.org.bd/softexpo.com.bd/Freelancer-Award.php


বিস্তারিত জানতে ভিজিট করুন:
http://www.softexpo.com.bd



(প্রেস রিলিজ)

1 টি মন্তব্য

  1. MOHSIN  

    VABISSATE AMIO REGISTRATION KORBO .

একটি মন্তব্য পোস্ট করুন