মানিবুকারস (www.MoneyBookers.com) হচ্ছে ইউরোপের একটি অন্যতম প্রধান অনলাইনে অর্থ লেনদেনের প্রতিষ্ঠান। এটি যুক্তরাজ্যের দ্রুত প্রসারমাণ প্রাইভেট টেকনোলজি কোম্পানির মধ্যে প্রথম দশের মধ্যে রয়েছে। ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটির দ্রুত উন্নতি ঘটছে। এর বাৎসরিক লেনদেনের পরিমাণ ৩.৫ বিলিয়ন ইউরো এর উপরে। ২০০৮ সালে প্রতিষ্ঠানটিকে আগের বছরের তুলনায় দ্বিগুণ লাভ করেছে, যা একে বিশ্বের একটি সফল অর্থ লেনদেনের প্রতিষ্ঠানে পরিণত করেছে। বর্তমানে মানিবুকারসের নব্বই লক্ষ একাউন্ট হোল্ডার রয়েছে। এটি বাংলাদেশসহ বিশ্বের দুইশতটিরও বেশি দেশে ৮০ প্রকারের অর্থ লেনদেনের সুবিধা প্রদান করে। ৪৫ হাজারেরও বেশি মার্চেন্ট প্রতিষ্ঠান মানিবুকারের মাধ্যমে অনলাইনে সার্ভিস দিয়ে থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে eBay.com, Skype.com, GetAFreelancer.com, MochiMedia.com এবং ThemeForest.com। মানিবুকারস কতটা জনপ্রিয় তার একটি দৃষ্টান্ত হচ্ছে, বর্তমানে প্রতিদিন ১২ হাজারের উপর নতুন ব্যবহারকারী মানিবুকারসে রেজিষ্ট্রেশন করে।


মানিবুকারসকে ধরা হয় পেপালে প্রধান বিকল্প হিসেবে। বিশেষ করে যেসকল দেশে পেপালের কোন সাপোর্ট নেই সেসব দেশের জন্য মানিবুকারস একটি আদর্শ মাধ্যম। এটি পেপালের মতই নিরাপদ, দ্রুত এবং সাশ্রয়ী অর্থ লেনদেনের পদ্ধতি। এর মাধ্যমে একজন ব্যবহারকারী থেকে অপর আরেকজনের কাছে মূহুর্তের মাধ্যে অর্থ লেনদেন করা যায়। এতে খরচ পড়ে সর্বোচ্চ ০.৫ ইউরো। অর্থ লেনদেনের জন্য প্রাপকের নাম বা ব্যাংক একাউন্ট কিছুই জানার প্রয়োজন নেই, কেবল তার ইমেইল ঠিকানাটিই যথেষ্ঠ। মানিবুকারস দিয়ে খুব সহজেই ২০ হাজারের উপর ইকমার্স ওয়েবসাইট থেকে অনলাইনে কেনাকাটা করা যায়। মানিবুকারসকে আপনার ওয়েবসাইটের সাথে যুক্ত করে আপনি নিজেই একটি ইকমার্স সাইট চালু করতে পারবেন। বর্তমানে বেশিরভাগ ফ্রিল্যান্সি মার্কেটপ্লেসে মানিবুকারস সাপোর্ট করে। এক্ষেত্রে তুলনামূলকভাবে কম খরচ পড়ে, মাত্র ১.৯%। ফ্রিল্যান্সিং সাইট ছাড়া কোন ব্যক্তি থেকে অর্থ গ্রহণের জন্য কোন ফি দিতে হয় না। মানিবুকারসের একাউন্ট থেকে নিজের ব্যাংকে টাকা নিয়ে আসতে মাত্র ২.৬৫ ডলার খরচ পড়ে।


রেজিষ্ট্রেশন করার পদ্ধতি:

মানিবুকারস এ রেজিষ্ট্রেশন অত্যন্ত সহজ, যা কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন হয়ে যায়। তবে মানিবুকারসের সম্পূর্ণ সুবিধা পেতে হলে কয়েকটি বিষয় নিশ্চিত করতে হবে। মানিবুকারসের নিরাপত্তা জোরদার করার জন্য এটি প্রত্যেক ব্যবহারকারীকে তিনটি পদ্ধতিতে যাচাই করে থাকে। এগুলো হচ্ছে - ঠিকানা যাচাই, ব্যাংক একাউন্ট যাচাই এবং ক্রেডিট/ডেবিট কার্ড যাচাই। তৃতীয় পদ্ধতিটি হচ্ছে ঐচ্ছিক, তবে প্রথম দুটি অবশ্যই সম্পন্ন করতে হবে।

ঠিকানা নিশ্চিত করা:

লগইন করার পর My Account পৃষ্ঠায় Account Status অংশ থেকে Address Verify লিংকে ক্লিক করুন। পরবর্তী পৃষ্ঠায় আপনার ঠিকানাটি দেখাবে, এরপর "Send me a verification letter" বাটনে ক্লিক করুন। মানিবুকারস আপনার ঠিকানায় একটি চিঠি পাঠাবে। চিঠিটি আসতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। চিঠিতে আপনাকে ছয়টি সংখ্যার একটি কোড পাঠানো হবে। কোডটি পাবার পর সাইটে লগইন করে "My Account" > "Profile" পৃষ্ঠায় গিয়ে আপনার ঠিকানার পাশের "Verify" লিংকে ক্লিক করুন। তারপর সেই কোডটি জমা দিন। এরপর আপনি মানিবুকারসের মাধ্যমে অর্থ লেনদেন শুরু করতে পারবেন।

ব্যাংক একাউন্ট যোগ করা:

মানিবুকারস থেকে আপনার ব্যাংকে অর্থ উত্তোলন করতে হলে My Account থেকে প্রথমে একটি ব্যাংক যোগ করে নিন। এক্ষত্রে আপনার ব্যাংকের SWIFT কোড, ব্যাংকের ঠিকানা, আপনার ব্যাংক একাউন্ট নাম্বার ইত্যাদি দিতে হবে। মানিবুকারসে ব্যাংক একাউন্ট যোগ করার সাথে সাথে আপনি ব্যাংকে অর্থ উত্তোলন করতে পারবেন। তবে এক্ষেত্রে মানিবুকারস আপনার ব্যাংক একাউন্টটি যাচাই করতে বলবে। ব্যাংক একাউন্ট যাচাই করার জন্য ব্যবহারকারীর ব্যাংক থেকে মানিবুকরসের একাউন্টে সামান্য পরিমাণ অর্থ (৫ থেকে ১০ ডলার) প্রেরণ করতে হয়। তবে বাংলাদেশের আইনের জন্য কোন ব্যাংক থেকেই মানিবুকারসে কোন টাকা পাঠাতে পারবেন না। এক্ষত্রে নিচের পদ্ধতিটি অনুসরণ করুন -

