গত ২৪শে অক্টোবর "বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক" (বিডিওএসএন) - এর আয়োজনে সফলভাবে সম্পন্ন হল "ফ্রিল্যান্স আউটসোর্সিং" বিষয়ক দিনব্যাপী কর্মশালা। কর্মশালাটি মূলত প্রোগ্রামারদেরকে লক্ষ্য করে পরিচালনা করা হলেও এতে বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মশালাটিতে বক্তারা বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং পোর্টাল, একজন সফল ফ্রিল্যান্সার হবার পদ্ধতিসমূহ, ফ্রিল্যান্সারদের জন্য প্রোগ্রামিং স্ট্যান্ডার্ড, অর্থ উত্তোলনের উপায় ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। অংশগ্রহণকারীদের ফ্রিল্যান্স আউটসোর্সিং এ উৎসাহ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের মাধ্যমে কর্মশালায় সম্পৃক্ততা ছিল বিশেষভাবে লক্ষ্যণীয়। অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন নতুন ফ্রিল্যান্সারও উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে কর্মশালা শেষে বিডিওএসএন কয়েকটি পরিকল্পনা গ্রহণ করে -

  • ফ্রিল্যান্সারদের জন্য একটি গুগল গ্রুপ তৈরি করা হবে যাতে নতুনরা অভিজ্ঞ ফ্রিল্যান্সারদের সাথে ইমেইলে যোগাযোগ করে তাদের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন।
  • একটি অনলাইন ফোরাম তৈরি করা হবে।
  • আগামী নভেম্বর মাস থেকে প্রতি মাসে অন্তত একটি ফ্রিল্যান্স আউটসোর্সিং বিষয়ক কর্মশালার আয়োজন করা হবে।
গুগল গ্রুপ এবং ফোরামের ঠিকানা পরবর্তীতে এই ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে।

3 টি মন্তব্য

  1. Ahdhor  

    ভালো উদ্দ্যোগ।

  2. Sayem  

    ঈস, মিস করসি...

  3. আবু শোয়েব  

    সব প্রোগ্রাম ঢাকায় কেন? সিলেটে নয় কেন? চমৎকার উদ্যোগ . . .

একটি মন্তব্য পোস্ট করুন