ফ্রিল্যান্সিং শুরু করেছিলাম রেন্ট-এ-কোডার (ভি-ওয়ার্কার) নামক মার্কেটপ্লেসে কাজ করার মাধ্যমে। ২০১০ পর্যন্ত এই সাইটে কাজ করেছি, সেসময় পর্যন্ত সাইটের তিন লক্ষ ফ্রিল্যান্সারদের মধ্যে আমার রেংকিং ছিল ৪০০। প্রথম অবস্থায় কাজ পাওয়া এতটা সহজ ছিল না। মনে আছে প্রথম কাজ পেতে আমাকে ১৫ থেকে ২০ টি প্রজেক্টে বিড করতে হয়েছিল এবং সময় লেগেছিল প্রায় এক মাস। কিন্তু কয়েকটি প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করার পর আমাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। প্রথম অবস্থায় আমার রেংকিং ছিল ৮,০০০ যা থেকে ১,০০০ পৌছাতে এক বছর সময় লেগেছিল। ১,০০০ থেকে ৪০০ তে উন্নীত হতে আরেকটি বছর সময় লেগেছে। গত কয়েক বছরে আমি অসংখ্য প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করেছ। আমি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, স্পেন, মালয়শিয়া, নরওয়ে, নাইজেরিয়া ইত্যাদি বিভিন্ন দেশের ওয়েবসাইট ডেভেলপমেন্ট করেছি।
ফ্রিল্যান্সিং এর স্বীকৃতিসরূপ আমি ২০১১ সালে "বেসিস ফ্রিল্যান্সার অব দ্যা ইয়্যার ২০১১" এওয়ার্ডপ্রাপ্ত হই। আমি স্বপ্ন দেখি একদিন দেশের তরুণরাই আউটসোর্সিং এর কাজ করার মাধ্যমে দেশের অর্থনীতির চেহারাকে পাল্টে দিবে।
২০০৮ সাল থেকে আমি "কম্পিউটার জগৎ" ম্যাগাজিনে ফ্রিল্যান্সিং নিয়ে ধারাবাহিক প্রতিবেদন লিখছি। প্রতিবেদনটি প্রকাশের পর থেকে প্রতিদিন আমি অসংখ্য ইমেইল পেতে থাকি। আমি চেষ্টা করি সবার ইমেইলের উত্তর দিতে। কিন্তু ব্যস্ততার কারনে সকল ইমেইলের উত্তর দেয়া সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে কয়েকজন প্রায় একই ধরনের ইমেইল করে থাকেন। পাঠকদের কথা চিন্তা করে তাই এই সাইটটি তৈরি করেছি।
১৫ সেপ্টেম্বর, ২০০৮ এ ৪:২৮ PM
Jakaria vai!!!
apnake asonkha Thanks karon apni khub valo ekta alor poth dekhiachen j Bagladesher hatavaga bekar jubok der jonno...asole jakaria vai, ekta kotha gyaan dewer lok onek aache but rasta dekhia debar louk khub kaam..aapnar likha ami porechi..asole apni khub valo ekta poth batle deachen amader jubok der jonno..
apamr sakh chilo Network Engineer hisebe nijeke pratisthito karbo..kintu aapnar likha pore onek dekhesune cinta karchi ekjon Freelancer hisebe nijeke pratisthito karbo..aai jonno aapnar mulloban Help khub proyojon..
amio apanr moto ekjon CSE graduate...kintu programming amar khub ekta iccha chilo na..but ekhon nijer medha ke porocorca karar ekta way ami peyechi..sei jonno aapnake Thanks..
ami aapnake majhe majhe Email e jogajog rakhbo..asa rakhi aapni amake aapnar saddhomoto Advice dea Help karben..
Best of Luck
Manash Chakraborty Raju
E-mail: razenith@gmail.com
৭ অক্টোবর, ২০০৮ এ ১১:২৯ PM
Jakaria Vai
Thanks for ur nice guide. I also want to be a freelancer. I am reading ur guideline attentively. Jakaria vai plz give ur ceel no for more information.......
Atiqur Rahman
৩১ অক্টোবর, ২০০৮ এ ৫:৫৩ PM
A big bag full of thanks!
I also want to be a freelancer. My question is, which works can I do in freelancing except data entry or programming?
Please answer and have a look at My Tech site. Thanks.
৩১ অক্টোবর, ২০০৮ এ ৫:৫৯ PM
Thanks brother. This is a nice site. May I know on which works can I become a freelancer except data entry and programming/coding?
Please answer. And kindly pay a visit to my technology blog thanks
৩১ অক্টোবর, ২০০৮ এ ৬:১২ PM
I have a post about types of projects available for freelancing.
Check this:
http://freelancerstory.blogspot.com/2008/08/work-available-online.html
৪ নভেম্বর, ২০০৮ এ ৪:৫৬ AM
Guru really you are great.
৪ নভেম্বর, ২০০৮ এ ৫:০৮ AM
Brother ,I have a problem.I am weak in English for this reason I am afraid when I make a Bid.how can I improve my English knowledge and normally how much knowledge need for a freelancer.please mail me.I am waiting for your advice.thanks.