১। কোন ফ্রিল্যান্সিং সাইট থেকে অর্থ পাবার পর মানিবুকারস দিয়ে একবার উত্তোলন করুন। ব্যাংক একাউন্ট যাচাই না করেও আপনি দুইবার অর্থ উত্তোলন করতে পারবেন। এজন্য লগইন করে Withdraw লিংকে ক্লিক করুন।
২| টাকা ব্যাংকে জমা হবার পর ব্যাংক থেকে বিগত ছয় মাসের একটি ব্যাংক স্টেটমেন্ট চেয়ে নিন।
৩। ব্যাংক স্টেটমেন্টের মধ্যে মানিবুকারস থেকে আপনি যে অর্থ পেয়েছেন তার তারিখ এবং ডলারের পরিমাণ দেখতে পাবেন। কিন্তু এই ডলার কার কাছ থেকে এসেছে তা উল্লেখ থাকবে না। এজন্য আপনাকে ওই লেনদেনের SWIFT Transaction নামক আরেকটি কাগজ সংগ্রহ করতে হবে। সাধারণত ব্যাংক এই কাগজটি আপনাকে দিতে চাইবে না। কিন্তু আপনি যদি পুরো বিষয়টি তাদেরকে বুঝিয়ে বলতে পারেন তাহলে তারা আপনাকে কাগজটির ফটোকপি দিতে সম্মত হবে। প্রকৃতপক্ষে আপনি যে ঘরে বসে বৈদেশিক মুদ্রা আয় করছে তা জানতে পারলে তারা খুশি হয়েই আপনাকে সাহায্য করবে।
৪। ব্যাংকের যথাযথ কর্তৃপক্ষ দ্বারা কাগজগুলো সত্যায়িত করার পর এগুলোকে স্ক্যান করে কম্পিউটারে নিয়ে নিন। সাথে আপনার পাসপোর্টও স্ক্যান করে নিন।
৫| এরপর merchantservices@moneybookers.com ঠিকানায় ইমেইল এটাচমেন্ট করে এগুলো পাঠিয়ে দিন। ইমেইলের Subject হিসেবে Manual Bank Account Verification উল্লেখ করুন এবং তাদেরকে জানিয়ে দিন বাংলাদেশ থেকে যেহেতু কোন টাকা মানিবুকারসে পাঠানো সম্ভব নয় তাই আপনি ব্যাংক স্টেটমেন্ট এবং সংশ্লিষ্ট কাগজের স্ক্যান কপি ইমেইলের সাথে পাঠাচ্ছেন। তারা যেন Manually আপনার ব্যাংক একাউন্ট যাচাই করে নেয়।
৬। ইমেইল পাঠানোর ১ থেকে ২ সপ্তাহের মধ্যে আপনি মানিবুকারস থেকে ইমেইল পাবেন। সবকিছু উপরে উল্লেখিত নিয়ম অনুযায়ী করতে পারলে মানিবুকারস কর্তৃপক্ষ আপনার ব্যাংক একাউন্টটি নিশ্চিত করে নিবে। এরপর আপনি মানিবুকারসের সকল সুবিধা নিরবিচ্ছিন্নভাবে উপভোগ করতে পারবেন।

ক্রেডিট/ডেবিট কার্ড যোগ করা:

যাদের ক্রেডিট/ডেবিট কার্ড রয়েছে তারা ইচ্ছে করলে মানিবুকারসে কার্ডটি যোগ করে কার্ডের টাকা মানিবুকারসে নিয়ে যেতে পারবেন। বর্তমানে অনেকেরই পেওনার প্রদত্ত ডেবিট মাস্টারকার্ড রয়েছে। এই কার্ডের নানাবিধ সুবিধা রয়েছে। তবে এই কার্ডের টাকাকে শুধুমাত্র ATM থেকে ক্যাশ হিসেবে উত্তোলন করতে হয়, ব্যাংকের সাথে এর কোন যোগাযোগ নেই। আপনি যদি কার্ডের টাকাকে আপনার ব্যাংকে জমা রাখতে চান তাহলে ATM থেকে টাকা নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিতে হবে। ATM থেকে এক দিনে একটি নির্দিষ্ট অংকের বেশি অর্থ উত্তোলন করতে পারবেন না। ফলে বড় অংকের অর্থের ক্ষেত্রে কয়েকদিনে টাকা জমা দিতে হবে, যা ঝামেলাপূর্ণ এবং নিরাপদও নয়। মানিবুকারসের মাধ্যমে সেই কাজটি ঘরে বসেই কয়েকটি ক্লিকের মাধ্যমেই করতে পারবেন। এজন্য প্রথমে আপনার মাস্টারকার্ডটি মানিবুকারসে যোগ করুন। কার্ডটি সঠিকভাবে যাচাই হবার পর উপরের মেনু থেকে Upload Funds লিংকে ক্লিক করে Credit Card অপশনটি সিলেক্ট করুন। এরপর আপনার কার্ডের পেছনে লেখা তিনটি সংখ্যার CVV2 কোড দিন এবং কত টাকা কার্ড থেকে মানিবুকারসে নিতে চান তা উল্লেখ করুন। Next বাটনে ক্লিক করার সাথে সাথেই কার্ড থেকে মানিবুকারসের একাউন্টে টাকা জমা হয়ে যাবে। এরপর মেনু থেকে Withdraw লিংকে ক্লিক করে এই টাকা আপনার ব্যাংক একাউন্টে প্রেরণ করুন। কার্ড থেকে মানিবুকারসে টাকা আনতে ১.৯% চার্জ যুক্ত হবে, যা মাস্টারকার্ডের মাধ্যমে টাকা উত্তোলনের চেয়ে স্বাশ্রয়ী। কারণ পেওনারের মাস্টারকার্ড থেকে ATM এর মাধ্যমে প্রতিবার টাকা উত্তোলন করতে ৩% চার্জ দিতে হয়।


মানিবুকারসের এত এত সুবিধার মধ্যে এর একটি বড় ধরনের অসুবিধা রয়েছে, যার কারণে এটি পেপালের চেয়ে বেশি জনপ্রিয় হতে পারছে না। এটি হচ্ছে যুক্তরাষ্ট্রে মানিবুকারসের কোন সার্ভিস নেই। অর্থাৎ যুক্তরাষ্ট্রের কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান মানিবুকারসে রেজিষ্ট্রেশন করতে পারে না। যে সকল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বা ইকমার্স সাইট যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হচ্ছে তারা মানিবুকারসের মাধ্যমে কোন সার্ভিস দিতে পারে না।

মানিবুকারসে ব্যাংক একাউন্ট যুক্ত করে তা যাচাই করাটা প্রথম দিকে একটু ঝামেলাপূর্ণ। কিন্তু একবার যাচাই হয়ে গেলে মানিবুকারসের কল্যাণে অনলাইনে অর্থ লেনদেনের একটি বিশাল ক্ষেত্র আপনার সামনে উন্মোচিত হয়ে যাবে। যা দিয়ে অনলাইন ফ্রিল্যান্সিং, ইকমার্স সাইট তৈরি, অনলাইনে কেনাকাটা ইত্যাদি অসংখ্য কাজে মানিবুকারসকে ব্যবহার করতে পারবেন। বাংলাদেশী ফ্রিল্যান্সাররা তাদের পরিচিতি ক্লায়েন্টের কাছ থেকে এই পদ্ধতিতে কোন খরচ ছাড়াই সরাসরি অর্থ গ্রহণ করতে পারবে (যুক্তরাষ্ট্রের ক্লায়েন্ট ব্যাতীত)। মানিবুকারস একদিকে যেমন স্বাশ্রয়ী, অন্যদিকে নিরাপদ এবং ঝামেলাবিহীণ অনলাইন লেনদেনের মাধ্যম।


লেখক - মোঃ জাকারিয়া চৌধুরী

বিঃদ্রঃ - এই লেখাটি "মাসিক কম্পিউটার জগৎ" ম্যাগাজিনের "নভেম্বর ২০০৯" সংখ্যায় প্রকাশিত হয়েছে।

112 টি মন্তব্য

  1. Jason Miller  

    Thank you Jakaria vai for your post.I have a question.I am a SEO freelancer.I am working in Odesk.I have paypal and moneybookers account.In my paypal account,I have some money.How can i send it moneybookers.Please answer my question.I need it very much.
    Thank you again.

