জ&# ০২

অনলাইনে প্রায় সকল ধরনের কাজ করা যায়। আপনি যে কাজে পারদর্শী তা দিয়েই ঘরে বসে আয় করতে পারেন। এজন্য আপনাকে যে কম্পিউটার সায়েন্সে স্নাতকধারী হতে হবে তা কিন্তু নয়। আর আপনি যদি মনে করেন কোন একটি নির্দিষ্ট ক্ষেত্রে আপনি বিশেষ পারদর্শী নন তাহলে ডাটা এন্ট্রির মত কাজগুলো সহজেই করতে পারেন। ছাত্ররাও ফ্রিল্যান্সিং এর মাধ্যমে পড়ালেখার পাশাপাশি বাড়তি আয়ের একটা ব্যবস্থা করতে পারেন। ইন্টারনেটে নিম্নলিখিত প্রকারের কাজ পাওয়া যায়:

  • প্রোগ্রামিং
  • ওয়েবসাইট তৈরি
  • ডাটাবেইজ
  • গ্রাফিক্স ডিজাইন
  • এনিমেশন
  • গেম তৈরি
  • ডকুমন্টেশন
  • প্রজেক্ট ম্যানেজমেন্ট
  • সফ্টওয়ার টেস্টিং
  • ডাটা এন্ট্রি
ইন্টারনেটে কাজের তুলনামূলক চিত্র
ইন্টারনেটে কি ধরনের কাজ কতটুকু পাওয়া যায় তা নিচের চার্টের মাধ্যমে উল্লেখ করা হল। তথ্যগুলো ২৫/০৫/২০০৮ তারিখে www.GetACoder.com সাইট থেকে সংগ্রহ করা হয়েছে।

এর মধ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং কাজের পরিমাণ হচ্ছে নিম্নরূপ:
চার্ট দুটিতে উল্লেখিত ডাটাগুলো এই লিংকে গিয়ে পাওয়া যাবে।

0 টি মন্তব্য

একটি মন্তব্য পোস্ট করুন