৪ নভেম্বর, ২০০৮ এ ১১:৫৩ AM
@Rasel
ইংরেজীতে আপনি যদি পরিষ্কারভাবে মনের ভাব প্রকাশ করতে পারেন তাহলেই যথেষ্ঠ। সাথে সাথে লক্ষ্য রাখুন আপনি ক্লায়েন্টের ভাষা ঠিকভাবে বুঝতে পারছেন কিনা। কখনো বুঝতে অসুবিধা হলে তাদেরকে বলুন আরেকটু সহজভাবে বুঝিয়ে বলতে। তারা অবশ্যই আপনাকে সাহায্য করবে।
ইংরেজীতে ভাল করতে নিয়মিতভাবে চর্চা করতে হবে। এজন্য বিভিন্ন নিউজ সাইটগুলো নিয়মিতভাবে ভিজিট করুন। ইন্টারনেট থেকে বিবিসি এর রেডিওগুলো প্রতিদিন শোনার অভ্যাস করতে পারেন। রেডিওগুলোর লিংক হচ্ছে - http://www.bbc.co.uk/iplayer/radio
সর্বোপরি, মাঝারি মানের ইংরেজীই ফ্রিল্যান্সিং এর জন্য যথেষ্ঠ।
১০ নভেম্বর, ২০০৮ এ ১১:১২ PM এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
১১ নভেম্বর, ২০০৮ এ ৪:৪৭ AM
Tank you Jakaria Bhai.
২০ নভেম্বর, ২০০৮ এ ৯:০১ PM
hi big brother , ami ato din apnar sommonda jantamna kinto ajka gorta gorta apnar blog a doka galam ami csc st . ami ctg a data entry kicho kaj korchi . kinto akon boro kora arombo karta cai . tai apnadar moto boro baiadar sahajo proyojon .amaka kicho data entry kaj dila bhalo hoto ami akon rhino,sabari aigolor kaj korchi.
২০ নভেম্বর, ২০০৮ এ ৯:১২ PM
ডাটা এন্ট্রি কাজের জন্য নিচের লেখাটি লক্ষ করুন:
ডাটা এন্ট্রি প্রজেক্টের লিংক
১ ডিসেম্বর, ২০০৮ এ ১:৩৫ AM
Zakaria Brother
Help me about Google Adsense Tax Information page. I have achived $13 by google adsense. So they send me tax information page. but I can't understand about this page clearly and I can't fill up this. So help me step by step about this page.
I'm Yousuf Ali from Birganj Upazill, Dinajpur District.
email : tcvyousuf2007@yahoo.com
Mobile : 01718075903
by email is a lenthy process, So Pls call me 1 minute, I will call back u.
Pls call me to solve my problem. pls.
have a nice day
Yousuf Ali
Birganj, Dinajpur
waiting for ur one call.
30.11.08
১ ডিসেম্বর, ২০০৮ এ ১২:১২ PM
@Yousuf,
I have no idea about it. But I guess nothing to worry about tax information they sent.
২৩ জানুয়ারী, ২০০৯ এ ৭:৫৫ PM
Dear brother,
First of all thanks for opening a NEW PROSPECTIVE Window for us. I am an Internet Fanatic and my main are of interest is to "Download ebooks and Video Tutorials from Internet. Anyway once upon a time i wasted a lot of time only to make blogger site and get money from Adsense or Bidvertiser but at last i came to a decision that what ever i do i mean implementing SEO Techniques, update my site regularly etc but at the end of the day, i can only get money only if my Visitors click advertisements. From my 1400 Unique Visitors i get only 1.5$. So then i loss all my hope and contribute to abcdfree.com site to get University password to enter their Online Resource..
After reading a forum i know about your great site and finally i feel i get a good subject to be interested. I believe freelancing can help us a lot. My background is not computer related but i do believe i can do better then a computer student in some areas. Now sir i want to request you the following:
1: Dear sir, you know better then me that most of the Bangladeshi students are talented but we do have lack of technical knowledge. So i would like to request you to write in magazines and this site about how freelancing can help such people like me who does not know about Web designing or Programing but know MS office or Photoshop type program very well. I believe you should write more about "Data Entry Job'. It should not be expected that all the interested people should have knowledge about those complex areas. Data Entry job can at least insure some "Pocket Money" for our really talented Young Generationg. So sir i fervently request you to write a brief article only for "NEWBIES" like me..
2: Sir here you show many ways to get the money. But as you are a writer and may have good relation with important personalities of our country like M.Zafar Iqbal so i feel you should raise your voice more to insure that within 1 to 2 years we can enjoy PAYPAL. Then it would change the whole atmosphere. So sir please try to convince our BACKDATED LEADERS.
3: Please open a division like "Tips & Tricks" where we can get special tips from you about different jobs and different sites. There you may give us suggestion about how to do well in Data Entry or Programing or Accounting type jobs.
Anyway sir hope to write you more in future. It is really nice to see such a nice personality..
Adnan
২১ মার্চ, ২০০৯ এ ৯:০২ AM
আপনার লেখাগুল শুধু লেখা নয়, বেকারত্বের বিরুদ্ধে যুদ্ধ। কিন্তু সরকারের সহযোগিতা না হলে এই গুরুত্বপূর্ন Information সর্বসাধারনের নিকট পৌছেবে না। প্রয়োজন থানায় থানায় ফ্রী সেমিনার হওয়া। একদল অসাধু ব্যবসায়ী সেমিনারের নামে গরিবের টাকা হাতিয়ে নিচ্ছে।
জানি অনেকে উদ্ভট মন্তব্যও করেছে, তা না বুঝে করেছে। যদি আমরা ভালমন্দই বুঝতাম তাহলে অন্য দেশগুলোর মতই থাকতাম।
একটা অনুরোধ ফ্রীল্যান্সিং এ Joomlaএর সম্ভাবনা নিয়ে একটা স্পেসাল পোস্ট দিবেন। আমার মনে হয় Joomla অনেকের জন্য ভাল/সহজ হবে। আমার ভাবনাটা ঠিক আছে কি? আমি Joomla শিখছি।
১৪ এপ্রিল, ২০০৯ এ ৩:৪৪ PM
আরও ডাটা এন্ট্রি সম্পরকে লেখা চাই।
১ মে, ২০০৯ এ ৩:৩৬ PM এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
১ মে, ২০০৯ এ ৩:৪০ PM
@maruf আমি দুঃখিত, মোবাইল নাম্বার দেয়া সম্ভব নয়। গ্রাফিক্স ডিজাইন এবং প্রোগ্রামিং সম্পর্কে জানতে আমার অন্যান্য লেখাগুলো পড়তে পারেন।
১৫ মে, ২০০৯ এ ১১:৪৯ PM এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
৩১ মে, ২০০৯ এ ২:১৩ PM
জাকারিয়া ভাইয়া, paid to click এর মাধ্যমে টাকা আয়ের পদ্ধতি কতটা সত্য! জানা থাকলে আশা করি জানাবেন।
৭ জুন, ২০০৯ এ ১০:৪৬ PM
Hello Zakaria bh, Thank U very very much for this cool & informative blog for freelancers. From inspired by your blog I have started working on Odesk. I got my assignment in just 1 week. So thanx again for this great blog. But bh I have faces a problem about payment. I registered with Payoneer & it said that I will got my debit card in between 15-20 days. It has been 21 days gone but still I don't got my card. Plz help me about it & tell me what the problem. Thanx for giving your valuable time with us.