  2. নামহীন  

    I am interest of ptc site. But it is not support paypal, Alertpay. So How i receive money form paypal, Alertpay? Plz simply description & send email.you say how people(Paypal user) give money form paypal, Alertpay. give others solution. Thanks.
    Zakir Hossain.
    zitsolution09@gmail.com

  3. ফারুক  

    আমি মানিবুকারস থেকে প্রথম বারের মত আমার ব্যাংক একাউন্টে টাকা পাঠিয়েছি।আপনি কি বলতে পারেন কতদিনের মধ্যে আমি আমার ব্যাংক একাউন্টে টাকা পাব।ধন্যবাদ

  4. Zakaria Chowdhury  

    ৭ থেকে ১০ দিনের মধ্যে ব্যাংকে টাকা চলে আসবে।

  5. নামহীন  

    Zakaria Bhai, i hv an DBL account. When i tried to add my bank account they want a SWIFT code. i DBL SWIFT code. then i put my bank account number
    but they dont accept it..like my bank account is
    101.116.XXX.XXX

    but they accept in dis format
    101116XXXXXX

    so is there any problem with that, if i put my account in their format..plz help me. i earn money..but dat is in my moneybooker account....

  6. Zakaria Chowdhury  

    আমার মনে হয়ে ফরম্যাট কোন ব্যাপার না।

    পরীক্ষা করার জন্য আপনি প্রথমে অল্প পরিমাণ অর্থ মানিবুকারস থেকে আপনার একাউন্টে নিয়ে যান। তারপর ১০ দিন পর আপনার ব্যাংকে খোঁজ করুন।

    সবশেষে টাকা পেলেন কিনা জানাবে।

  7. নামহীন  

    thanx a lot jakaria vai...neway bro i m Moha-Pandit 4m techtune........

  8. mahbubur rahman  

    Zakaria is a name who is an ICON/IDLE of young digital generation.Only the zakaria is a name who shown the our goal not only by sentence(mouth)also take our hand and go ahead with us to desired goal and also teach us how we achieved our succeed.No man ever shown practically how can earn by internet accept u.So u take my Lal Salam..May Allah Live u for Ever.

    With Thanks. Mahbubur Rahman

  9. Unknown  

    jakaria vai ami khub problem er modhe asi
    ami account e swift code dici but ekhon amount withdraw korar somoy identification chaice. Tinta option dekhacce,age verify korte bolce tarpore amount withdraw korte debe. But eta to apnar blog pore bujhi nai. ekhon ki korte pari? pls kicu tips deben

  10. Zakaria Chowdhury  

    টাকা Withdraw করার পূর্বে অবশ্যই Address Verification করতে হবে। মানিবুকারস থেকে আপনার বাসার ঠিকানায় কি কোন চিঠি এসেছে? না এলে ২০ থেকে ৩০ দিন অপেক্ষা করতে হবে।

    ঠিকানা যাচাই হবার পর দুইবার Withdraw করতে পারবেন। এরপর আবার Withdraw করার পূর্বে আপনার Passport এবং ব্যাংক স্টেটমেন্ট স্ক্যান করে আপনার Bank Verification করতে হবে, যা আমার লেখাতে বিস্তারিত বর্ণনা করেছি।

  11. Unknown  

    Vai apnake onek thanks. apnar kotha moto ami kicu paper like amar name mobile bill,Natinal ID card scan kore pathieci. Aj verification pelam. Valo lagce. R ekta prob vai ami Rajshahi DBDL e gecilam ora amak kicu janate parlo na online theke taka transfer korar bapare. Ora amake hopeless korlo moneybookers er bapare. Eta naki fake. Ageo naki oneke try korecilo but taka painai. Kew kew kicu taka peleo boro kono amount naki ora pathay na. Ami to voi pacci. Ami to puropuri freelancer dependent hoe geci. Ami ki credit card use korbo? korle taka pabar nischoyta kotoku? Ki korte pari janale onekei upokar pabe asa kori. R ha microworkers valo kaj korce. ami already $6 par koreci. khub taratari payment pabo asa kori.
    Thanks again.

  12. Unknown  

    Thank you vaia. Ami Rajshahi University te I.C.E te pori. Apar motamot chaicilam. Apni to kicu bollen na. Apnar blog ta valo vabe porce tobuo jodi ektu bolten valo lagto. Thanks again.

  13. Zakaria Chowdhury  

    @Liton,
    আমি মানিবুকারস দিয়ে প্রায় নিয়মিতভাবেই টাকা উত্তোলন করি এবং কখনও কোন অসুবিধা হয় নি। টাকার পরিমাণও প্রায় সময় বড় হয়ে থাকে। মানিবুকারস ইউরোপের একটি বড় অর্থ লেনদেনের মাধ্যম, এটি Fake হবার কোন কারণ নেই। মনে হচ্ছে আপনার ব্যাংক অনলাইন লেনদেনের পদ্ধতি সম্পর্কে খুব একটা জানে না। আমার ধারণা জিজ্ঞেস করলে তারা Paypal কেও Fake বলতে পারে :-)

    ক্রেডিট কার্ড বলতে আপনি কি Payoneer ডেবিট মাস্টার কার্ডকে বোঝাচ্ছেন? এটিও নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন।

    আমি এই পদ্ধতিগুলো গত ২ বছর থেকে কোন ধরনের ঝামেলা ছাড়াই ব্যবহার করছি। তাই ব্যাংকের কথায় হতাশ হবার কোন কারণ নেই।

    মজার কথা হল, এধরনের বিষয় জানার জন্য আমি যতবারই ব্যাংকে গিয়েছি ততবারই হতাশ হতে হয়েছে। মনে আছে প্রথম যখন মানিবুকারস থেকে প্রাপ্ত অর্থের Bank Statement আনতে গিয়েছিলাম, তারা বলল তাদের কাছে এ সম্পর্কে কোন তথ্য নেই। শেষে অনেক বলার পর একজন সিনিয়র অফিসারের সাথে কথা বলতে বলল। উনি শেষ পর্যন্ত আমাকে সঠিক তথ্য দিতে পারলেন।

    বস্তুত বাংলাদেশে ইন্টারনেটে অর্থ লেনদেন পদ্ধতি প্রচলিত নয় বলে বেশিরভাগ ব্যাংক অফিসারই এ সম্পর্কে খুব বেশি একটা জানেন না।

  14. atik  

    @Liton Arefin,
    আপনি রাজশাহীতে প্রাইম ব্যাংকে একাউন্ট খোলেন, DBBL Rajshahi Branch এর নিজস্ব swift code নাই।

  15. Unknown  

    @jakarai vai
    Thanks vai. Ami credit card bolte ami VISA card polte chaici. R 1ta Pioneer debit master card theke ki eksathe GAF(getafreelancer),RAC(Rent a coder) taka tola jabe?
    @atik
    Thanks for all coments.
    vai ami to already taka transfer koreci but hate paini.Bank theke swift code diece r seta holo DBBL BD DH. Ekhaneo doubt theke gelo vai, ami Moneybookers e jokhon amar bank account add korlam or Dhaka Branch show korlo. But ami to Rajshahi te thaki amar account o Rajshahi te. Ami vebecilam Dhaka kei ora Bangladesher Branch bojhe tai.So ekhon ki korte pari? Amar taka ki pabo na? Jakaria vai apnake onek birokto korci but kicu mone korien na,amar mone hoi onekei lavoban hobe ete kore. Kicu bolen e bapare. R vai amar mobile no-01723057432. jodi paren ekta sms dien. Onek kicu share korar cilo.

  16. Unknown  

    jakaria vai, aj ami khub khusi. Thanks apnake. Aj ami amar 1st payment Bank theke pelam. Taka hate paoar por khub khusi lagcilo. Thanks again.

  17. Zakaria Chowdhury  

    @Liton
    আমার লেখা আপনার উপকারে এসেছে জানতে পেরে আমারও খুব ভাল লাগছে।

  18. Unknown  

    vai amar microworkers e $9.73 hoise but withdraw korte gelei bole maximum limit ei type eka message ase bar bar. kono upay ase ki? janan ektu. r vai apnar mobile number ta chaicilam.

  19. Zakaria Chowdhury  

    @Liton,
    Send me screenshot of that page to this email address: admin@webcraftbd.com

  20. Kalpona Rani  

    Zakaria vai, 99designs.com sudu PayPal, AlterPay, Moneybookers, Western Union er maddhom a payment kora. Ami Western Union er maddoma tk pata chi. Vaia pls janaben Western Union er maddoma tk pata kono problem hoba ki na.

  21. Zakaria Chowdhury  

    ওয়েস্টার্ন ইউনিওনের মাধ্যমে টাকা পেতে কোন অসুবিধা হবে না। আপনাকে একটি সিরিয়াল নাম্বার ইমেইল করে দেয়া হবে। ওয়েস্টার্ন ইউনিয়ন সাপোর্ট করে এরকম যে কোন একটি ব্যাংকে গিয়ে সেই নাম্বার এবং আপনার পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড দেখালে সাথে সাথে নগদ টাকা দিয়ে দিবে, ওই ব্যাংকে কোন একাউন্ট থাকার প্রয়োজন হবে না।

  22. kalpona Rani  

    Vaia thanks, kintu vaia amar r ak2 confusion roia galo; apnar arati lachai daklam Banhladesh Govt. bairar kono protistanka tk transfer korar permision dai na. Pls vaia ak2 clear korben.

  23. Zakaria Chowdhury  

    আমাদের দেশে ওয়েস্টার্ন ইউনিয়নের সার্ভিসের মাধ্যমে বিদেশে অবস্থিত একজন ব্যক্তি এই দেশে অবস্থিত আরেকজন ব্যক্তিকে টাকা পাঠাতে পারে। কোন প্রতিষ্ঠান টাকা পাঠাতে পারে না।

    99designs.com সাইট থেকে মূলত একজন ব্যক্তি (এক্ষেত্রে আপনার ক্লায়েন্ট যার জন্য ডিজাইনটি তৈরি করবেন) টাকা পাঠায়, ওই ওয়েবসাইটের কর্তৃপক্ষ টাকা পাঠায় না। তাই এই এক্ষেত্রে কোন সমস্যা হবে না।

    আরেকটি ব্যাপার হচ্ছে কোন প্রতিষ্ঠান যদি কোনভাবে আপনাকে টাকা পাঠাতে সক্ষম হয় (যদিও আমাদের সরকার অনুমতি দেয় না), সেক্ষেত্রে আপনি ব্যাংকের মাধ্যমে সেই টাকাটি পেয়ে যাবেন।

    মোট কথা হচ্ছে আপনার কাছে ইমেইলের মাধ্যমে সেই সিরিয়াল নাম্বারটি আসলে কোন ঝামেলা ছাড়াই আপনি টাকা তুলতে পারবেন।

    এই নাম্বারটিকে বলা হয় - Money Transfer control বা MTCN ।

  24. salamsony  

    dear vaea ame kiva
    Pioneer debit master card pabo apne ki kono posta ki lakasan
    please help me how can i get it
    thanks
    e-mail me : diu-salamsony@diu.edu.bd

  25. Zakaria Chowdhury  

    Payoneer ডেবিট মাস্টারকার্ড সম্পর্কে বিস্তারিত তথ্য নিচের লেখায় পাওয়া যাবে -

    http://freelancerstory.blogspot.com/2008/09/blog-post.html

  26. নামহীন  

    hanks for your kind information. you write --
    salam, via money booker-a bank acctt. verified hobar por - money booker a message ti diase.

    "Please be advised that our regulators are considering as a commercial / business account each user (registered company or business individual), who is accepting payments for
    any kind of services or products (including freelancing) via Internet. Therefore certain fees have been applied as per article 3.8. of our Terms of Use."
    akhon amar ask holo tara koto fee aplied korbe ?

  27. Zakaria Chowdhury  

    ফ্রিল্যান্সিং কোন সাইট থেকে টাকা পেলে মোট অর্থের ১.৯% ফি কেটে রাখবে।

  28. Unknown  

    Zakaria vai, ami microworkers theke payment paisi. But new problem holo amar adsense account e $110 ase. Ami taka withdraw korte chai,problem holo tax information ki? r eta na hole ki taka uthate parbo na? Ami Western Union e taka uthate chai, but amar account e kono option nai. Ki korte pari pls janaben. R western union e taka uthate koto cost porbe & koto din pore taka pabo?

  29. Zakaria Chowdhury  

    Adsense থেকে শুধুমাত্র চেকের মাধ্যমে টাকা তোলা যায়, western union দিয়ে করা যায় না। এক্ষেত্রে কোন tax information দিতে হয় না।

  30. Unknown  

    Arekta bisoy, ami check kotodin pore pabo? Check ki courier kore nie asa possible? Check ta kothay vangabo? Pls janaben.

  31. নামহীন  

    Thanks via for your help.