৭ জুন, ২০০৯ এ ১০:৫৯ PM
It varies from person to person. I received my Payoneer card more than 45 days. My suggestion is wait for 2 months and then contact with Payoneer. They will send you another card.
১০ জুন, ২০০৯ এ ৬:৪৮ PM
Hello Zakaria bh, Thank you for your valuable information. I got my Payoneer Debit Card yesterday. But now again problem about withdrawal. How & from where i can withdrawal my credit. Plz tell me specific location & process. It will be a big help for me. Waiting for your response.
১০ জুন, ২০০৯ এ ৯:৪১ PM
First you have to activate it. Then you will be able to withdraw money from any ATM of Standard Chartered Bank. Read my following articles for more information:
http://freelancerstory.blogspot.com/2008/09/blog-post.html
http://freelancerstory.blogspot.com/2008/08/withdraw-money.html
১৩ জুন, ২০০৯ এ ৮:১১ PM
If you want to be a freelancer, you need very expert in photoshop. Try this site [http://photoshop-great-tutorials.blogspot.com/], you will get some great tutorials. I'll continuously updating this site. So be patient and regularly visit my site and be a great freelancer.
Thanks.
১৪ জুন, ২০০৯ এ ১০:১৯ AM
jakaria vai I registered into Flashden$Themeforest.net site but whenever I try to log in then they tell me did u forgot ur password. What should I do now. And how can I sell my product to this site. plz help me.
Manik
manik_vai_lucky@yahoo.com
01922017777
১৬ জুন, ২০০৯ এ ৩:০৩ PM
Hi Zakaria,
Thanks a lot. I was entered in the field of web development when I got your video tutorial of PHP/MySql named "My Store". You are my first teacher.
After completing my academic study (Dept. of App. Physics Electronics & Communication Eng. Session:2002-2003. Islamic University, Kushtia) I've decided not to start my carrier as an emplyee. Even I don'nt submit any application for job. Want to be a freelancer.
I am in getafreelancer.com for four months & bid a huge projects which I can do properly and not selected even for any project.
I am too much upset... ...
What can I do ?
১৬ জুন, ২০০৯ এ ৩:৫৭ PM
Nice to know that you followed my PHP Video Tutorial.
Before jumping into freelancing I suggest you to read my following article - http://freelancerstory.blogspot.com/2008/11/blog-post_25.html
১৭ জুন, ২০০৯ এ ১১:১৩ PM
Tanks for reply.
I've decided to be a freelancer after reading your article. Maximum buyers want to see my previous working experience. I've no professional working experience or portfolio.
What can I do now?
Is it necessary to join in an established firm?
Have any alternative?
১৮ জুন, ২০০৯ এ ৪:৫০ PM
Am I not in right track?
১৯ জুন, ২০০৯ এ ২:৪১ PM
boss amer ekta prosnor ans.. diban doyakora..
ami google adsense thaka ekta check pai 12 june,but account disable hoya jay 15 june...
akon ami check ta convet korta parbo ki?
amer check ter validity asa ki?
২৭ আগস্ট, ২০০৯ এ ১০:৫৮ PM
vai please visit this site www.foysal.webs.com
i want to be a good webprogrammer.
what i need to do? and please give a comment on that site
২৭ আগস্ট, ২০০৯ এ ১১:৩৩ PM
To become a programmer it is best to complete graduation on Computer Science from any University. In other cases, study programming books, practice as much as possible, discuss with friends, develop applications and so on.
৩০ আগস্ট, ২০০৯ এ ২:২৬ PM
zakaria vhai ami akta web site r address paicha ja kina paypal thekhe bangladeshe taka tolthe sahajo koro. web address hoche paypalbd.com plz ar somporke apnar pathok der jono kicho likben.
২২ নভেম্বর, ২০০৯ এ ৪:৩৩ PM
Zakaria vai somewherein e apnar lekha & link ta dore ekhane aslam ami khujtecilam online e money income ki vabe korbo. apnar lekha pore Rent a coder a account khulci bt ekhon ki korbo bujteci na r okhane je Resume ta deoar jonno bolece otate ki amar education, job experience and ki ki kaz korci egula dite hobe.ami web (asp.net,c#) er kaz kori 1ta software farm e. vhaia amake jodi Advice koren tahole ami samner dike jaite parbo.please vaia help me .amar email mdrubelcse@yahoo.com
২৪ নভেম্বর, ২০০৯ এ ১০:৫১ PM
Thanks Zakaria Vai,
Hope to get regular help from you. New freelancers like me can stand alone in this tough world only for you. Hope to meet you someday. Thanks a lot.