  32. RAZON  

    জাকারিয়া ভাই,
    মাইক্রোওয়ারকার্স এ কাজ করার জন্য কি আগে থেকেই একটি মানিবুকারস একাউন্ট খোলা লাগবে? নাকি কিছু টাকা আয় করার পর খুললে ও চলবে?
    আর আমার তো পাসপোর্ট নাই; ন্যাশনাল আইডি দিয়ে কি মানিবুকারস একাউন্ট ভেরিফাই করা যাবে?
    মাইক্রোওয়ারকার্স এ কাজ করার জন্য নিজের একটি ব্লগ/সাইট থাকা কতটা জরুরী?

  33. নামহীন  

    জাকারিয়া ভাই আপনাকে অসংখ্য ধন্নবাদ,
    আপনি অশাধারন লিখেন ।

  34. Unknown  

    @Razon
    ha age theke moneybookers e account create korle valo hoi, tobe pore khulleo khoti nei. Passport charai amar bank account verification hoece. Ejonno apni apnar name e kono electric bill/GP er bill paper(if any such as Post paid mobile bill)/water bill je kono paper die 1st e address verify kore neben. verify hoe gele apni bank account e kisu amount transfer korun then bank statement oderke scan kore pathalei or verify korbe(passport lagbe na jodi thake tobe valo hoi). R apnar blog thakte hobe for more earnings.

  35. Ali  

    Via microwarkers a kaj korta gale timeta kamon factor?Jagolota 1 min lica thaka Shaguloki 1 minitai shash korta hoba jala kushi hobo vhia.

  36. RAZON  

    ভাই,
    'অল্টার পে' থেকে টাকা তুলতে কি কোন সমস্যা হয়?
    'অল্টার পে' সম্পর্কে বিস্তারিত কিছু জানান প্লিজ...

  37. admin  

    Zakaria vaia amake pls apnar contact number diben ami ektu kotha bolbo plz vaia amk ektu help korben sometimepart@gmail.com plz vaia mail kore diben number .

  38. dusty  

    Zakaria Vai,

    Apnar blog pore khub valo laglo. So, Freelancing site theke Moneybookers-a taka ante total khoroch hobey 1.9%+ $2.65. Am I right? Please reply my for comment.

    Tutul.

  39. নামহীন  

    hi,
    For withdrawing money from Microworkers can i use 'Check' system? here this site showing only 3 systems(paypal,moneybookers,alertpay).
    plz help me to know soon.

  40. Zakaria Chowdhury  

    হ্যাঁ আপনি চেকের মাধ্যমে টাকা আনতে পারবেন। এক্ষেত্রে $৪.৫০ খরচ হবে। এজন্য আপনার একাউন্টে নূন্যতম ($৯+$৪.৫০) থাকতে হবে।

  41. নামহীন  

    May i know what is the facility of 'Alertpay' system in Bangladesh for withdrawing money from microworkers?
    plz let me to know.

  42. Zakaria Chowdhury  

    এলার্টপে থেকে বাংলাদেশে টাকা আনার পদ্ধতি হচ্ছে Payoneer কার্ডের মাধ্যমে অথবা চেকের মাধ্যমে। আশা করি ভবিষ্যতে এ নিয়ে বিস্তারিত বর্ণনা করব।

  43. abir  

    আমি মানিবুকারস থেকে ৭ দিন আগে প্রথম বারের মত $৫০ DBBL এ পাঠিয়েছি।আমি আজ টাকা পেয়েছি।কিন্তু আমি মাত্র ২২৬০ টাকা পেয়েছি। যা $৩২ এর সমান।কেন তারা আমাকে সব বাকি $১৮ দেয়নি।আমার কি কোথাও ভুল ছিল।আমি আমার address verified করেছি।আমি কি এজন্য মানিবুকারস report করতে পারবো?এবং তা কি ভাবে করতে পারবো।আমার কি second time মানিবুকারস থেকে টাকা পাঠনো ঠিক হবে।
    please help me.

  44. Zakaria Chowdhury  

    @abir,
    আমার মনে হয় মানিবুকারস বা আপনার ব্যাংক কোন কারণে অতিরিক্ত চার্জ কেটে রেখেছে। সবচেয়ে ভাল হবে আপনি যদি তাদের উভয়ের সাথে যোগাযোগ করেন। মানিবুকারসের সাথে যোগাযোগ করতে merchantservices@moneybookers.com এ একটি ইমেইল করুন এবং আপনার সমস্যার কথা তাদেরকে জানান। ইমেইলের উত্তর পেতে ৭ থেকে ১০ দিন লাগবে।

  45. নামহীন  

    ami bank ar 7a kotha bolechi.bank boleche tara kono taka katene.moneybookers k mail korechilam,tara ja bolechi ta hoche

    "Further to your first inquiry, please be kindly informed that the withdrawal for 50.00 USD along with our standard withdrawal fee for 1.80 EUR was successfully processed on our end.

    We would like to kindly inform you that we are experiencing issues with processing withdrawals in USD to banks in your country of residence. In order to avoid inconveniences for our customers in not receiving their withdrawals and returning them to us, we have started processing the withdrawals in EUR. The amount that we processed to your bank was 38.66 EUR.

    Let us kindly remind you that for transactions involving currency conversion Moneybookers adds 1.99% to our wholesale exchange rates for foreign currency. This is also mentioned in the “Fees” section on our website and serves as a protection against the volatility and risk associated with FX markets. "
    akhone ami ki korte pari?please tell me.

  46. Md. Arifur Rahman  

    Hello Brother
    Ami money bookers er ekjon notun user. Ami Ekhono Address Varified noi, Kintu amar Debit Card Verified korse. So Ami ki oi ID te taka withdrawal korte pari.
    Pla Janaben.
    Arif

  47. Zakaria Chowdhury  

    @Arif,
    হয়ত করতে পারবেন, তবে এড্রেস ভেরিফিকেশনের আগে টাকা withdraw না করাই ভাল হবে।

  48. Md. Arifur Rahman  

    জাকারিয়া ভাই
    আপনার মেসেজ পেয়ে অনেক ভালো লেগেছে।
    ধন্যবাদ আপনাকে

    আমি মানিবুকার্সে নতুন একটা অপশন দেখতে পাচ্ছি। সেটা হল মোবাইলে টাকা উইথড্র। যতদুর জানি বাংলালিক মোবাইলে টাকা তোলার সুবিধা আছে। আপনি কি বিষয়টা লক্ষ্য করেছেন? সম্ভব হলে জানাবেন।
    আপনার উত্তরের অপেক্ষায় থাকব।
    আরিফ
    digitalwork.info@gmail.com
    Odesk profile
    http://www.onlineworker4u.blogspot.com

  49. abir  

    মানিবুকারস থেকে টাকা আনার জন্য কোন ব্যাংক ভাল।

  50. ABIR HASAN  

    amie internet thaka taka incom kortay chi.kivabay

  51. নামহীন  

    bai ami outsource kajar proti interested. now what can i do firstly.

  52. Unknown  

    Zakaria vai,amar first payment from google adsense and the amount was $118 kisudin age pelam. R ei amount ta Bangladeshe aste puropuri 3 month laglo but ami to jantam 1.5 month lage. Jaihok thanks apnake. Takata peye khub valo lagtese and my current amount is above $150. Amar jonno doa korben jeno aro valo korte pari. R adsense theke kivabe aro besi taka income kora jay er upore ekta post dile khub valo hoy karon apnio adsense use koren.
    http://www.liton-online.com/

  53. Xahid  

    আমি যেটা জানতে চাই তা হল moneybookers থেকে এখন DBBL এ অনেক ফি কাটে। কেউ কি আছেন যারা অন্য ব্যাংক থেকে টাকা তুলেছেন আর ফি কম কেটেছে? প্লিজ জানান

  54. Chapal  

    Zakaria ভাই,
    moneybookers এর সাথে স্টানডার্ড চার্টার্ড ব্যাংকের কি একটা সমস্যা হয়েছে শুনলাম , যার ফলে বাংলাদেশের ব্যাংকে টাকা আনতে অনেক বেশি টাকা খরচ হচ্ছে । কারন বাংলাদেশের বেশির ভাগ ব্যাংক স্টানডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে টাকা আনে। moneybookers এর সাথে স্টানডার্ড চার্টার্ড ব্যাংকের সমস্যা সমাধান কি হয়েছে ? না হলে এখন কি করা যায় ?
    আপনার লেখা পড়ে microworkers.com এ ১০ ডলার জমিয়েছি। এখন আনবো কিভাবে? এ ব্যাপারে আপনার সাহায্য দরকার। আমার email-chapal28@gmail.com

  55. Zakaria Chowdhury  

    গত ছয় মাস থেকে আমি মানিবুকারস এর মাধ্যমে কোন টাকা আনি নি, তাই এ ব্যপারে সঠিক করে কিছু জানাতে পারছি না।

    মাইক্রোওয়ার্কস থেকে Alertpay এর মাধ্যমেও টাকা আনা যায়। এ নিয়ে "কম্পিউটার জগৎ" ম্যাগাজিনে এই মাসে একটি প্রতিবেদন লিখেছি। সংখ্যাটি প্রকাশ হলে আশা করি বিস্তারিত জানতে পারবেন।

  56. Fahim  

    ১. ক্রেডিট কার্ড একাউন্টে যোগ করতে কতদিন সময় লাগবে ?
    ২. আমি কি পেওনার মাষ্টারকার্ড আমার মানিবুকার্স একাউন্টে যোগ করতে পারব ?
    ৩. আমার মানিবুকার্সের টাকাগুলো কি পেওনার কার্ডে পাঠাতে পারব ?

  57. Zakaria Chowdhury  

    ১. আমার ঠিক মনে নেই। আশা করি সাথে সাথেই যোগ হয়ে যাবে।
    ২. হ্যাঁ যোগ করতে পারবেন।
    ৩. না। তবে কার্ড থেকে মানিবুকার্সে টাকা আনতে পারবেন।

  58. নামহীন  

    আশাদুল হক
    ভাই আমি একজন পুরাতন ফ্রিল্যান্সার-- আমি প্রায় ২০০০ ডলার মানি বুবারের মধ্যেম উত্তোল করছি কিন্তু হঠাত মানি বুকার আমার ১৬৯.৭ উপরে ২০ ডলার বেশী চার্জ করছে। আমি মানি বুবারের কাছে জানতে চাইলে বলে--Dear Mr Haque,


    Thank you for contacting us.

    We would like to reconfirm that we have sent to your local bank account the amount of 169.700000 USD.


    However in some cases where we do not have local partner’s bank the transfer goes through an intermediary bank, and the particular receiving bank can apply fees/charges at their sole discretion.

    Please be kindly advised that international bank transfers are subject to intermediary/receiving bank charges, which are beyond our control. This information is clearly displayed in your moneybookers account:
    This withdrawal will be processed as an international bank wire transfer and may be subject to receiving/intermediary bank charges. Moneybookers cannot be held liable for such charges. আমি ব্যাঙকে গিয়েছিলাম । তারা ১৪৯.৭ ডলারের ডকুমেন্ট পাইছে। এব্যাপারে আপনার মতামত জানাবেন-- আসাদ

  59. Chapal  

    zakaria ভাই,
    আপনার লেখা alertpay সম্পর্কে লেখা টি পড়লাম, কিন্তু moneybookers এর মতো সুবিধা মনে হলো না ।moneybookers থেকে টাকা আনতে সম্প্রতিক সময়ে কিছু bank-এ বেশি চার্জ নিচ্ছে যার কারণে অনেকেই সমস্যায় পড়েছে। কোন কোন bank-এ কম চার্জে টাকা আনা যায় সেটা অনুসন্ধান করে এর উপরে একটা পোস্ট তারাতারি দেবার জন্য zakaria ভাইকে অনুরোধ জানাচ্ছি

  60. Xahid  

    Hello,
    I have received my money from moneybookers to my local bank. I have sent 49.49 USD and received 3244 BDT. I used Uttara Bank for my transaction. It seems Uttara Bank didn't go through the conversion of money as DBBL go through.I am planning to send 100 USD more, lets see what happen with 100 USD.

    Thanks
    Zahid

  61. তাওহিদুল ইসলাম  

    ভাইয়া , আমি আমার ব্লগ এবং আরো একটি ব্লগে ধারাবাহিক ভাবে ওডেস্ক নিয়ে পোষ্ট লিখতেছি। সেখানে মানিবুকার্স নিয়েও লিখতে হবে। যেহেতু আপনার ব্লগে এ বিষয়ে লেখা রয়েছে তাই আপনার কাছে অনুমতি চাচ্ছি এই লেখাটা আমার ব্লগে দিতে চাই , পাশে আপনার নাম থাকবে।

  62. Zakaria Chowdhury  

    @তাওহিদুল ইসলাম,
    আপনি আপনার নিজের ভাষায় নতুন করে লিখতে পারেন এবং সাথে আমার ব্লগের লিংক দিলে খুশি হব।

  63. তাওহিদুল ইসলাম  

    @জাকারিয়া ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে অনুমতি দেবার জন্য। আমি নতুন করে আবার লিখবো আপনার লেখাকে ফলো করে কিন্তু নিজের ভাষায়।

  64. নামহীন  

    @জাকারিয়া ভাই, আপনার সাহায্য দরকার । আমার মানিবুকারস একাউন্ট কোন কারন ছাড়া লক হয়ে গেছে । এখন ব্যাংক একাউন্ট থেকে আপলোড করতে বলে ।
    আমার একাউন্টটি Address ভেরিফাইড এবং আমি কোন Withdraw করতে পারি ।
    উল্লখ্য আমি পেওনার কার্ডও ADD করতে পারছি না ।

    Please Help Me.