Atiqur Rahman
১৯ জানুয়ারী, ২০১০ এ ১০:৪৫ PM
জাকারিয়া ভই, বেশ কয়েক দিন ধরে আপনার সাইট ভিজিট করছি আর মুগ্ধ হচ্ছি। এবার সিদ্ধান্ত নিলাম আপনার ছোট ভাই হতেই হবে। আমি একটি ব্লগ তৈরি করছি আমার এই ব্লগ তৈরি করার মূল উদ্দেশ কিছু শেখা ও তার সাথে অভিজ্ঞতা অর্জন করা যাতে বড় হয়ে আমি ব্লগিংটাকে আমার পেশা হিসেবে নিতে পাড়ি। আমি আপনার ছোট ভাই হতে প্রস্তুত আপনিও কি আমার বড় ভাই হতে রেডি আছেন। আর হ্যা আমি কিন্তু আপনাকে অনেক জ্বালাব।
২৩ জানুয়ারী, ২০১০ এ ১২:৩৮ PM
Mr. Zakaria
I read y'r profile.I hope you will be succeed.Your profile encouraged me to be a freelancer. Thank U.
Tahajmms@gmail.com
২৬ জানুয়ারী, ২০১০ এ ১২:৪৮ PM
jakaria vai , apnake onek donnobad
Arifurrahman55@gmail.com
৯ ফেব্রুয়ারী, ২০১০ এ ১২:৩১ AM
Hello brother I am a SUST student. I fell proud for you. I think you make Right thing for our emergency economy country.
২ মার্চ, ২০১০ এ ৭:২৮ PM
Hi ! জাকারিয়া ভাই . আমি ওয়েব ডিজাইন শিখতে চাই. আমার প্রশ্ন হলো আমি কি ঘরে বসে তা শিখতে পারব ? যদি না হয় তাহলে ভালো একটি institution এর নাম জানালে খুশি হব. আমার মনে হয় আমার মত এমন অনেকে আছে যারা সঠিক গাইড লাইনের অভাবে শিখতে পারছেনা. সাথে সাথে আপনার সাইট webcraftbd এর জন্য ধন্যবাদ. অনেক দিন ধরে অপেখ্খা করতেছি ঐটার জন্য, কবে চালু করবেন?
২৫ মার্চ, ২০১০ এ ১২:১৯ PM
Zakaria Vai,
Many thanks. Your blog will be really help full for us. Thanks again.
bipul
bipulbd@ymail.com
২৭ মার্চ, ২০১০ এ ১২:০০ PM
PIJOS BISWAS
jakaria vai ami photoshop er kaj korte pari. kinto ami odesk a ekti account khulechi kinto kaj pacchi na. ami chaichi data entry kajer jonno boro ekti farm kholte. prothome ami photoshop er kaj kore income korte chai. kinto tara-tari kivabe kaj pabo ekto bolle khosi hobo. ami payoneer a account khulechi. kinto card amar kache ekhono aseni. a somporke kicho bolle ami khosi hobo. jakaria vai keo photoshop er kaj kore & data entry kajer moto onnokeo dite chai tahole amake janaben. ami jeheto kaj pacchi na , tahole onner kaj kore protisthito hote chai. recent ami baker. please help me.
email: pijosbiswas@gmail.com
Narsingdi , Dhaka.
১৩ এপ্রিল, ২০১০ এ ১:২৪ AM
Zakaria vai,
I am from Hajee Mohammad Danesh Science & Technology University, Dinajpur. I have been working in freelancer.com as a provider. I have already finished two projects in GAF successfully. Unfortunately my GAF account has been suspended due to security reasons. freelancer.com support has asked me to attach my government ID to reactivate my account.They suspended my account because of making a direct transfer of money to my friend living in same campus.My friend has attached his government ID and his account has been reactivated. But, I have no government ID to attach this time because this is a lengthy process to collect the ID. I have registered for my national ID about 6 months ago and they are still unable to give me the ID.Union parishod says that, they will distribute the ID before the cahirmen election(may be in September). Now, what should I do? waiting for ID or asking help and support. I can't relay on GAF help and support because they are asking again and again for the ID.Please give me a solution. Thanking you
Zahid Hasan, B.Sc in cse(L-2), HSTU, Dinajpur.
১৩ এপ্রিল, ২০১০ এ ১০:২৮ AM
@Zahid Hasan,
তাদেরকে জিজ্ঞেস করুন পাসপোর্ট দিয়ে হবে কি না। হলে একটি পাসপোর্ট তৈরি করে তা স্ক্যান করে পাঠিয়ে দিন। অন্যথায় অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় দেখছি না।
আরো অনেক পাঠক আমাকে বিভিন্ন প্রশ্ন করেছেন। সেগুলোর উত্তর সময়মত না দেয়ার জন্য অত্যন্ত দুঃখিত।
২২ এপ্রিল, ২০১০ এ ৮:১৭ PM
ফ্রিল্যান্সার কি বই পড়ে হওয়া সম্ভব?
আমি প্রফেশনাল ভাবে নয় নিজের ব্লগের জন্য টেমপ্লেট বানতাতে চাই।
তার জন্য আমি কোন কোন বই পড়তে পারি?