  65. Zakaria Chowdhury  

    আমার মনে হয় আমার এই লেখাটি আপনি সম্পূর্ণ পড়েননি। সম্পূর্ণ পড়ে দেখুন আশা করছি সমাধানটি পেয়ে যাবেন।

  66. নামহীন  

    জাকারিয়া ভাই আপনি বলেছেন ,
    ৩। ব্যাংক স্টেটমেন্টের মধ্যে মানিবুকারস থেকে আপনি যে অর্থ পেয়েছেন তার তারিখ এবং ডলারের পরিমাণ দেখতে পাবেন। কিন্তু এই ডলার কার কাছ থেকে এসেছে তা উল্লেখ থাকবে না। এজন্য আপনাকে ওই লেনদেনের SWIFT Transaction নামক আরেকটি কাগজ সংগ্রহ করতে হবে।


    কিন্তু আমার একাউন্ট থেকে তো কোন লেনদেনই হয় নি । তথ্য পাব কিভাবে । আমি অনেক ঝামেলাই পড়েছি । পিল্জ একটু দেখুন ।

  67. Hubuntu  

    Zakaria vai ami moneybookers e 10 days holo $ send koreci, but ehono pelam na. ehkon ki korbo. pls ektu janben . ami Eastern bank e $ send korecilam. amar aro kisu $ ase , but ekhon ki kore withdraw korbo? vai bipod theke pls help korun.

  68. রাজু আহম্মেদ  

    জাকারিয়া ভাই, পাসপোর্ট ছাড়া কী ম্যানুয়ালি ব্যাংক এ্যাকিউন্ট ভেরিফিকেশন করা যাবে না মানিবুকার্সে ? আমার তো কোন পাসপোর্ট নাই, এ ক্ষেত্রে কী করতে পারি ? দয়া করে জবাব দিবেন ।

  69. Zakaria Chowdhury  

    I think, you can use your National ID card to verify it.

  70. রাজু আহম্মেদ  

    thanks brother for your information.

  71. নামহীন  

    Boss ami moneybookers a registration korsi 5-6 mas age. amr kase kono letter asi nai. akhon ki korte pari?

  72. Zakaria Chowdhury  

    Contact moneybookers to send you another letter.

  73. হিমু  

    আমার মানিবুকার এর অ্যাড্রেস ভেরিফিকেশন কোড এর জন্য ৩ মাস আগে আবেদন করেছিলাম। কিন্তু পিন পাই নাই। আবার মানিবুকার এক বার এর বেশি পিন পাঠায় না।
    এখন আমি কি করব ?
    আমি কি নতুন একটা একাউন্ট খুলব আবার নাকি এটার সাহায্যেই ডলার আমার ব্যাংক এ জমা করতে পারব?

  74. কাজী রাকিবুল ইসলাম  

    অসংখ্য ধন্যবাদ জাকারিয়া ভাই। address verification এর চিঠি যদি কোন কারনে না আসে তাহলে কি করার আছে? আর moneybookers বর্তমানে skrill হয়ে যাচ্ছে।

  75. নামহীন  

    Moneybookers থেকে ডাচ বাংলা ব্যাংক এ উপার্জিত অর্থ আনতে চাই৷ আমি address verification করার পর ডাচ বাংলা ব্যাংক থেকে DBBLBDDH এই swift কোডটি সংগ্রহ করে Moneybookers এ এ্যাকাউন্ট নম্বর সহ সুইফট কোডটি Add করেছি৷ মানিবুকার এ ডাচ বাংলা ব্যাংক Add হয়েছে এবং আমার এ্যাকাউন্ট নবম্বরটি DUTCH-BANGLA BANK LTD / 16xxxxxxx531 দেখাচ্ছে৷ আমি জানতে চাচ্ছি যে, ডাচ বাংলার এই swift কোডটি Moneybookers এ Add করা কি ঠিক আছে ? আমি আমার একাউন্ট এ টাকা আনতে পারব না swift কোড এর সাথে আরও কোন কোড ? যদি বিসত্মারিত বলেন -

  76. DBR  

    Great post.I have enjoyed and benefited very much.I hope such post more and more.Thanks to author.

  77. নামহীন  

    Jakaria Vhai...Ami New akjon Worker..Ami moneybookers a address Verify korsi but Bank Verify korte parsi Na....DBBL a account ase. Ami kivabe DBBL er account jog korbo.DBBL er swift code koto??Ami Jeita jani Ta holo DBBLBDDH100..But aita dile Bole Country not FOund ba ai jation kisu..Plz Help me

  78. শরিফ  

    ধন্যবাদ ভাইয়া অনেক ভাল লাগলো

  79. মনিষ চাকমা  

    হ্যালো জাকারিয়া ভাই, আমি ওডেস্ক এ কাজ করতেছি অনেক দিন হোল । এ পর্যন্ত আমি প্রায় ৫০০ ডলার এর মতো আয় করেছি। কিন্তু এখনো মানিবুকারস থেকে নিজে টাকা আনতে পারিনি। আমি যাদের কাছ থেকে টাকা আনি তারা আমাকে প্রতি ডলার ৬৫ টাকা করে দেয় আর প্রতিবারে ১৫০ টাকা আতিরিক্ত নেয়। তাই আমি চাচ্ছি নিজে টাকা আনতে।
    আমি গাজিপুর এ থাকি। একবার চেষ্টা করেছিলাম টাকা আনতে, কিন্তু মনিবুকারস এ গাজিপুর এর DBBL এর SWIFT কোড SUPPORT করছে না। আবার যখন ঢাকা এর কোন ব্রাঞ্চ এর SWIFT কোড বসাই তখন SUPPORT করে। আমি যদি এখন ঢাকা এর অন্য BRANCH এর SWIFT কোড বসিয়ে আমার অ্যাকাউন্ট এ টাকা আনি তবে পরে কি কোন PROBLEM হবে? Please help me.

  80. Zakaria Chowdhury  

    @মনিষ চাকমা,
    ব্রাঞ্চ কোন সমস্যা নয়, ঢাকা ব্রাঞ্চের SWIFT কোডই দিন।

  81. helal  

    thanks for your good affords. we get back our confidence your writings.

  82. MOHSIN ALAM  

    আমাকে এই লেখাটি দেখায় কেন?
    Your account is locked for outgoing transfers and credit/debit card payments therefore we cannot complete this transaction. You need to change your Skrill (Moneybookers) account password and e-mail address via the Profile section in order to start the procedure for unlocking your account. আনেক সমস্যায় আছি । mohsin0112@gmail.com

  83. Zakaria Chowdhury  

    Not sure what happened to your account. Change your password and email address. If it does not work then contact with the admin: security@moneybookers.com

  84. rezaur rahman  

    vhi ami outshorching korte agrohi apner lekha pore ami aro utshahito hoici .taka tolar bapare amar sondeho chilo bole ami utshaho haria falecilam .vhi amar kono pasport ba national ID card nai ami ki korte pari?

  85. Zakaria Chowdhury  

    মানিবুকার্স (Skrill) থেকে সম্প্রতি টাকা উঠানোর সময় অতিরিক্ত চার্জ ($30-$40) কাটা যাচ্ছে। এই লিংকে বিস্তারিত দেখুন - https://www.odesk.com/community/node/22357

  86. Md.Mahmudul hasan  

    zakaria bhai,assalamualikum,kemon achan?bank ar swift code pabo ke vaba?

  87. Zakaria Chowdhury  

    Contact with your bank.

  88. Zakaria Chowdhury  

    Skrill is not taking extra $30 charge, I got full payment this month.

  89. নামহীন  

    Thanks, brother, for your informative posts. I'd like to verify my alertpy account. Recently, they are saying that for verification you've to send some $ to your alertpay account through your bank. So, my question to you is it possible to send money to alertpay account from any Bangladeshi bank? Please, tell me. With Thanks
    Arif Ahmed- Meherpur

  90. Sayed Sudip  

    For Moneybookers bank withdrawal, best support providing now Brac Bank, they do not charge anything and far better than DBBL, specially Brac bank er swift code is only one... so any where from BD jekhane Brac bank ache, u can withdraw in ur bank account from MB.

  91. zinx  

    জাকারিয়া ভাই, আমি স্ক্রিল্ থেকে ব্যাংক এ টাকা ট্রান্সফার করেছি।এটা আমার ২য় বার ব্যাংক এ টাকা ট্রান্সফার স্ক্রিল দিয়ে কিনতু এখন ও আসেনি। কি কারন হতে পারে ভাই?please হেল্প করেন!!!

  92. Zakaria Chowdhury  

    ১০ দিন অপেক্ষা করার পর না আসলে স্ক্রিল এর সাথে যোগাযোগ করুন।

  93. জিসান হাসান  

    vai amer passport na takle ki ami ki korbo.amer national id card dibo naki.........

  94. রনি  

    জাকারিয়া ভাই,
    আমার পাসপোর্ট ও নাই জাতীয়-পরিচয়পত্র ও নাই এখন কি করব
    ???? আমি একজন ছাএ. ব্যাংক একাউন্ট ভেরিফাই করার আগে Moneybookers থেকে পাঠানো টাকা ঊঠালে কি কোনো সমস্যা হবে কি... ???? please vai help me

  95. Sayed Sudip  

    Bank account verify na kore toa bank e money withdrawak kora jabe na. Student ID card may work if there is your name & date of birth.

  96. শাওন  

    মানিবুকারস আমার অ্যাকাউন্ট ৮৫ ডলারসহ লক করে দিসে। আনলক করার জন্য National ID/Passport ও Bank Statement পাঠাতে হবে। কিন্তু আমার National ID বা Passport কোনোটাই নাই, অন্য কোনো বিকল্প আছে কি? আমার সমস্যা বিস্তারিতভাবে জানিয়ে ইমেইল করেছিলাম সাত দিন আগে, এখনো কোনো জবাব পাইনি।

    লকড অবস্থায় অ্যাকাউন্ট ক্লোজ করলে কি ওরা টাকা ব্যাংকে পাঠিয়ে দিবে?

  97. নামহীন  

    amar onek valo legese

  98. নামহীন  

    Will you please tell me how I transfer money from moneybookers to moneybookers ?

  99. নামহীন  

    কোন ফ্রিল্যান্সিং সাইট থেকে অর্থ পাবার পর মানিবুকারস দিয়ে একবার উত্তোলন করুন। ব্যাংক একাউন্ট যাচাই না করেও আপনি দুইবার অর্থ উত্তোলন করতে পারবেন। vai bank account e ki taka joma hobe na ki dolar? please bolben..... aআমার National ID বা Passport কোনোটাই নাই, অন্য কোনো বিকল্প আছে কি?

  100. নামহীন  

    গতকাল Skrill থেকে টাকা পেলাম কিন্তু ১৫ ডলার চার্জ কাটলো কেন বুঝলাম না। কিছু বলার নাই।

  101. নামহীন  

    জাকারিয়া ভাই, Moneybookers থেকে Brac Bank এ কোন প্রকার ঝামেলা ছাড়া single/per withdrawal এ Highest কত ডলার পর্যন্ত Withdraw করা যায়? এবং কত চার্জ লাগতে পারে? জানালে উপকৃত হবো।

  102. নামহীন  

    ভাই,আমি হাসিব,ভাই আমি প্রায় তিন মাস আগে মানিবুকারস এ একাউন্ট করছি,কিন্তু মানিবুকারস থেকে এই পর্যন্ত ভেরিফিকেশন চিঠি পাই নাই । ভাই,এখন আমি কি করতে পারি?

  103. Abdul Malek  

    zakaria vai
    amar kono passport nai kivabe ami bank account veryfie korbo please akto bolben,,,,,,,,,,,,,,,

  104. Mahbub Chowdhury  

    Zakaria Vai,
    Ami ekjon new freelancer.. asa kori kore amar prosner ans diben..
    Amar oDesk account e 150$ er moto ache, ekhon ami ete MB er maddome tulte chassi abong er jonno ami MB te registration kore Address verify korer PIN er jonno o apply korechi, but 25 din er upore hoye gelo ekhono amer PIN somboliti letter ta ase nai.. 2 din age ami amer MB account e login kore ekta bisoi kheal kori je, oi khane lekha, ami Name/Address verify kora chara o 1255$ withdraw korte parbo but jodi ei limit ta barate chai taile amake Name/Address verify korte hobe... Vai ekhon ami ki address verify kora chara taka gula withdraw dite pari, jeheto tara bole dise oi kotha ???? please ekto janan...

  105. নামহীন  

    জাকারিয়া ভাই,
    আমি কি আমার মানিবুকারস অ্যাকাউন্ট থেকে আয় করা ডলার ঢাকার সোনালী ব্যাংকের লোকাল অফিস থেকে ডলার ভাঙ্গিয়ে টাকা হিসাবে কি উত্তোলন করতে পারব?
    যদি অনুগ্রহ করে জানান তাহলে কৃতজ্ঞ থাকব।

  106. ICT Invention  

    Thanks a lot Jakaria vai. I got the first moneybookers transaction to my bank account. I have followed all the terms that you mentioned into your article.

    Now I have to do verify my bank account. I will try to do all you mentioned your article.

  107. কামাল হোসেন টিটু  

    জাকারিয়া ভাই,

    আমার পাসপোর্ট ও নাই, আবার জাতীয় পরিচয় পত্র ও নাই । আমি আমার MB একাউন্ট তা কিভাবে ব্যাংক ভেরিফাই করব । আমার MB একাউন্ট তা এড্রেস ভেরিফাই করা আছে ।

  108. Tulshi Network  

    I am very happy for your information. I know now many peoples will be success for there are money money transfer and another service.
    May Allah bless you.
    meizanurrahman@google.com
    meizanurrahman@yahoo.com

  109. Latest Hot News  

    This very important for freelancer.

  110. নামহীন  

    vai, ami ai procedure kore 17.50 dollar amar brac bank e transfer koresi aj 3.5 month age. kintu akhono joma hoy nai. ami emai e bank e jogajog korsi. tara bolese dollar amount transfer kora jabe na. ami ki korte pari akhon? please help me.

  111. রুহুল আমিন  

    ভাই
    আমি বাংলাদেশ থেকে কিভাবে odesk এর Payment Method Verified করব কিভাবে, দয়া করে জানাবেন প্লিচ

  112. Unknown  

    This site is very helful for become a frelancer...
    phd degree with us you can visit this site......

    phd degree

একটি মন্তব্য পোস্ট করুন