দয়া করে জানাবেন।
২১ মে, ২০১০ এ ১২:৪৯ PM
দাদা
নমস্কার
প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই , আপনার দেখানো পথ অনুসরণ করে ও বুকে সাহস নিয়ে দুটি ফ্রীলান্স site এ নাম লিখেছি . দুটি bid ও করেছি ,জানিনা কি হবে . বিদ এ win হব কিনা খুব ভয় লাগছে. দাদা দুই একটি ব্যপার বুজতে পারছি না. যেমন : bid win হলে আমি কিভাবে জানব ?২. দাদা কাজে bid করতে হলে কি আমাকে যে কাজ গুলি ওরা পাঠাবে সেই গুলি কি শুধু bid করতে পারব না ওদের site ঢুকে আমার পছন্দ মত কাজ ও bid করতে পারব ?৩. দাদা আমি একা কাজ করব , কোনো কাজের sample দেখেতে পারছি না তাই কাজ টা সম্বন্ধে বুজতে পারছি না যে আমি কাজ ক দিনে শেষ করতে পারব দাদা সে ক্ষেত্রে কি ভাবে bid করা উচিত . একটু guide করবেন . দাদা আপিনি বলেছেলেন পেমেন্ট নিয়ে চিন্তা না করতে কিন্তু দাদা আমার ক্ষেতে কোন option তা suitable হবে ওটা বুসতে পারছি না. দাদা liberty reserve account সম্বন্ধে যদি একটু বিস্তারিত বলেন .
ধ্যনবাদ খুব ভালো থাকবেন amar
west bengal India.
১৬ জুন, ২০১০ এ ১:০৭ PM
Hello bhai kemon achen?bhai ami ekta website design korchi (www.voicecolo.com).apni ektu dekhe bolben ki ro kibhabe site ta bhalo korte pari,and ami ki ei dhoroner kaj kore freelancing e kaj korte parbo/pabo ? ami js and php janina.freelancing er khetre amake ki oogula shikhte hobe? hole kibhabe kindly bolben ki?ami (ps,ai,css,xhtml,flash)complete korechi ekhon amake r ki ki shikhte hobe.echara ektu guideline dile onek upokrito hotam bhai.
sylhet
১৬ জুন, ২০১০ এ ২:৪৯ PM
@শ্রেক (শিবলী), ফ্রিল্যান্সার হতে হলে যে কোন একটি ক্ষেত্রে আপনাকে দক্ষ হতে হবে, তা বই পড়েই হোক, অথবা ওয়েবসাইট থেকে টিউটোরিয়ালের মাধ্যমই হোক।
@amar, বিডে জিতলে ইমেইলের মাধ্যমে আপনাকে জানানো হবে। এত দুশ্চিন্তা না করে সাহস নিয়ে শুরু করুন, আস্তে আস্তে সব সহজ হয়ে যাবে। আপনি যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেছেন তার সবগুলোর সমাধানই আমার এ ব্লগের বিভিন্ন লেখায় পাবেন। সময় নিয়ে সেগুলো পড়ে ফেলুন, আশা করি আপনি সফল হতে পারবেন।
@Mikon, ডিজাইনটা ভাল হয়েছে, তবে অতটা প্রফেশনাল হয় নি। সর্বোপরি বর্তমানে যে ধরনের ডিজাইন তৈরি হয় অন্তত সে রকম হয় নি। আমি আপনাকে পরামর্শ দিব www.creattica.com এই সাইটে বিভিন্ন ডিজাইন দেখে আইডিয়া নেয়ার জন্য। ফ্রিল্যান্সিং শুরু করার জন্য JS, PHP শেখার প্রয়োজন নেই, আপনি যেগুলো জানেন তা দিয়েই ভাল আয় করা সম্ভব। তাই ডিজাইনিং এর দিকেই আপাতত মনযোগ দিন।
২৩ জুন, ২০১০ এ ৭:৫১ AM
Zakaria Brother,
Many many thanks(!)for giving thus post.Alla
২৩ জুন, ২০১০ এ ১১:২০ AM
জাকারিয়া ভাই, দারুন কাজ করছেন। আপনি এখন আমাদের সকলের অনুপ্রেরণা।
১ জুলাই, ২০১০ এ ৯:৩৮ PM
জাকারিয়া ভাই,
ভাই কেমন আছেন। জানি ভালো আছেন। আপনার আউট সোসিং এর উপর লেখা পড়ে,আমি এর ভক্ত হয়ে গেছি। কি ভাবে আগাবো বুজতে পারছি না। প্লিজ আইডিয়া দেন।
৪ জুলাই, ২০১০ এ ৬:৩২ PM
তা ভাই কি কি বই এবং কোন কোন লেখকের বই পড়বো।
৭ জুলাই, ২০১০ এ ২:১৭ PM
@মাইনুল বাকী, মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
@ইকবাল, আপনি কয়েকটি মার্কেটপ্লেসে নিয়মিত ভিজিট করে দেখতে থাকুন সেখানে কি কি কাজ পাওয়া যায়। সে অনুযায়ী নিজেকে তৈরি করে ফেলুন। আশা করি দ্রুতই আপনি শিখতে পারবেন।
@শ্রেক (শিবলী), প্রোগ্রামিং শেখার জন্য ইংরেজীতে লেখা বইগুলো পড়া ভাল। PHP শেখার জন্য WROX Publication বইটা আমার প্রথম পছন্দ। গ্রাফিক্সের কাজ শেখার জন্য বাংলায় অনেক ভাল ভাল বই পাওয়া যায়। এক্ষেত্রে বাপ্পি আশরাফের কয়েকটি বই আমার ভাল লেগেছে।
১১ জুলাই, ২০১০ এ ৬:১০ PM
How can i learn about 'Logo Design' using Adobe Photoshop? is there any particular software for learning Logo Designing?
১১ জুলাই, ২০১০ এ ৭:০২ PM
Adobe Illustrator is good for logo design. Search in google with keyword "logo design tutorial". You will find lots of tutorials.
৪ আগস্ট, ২০১০ এ ৫:৩৭ PM
Thanks jhakaria vhai .apnar kota onosare graphics design course ta korlam. akon graphics river site-e file upload korte prblm hocche.kindly solution dile koshi hobo.ei droner r ki kono site aache jekan teke amar moto new comer-ra earn korte parbe.nicher tikanai ans goli mail korle koshi hobo.
nirjonahmad@gmail.com
৭ আগস্ট, ২০১০ এ ১১:২৯ AM
Hello bhai kemon achen?bhai apnar kotha moto design e kaj kortasi.accha bhai image load hote onek time nei.image er weight onek beshi komanor kono software apnar jana mote ache?ar bhai onek problem hoitase seperately layer n group kore design korte.kindly ekta sample dite parben or any help.jate ektu clear hote pari kibhabe professional design korte pari.thanks bhaiya.
my mail(mikon_235@yahoo.com)
৯ আগস্ট, ২০১০ এ ৯:৪৫ PM
দাদা
নমস্কার,
কেমন আছেন ? অনেক দিনপর আবার এলাম . দাদা bid তো অনেক করেছি .কিন্তু বেশিরভাগ সবাই ptc site তাদের ref হিসাবে পাঠায়. দাদা আপনার থেকে জানতে চাইছি eai ptc site গুলি কতটা genuine ? এরা কি আদৌ payment করে ? এবং যে গুলি high pay ptc site সেই গুলি কি আদৌ real? দাদা আমি তো অনেক দূর এগিয়িয়াছি ? এখন মনে মনে সংসয় হচ্ছে এদের payment সম্বন্ধে . দাদা একটু guide করবেন .
আর দাদা একটা বিশেষ অনুরোধ নিয়া আপনাকে এতা লিখিছি যে " আমি আপনাদের team এর সাথে কাজ করতে চাই ? " যদি আমাকে আপনাদের সাথে নেন. আমি খুব গর্ব বোধ করব . কিভাবে এটা সম্ভব দয়া করে জানাবেন .
ধন্যবাদান্তে
amar
west bengal, India
১০ আগস্ট, ২০১০ এ ১২:৩২ AM
@monir,
Check my other tutorial about graphic river. Try to upload using Google Chrome. Here is another site where you can sell your design:
http://www.freelancer.com/marketplace/
@Mikon,
You can optimize image size using photoshop. I suggest you to learn photoshop as much as possible before jumping into designing website. Check following two tutorials:
http://psd.tutsplus.com/interface-tutorials/create-a-sleek-high-end-web-design-from-scratch/
http://net.tutsplus.com/site-builds/from-psd-to-html-building-a-set-of-website-designs-step-by-step/
@amar,
আমি এই ধরনের PTC সাইটগুলোকে একদমই পছন্দ করি না। এতে পেমেন্ট খুবই নগণ্য হয়ে থাকে, সর্বোপরি এগুলো থেকে কোন টাকা আসলেই পাওয়া যায় কিনা তাতে আমার যথেষ্ঠ সন্দেহ আছে। আমার টিম কাজ করা বলতে আমার অফিসে বসে কাজ করতে হবে। যা আপনার পক্ষে সম্ভব হবে না বলে ধরে নিচ্ছি :) ওয়েবসাইট ডিজাইনিং অথবা প্রোগ্রামিং এ দক্ষ হওয়ার চেষ্টা করে দেখতে পারেন। এতে প্রচুর আয়ের সম্ভাবনা রয়েছে।
১৫ আগস্ট, ২০১০ এ ৩:৪৪ PM
jakaria bhi ! Icreat an account in craiglist.org.but i cnn't post any add.everytime a phone verification window appear where ther is no option to input any bangladeshi number.Thank You.
১৩ অক্টোবর, ২০১০ এ ১০:২৫ PM
jakaria vai.
odesk ar maneging director mamun vai ar sathe jogajok korte chai.plese tar address ta diben.
email kore. mr_asad2001@yahoo.com
২৩ অক্টোবর, ২০১০ এ ১০:২১ PM
দাদা
নমস্কার
দাদা একটু web money সম্বন্ধে একটু বিস্তারিত বলবেন . খুব উপকার হয় .বা যদি আগে বলে থাকেন তহলে একটু লিঙ্ক টা দেবেন . আর দাদা যদি কোনো genuine captcha site সম্বন্ধে বলেন , যে সত্যিকারে payment করে . আমার জানা site ti বন্ধ দেকছি অনেক দিন হলো . আমি অনেকের নিচে captcha কাজ করেছি, কিন্তু কেউ পেমেন্ট করেনি . যাই হোক , একটু বলবেন, খুব উপকার হয় . ভলো থাকবেন .
ধন্যবাদ
অমর
পশ্চিম বাংলা
২৫ অক্টোবর, ২০১০ এ ২:১৪ PM
@অমর,
নমস্কার। আমি দুঃখিত WebMoney এবং Captcha site সম্পর্কে আমি খুব বেশি কিছু জানি না। WebMoney নিয়ে ভবিষ্যতে একটি আর্টিকেল লিখব আশা করি।
৩ নভেম্বর, ২০১০ এ ১১:২৩ PM
web develpoment shikhar jonno kono books bazare ache kina?
৩১ ডিসেম্বর, ২০১০ এ ১০:০৯ PM
দাদা
"HAPPY NEW YEAR"
2011
খুব ভালো থাকবেন।
অমর।
৫ ফেব্রুয়ারী, ২০১১ এ ২:৩৬ AM
Zakaria Bhai
Which software and fonts you have used in your blog to write in Bangla. Pls.
Uzzol
১৬ মার্চ, ২০১১ এ ৩:০৩ PM
Dear Jakaria Bhai,
I am trying to work as a freelancer from long days.but I cann't.because there may be some problems in my understandings.I finished Diploma in Graphics Design & worked with Mostafa Zabbar sir for 1 years as a faculty of Jessore AIIT which is a branch of Mostafa Zabbar's IT Education.So,I need your help.I want to talk with you directly.It will be very helpful for me if you call me in your free time.my cell no is 01711507341.waiting for your call.
thanks,
anik
১৭ মার্চ, ২০১১ এ ৭:৫৭ PM
zakaria vaia apnar email address ta paoa jabe??ami apnar sathe personaly kotha bolte chai...possible??
১৯ মার্চ, ২০১১ এ ১:২১ AM
আমি ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং ফিল্ড এর, এমন কোন ওয়েবসাইট কি আছে যেখানে আমি বিশেষভাবে এই বিষয়ে বা এটার কাছাকাছি বিষয়ের উপর কোন ফ্রিল্যান্সিং কাজ পাব? ইন্ডাস্ট্রির বাস্তব সমস্যা বা কাজগুলোর উপর এই জাতীয় কিছু থাকলে জানালে উপকার হয়।
ধন্যবাদ।
২৩ মার্চ, ২০১১ এ ১:২৪ AM
dear sir
I need your help
my wish that I join your team for earn money from
Internet
my mail is mahadihssn32@gmail.com
plz give me a mail or call 01811769153
my home is khulna
plz help me
২৩ মার্চ, ২০১১ এ ১:৩৪ AM
sir
plz join me your team
my mail is mahadi.khl@gmail,com
২৪ মার্চ, ২০১১ এ ১২:৪২ PM
দাদা
নমস্কার
আমাদের জন্য কি কিছু করা যায়? এই আমরা যারা খুব দূরে থাকি এবং আপনার সাহায্য পেয়েছি। দাদা আর পারছি না , হাতে কোনো কাজ নেই,। এবার যদি কিছু একটা করা যায়। দাদা আমার মেইল id তা দিলাম। "amarbangla54@yahoo.com". দাদা একটু দেখুন।
২৩ এপ্রিল, ২০১১ এ ৭:৫৫ PM
জাকারিয়া ভাই,
ভাই কেমন আছেন। জানি ভালো আছেন। আপনার আউট সোসিং এর উপর লেখা পড়ে,আমি এর ভক্ত হয়ে গেছি। আমি নিয়মিত আপনার ব্লগ এর লেখা পড়ি। আপনার লেখা পড়েই আমি অতি উৎসাহে oDesk এ একটি ID খুলি এবং আপনার দেখানো পথে Payoneer Prepaid Debit MasterCard order করি এবং গত ১৯/০৪/১১ তারিখে আমি কার্ডটি হাতে পাই। কার্ডটি পাওয়ার পর আমার উৎসাহ আরো দিগুন হয়ে যায়। oDesk এ কোন কাজ করতে পারছি না। কি ভাবে আগাবো বুজতেও পারছি না। প্লিজ আইডিয়া দেন এবং কোন প্রশিক্ষনের ব্যাবস্থা বা কোন গ্রুপ এ যোগ দেওয়ার ব্যবস্থা থাকলে দয়া করে আমাকে জানাবেন। এতে আমি অনেক উপকৃত হব এবং কৃতঙ্গ থাকবো।
শান্ত(SAforever.007@live.com)
৫ মে, ২০১১ এ ১২:৩৭ AM
bhai ami grafixs ar kaj shikte chi..ki vabe suru korbo bujte parcina..help me plz
১৯ জুলাই, ২০১১ এ ১১:১০ PM
Via Salam. I learn php basic rules from w3schools and have got about 90% number on w3schools quise test on php. Now I want to be freelancer web developer. I can I improve my skills to established myself as a freelancer web developer.
Please give me a guide line.
১৯ জুলাই, ২০১১ এ ১১:১৪ PM
@asif,
Check here: http://psd.tutsplus.com
@Tarikul Isalm,
Now follow this blog everyday:
http://net.tutsplus.com
২৪ আগস্ট, ২০১১ এ ৩:১৬ AM
@জাকারিয়া ভাই,
আপনি কি www.threadless.com সম্বন্ধে কিছু জানেন? এইখানে টি শার্ট ডিজাইন করলে এবং ডিজাইন সিলেক্ট হলে $2000 দেবে বলছে। এইখানে কাজ করে কি টাকা দেশে আনা সম্ভব?
২৪ আগস্ট, ২০১১ এ ৩:২৫ AM
এ সম্পর্কে আমার ধারণা নেই।
১৪ নভেম্বর, ২০১১ এ ৪:১৬ PM
Via,
I become interested to freelancing after reading a feature on computer gajat. Then I started to learn html, php and css. Now i know a little about those. I open an account on odesk. There I got my first job after 3 days. I have done some small job like from processing php script, small html changes etc. Bot Now i want to be a professional freelancer. What is the way. could you please tell me?
৩ ডিসেম্বর, ২০১১ এ ৭:৫৫ PM
@zakaria bhai,thank you very mouch.
৮ ডিসেম্বর, ২০১১ এ ১২:১০ AM
জাকারিয়া ভাই...আমি আপনার লেখা পড়ে ফ্রিল্যান্সে কাজ শুরু করি। ১ মাসের মাথায় আমি পাওয়ারপয়েন্ট-এর একটি বড় প্রজেক্ট-এর কাজ পাই এবং সফল ভাবে শেষ করি। আমার একাউন্টে ডলারও জমা হয়েগেছে। কিছু কিছু ব্যাপারে আমার জানার আছে। এই সাইটে কিভাবে পাঠকের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় জানালে খুশি হব। আপনার ই-মেইল এড্রেস এবং ফোন নাম্বার টা কি আমি পেতে পারি। জানালে খুশি হব
৩১ ডিসেম্বর, ২০১১ এ ৭:৪৩ PM
Hello vai,
One of my friend has recently withdrawn money from moneybookers and he claimed that, his $30 is missing out of $150. He has made the withdrew about 12 days ago and just got the money yesterday(Brack Bank). As it is the last week of December, It was late as I think westerns are passing bank holidays. But why $30 is missing? is it a charge for waiting money on western banks?
Please assure me about moneybookers that other people using moneybookers are getting proper amount of money because I also need to withdraw money from moneybookers.
Best Regards
Zahid
৩১ ডিসেম্বর, ২০১১ এ ৭:৪৫ PM
It should not be missed or charged so high. Ask him to contact with moneybookers and also with the bank.
২ জানুয়ারী, ২০১২ এ ১১:১২ PM
Hello Zakaria Via,
I am Rakib Hasan from jessore.
Today i withdrew my odesk payment via moneybooker 599 dollar but dutch bangla bank receive 554 dollar
please give me advice
৩ জানুয়ারী, ২০১২ এ ১২:২৩ AM
এত কম টাকা পাবার কথা নয়, আপনি মানিবুকার্স এবং ব্যাংক উভয়ের সাথে যোগাযোগ করুন।
৩ জানুয়ারী, ২০১২ এ ১১:৫৮ AM
So far I know Moneybookers has been changed to Skrill and it has changed its Intermediate Bank which charged such extra cost. For this reason Skrill has now become a more expensive payment method. And ofcourse don't forget to contact with the Skrill(previously moneybookers) to inform them about the issue and also let them know, you are not satisfied with their present service. Such objection may encourage them to change their present intermediate bank to new cheap friendly bank.
৪ জানুয়ারী, ২০১২ এ ৪:০১ AM
মানিবুকার্স (Skrill) থেকে সম্প্রতি টাকা উঠানোর সময় অতিরিক্ত চার্জ ($30-$40) কাটা যাবার কারন জানতে পেরেছি। এই লিংকে বিস্তারিত দেখুন - https://www.odesk.com/community/node/22357
৫ ফেব্রুয়ারী, ২০১২ এ ২:২১ PM
Very useful site for the freelancer and who want to be a freelancer..Thanks
৮ ফেব্রুয়ারী, ২০১২ এ ১১:৫৭ AM
রাসেল খান
জাকারিয়া ভাই প্রোগ্রামিং কি করে ভাল করা যাই এজন্য আমাকে একটু পরামর্শ দেন আমি একজন প্রগ্রামার অ্যান্ড ওয়েবডেভলপার হতে ছাই
রাসেল খান
কবি নজরুল বিশ্ববিদ্যালয়
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
৮ ফেব্রুয়ারী, ২০১২ এ ১২:০৫ PM
আপনি যদি প্রোগ্রামিং এ নতুন হয়ে থাকেন তাহলে কম্পিউটার প্রোগ্রামিং বইটি পড়ার পরামর্শ দিব।
আর যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে নিচের সাইট দুটি দেখুন -
w3schools.com
net.tutsplus.com
১৪ ফেব্রুয়ারী, ২০১২ এ ৬:৪৩ PM
জাকারিয়া ভাই,
কেমন আছেন.....?
আপনার সব গুলো পৃষ্ঠা পড়লাম। খুবই ভালো লাগলো।
আমি ছোট বেলা থেকেই ভাবতাম, নিজের জন্য, আমার এলাকা বাসীর জন্য কি করা যায়? যেটাতে সবাই উপকৃত হবে, সবাই স্বয়ং সমপন্ন হতে পারবে।
আজ আপনার সমপুর্ণ ব্লগ টা পড়ে, একটা উপায় পেয়ে গেছি। অসলেই আমিও কিছু করতে পারবো।
তাই আপনার অন্তরিক সহযেগীতা কামনা করছি।
আপনার শত ব্যাস্ততার মাঝেও যদি একটুও সময় হয়,তাহলে.....
gtalk: hrsourching
yahoo: hrsourching
skype: hrsourching1
facebook: hasanur201
মনে হয়, কম্পিউটার সমস্যা নিয়ে কখনো, আপনার সঙ্গে ফেসবুকে কথা হয়েছিলো।
২৪ ফেব্রুয়ারী, ২০১২ এ ৮:০২ PM
রাসেল খান(cse)
জাকারিয়া ভাই ভাল আছেন ? আশা করি ভাল আছেন ।আমি আপনার পিএইচপি ভিডিওগুলো দেকে আমার খুব ভাল লেগেছে। আমি মুটামুটি HTML,CSS,java Script,PHP পারি এখন আমাকে একটু পরামর্শ দেন ,আপনে ভিডিও করার সময় cursor যে লাল আকার ধারন করেছিল সেটা কিভাবে ? কুনো software আছে কি ? মানে আমি যত টুকু জানি আমার friend দের ভিডিও করে দিতে ছাই এবং আপনার মত করে বুজাতে ছাই ।
রাসেল খান
কবি নজরুল বিশ্ববিদ্যালয়
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
২৪ ফেব্রুয়ারী, ২০১২ এ ৮:০৮ PM
I used Camtasia software for video recording.
২৪ ফেব্রুয়ারী, ২০১২ এ ১১:৫১ PM
RASEL KHAN
Zakaria vai oDesk_e Authorize This Computer
...Your Security Question:
Your favorite write
Your Answer:.......এখানে কার নাম দেব বলবেন কি
২৪ ফেব্রুয়ারী, ২০১২ এ ১১:৫৬ PM
আপনার পছন্দনীয় এমন একজন লেখকের নাম দিন যাতে পরবর্তীতে পাসওয়ার্ড ভুলে গেলে সঠিক বানানসহ নামটি মনে করতে পারেন।
১৫ মার্চ, ২০১২ এ ৩:৫০ PM
RASEL KHAN
Zakaria vai oDesk_e Authorize This Computer
...Your Security Question:
Your favorite write
Your Answer:.......এখানে নাম দিলে Invalid Answer দেখাই কেন
??
২৩ মার্চ, ২০১২ এ ৩:১৬ PM
জাকারিয়া ভাই,
ভাই কেমন আছেন। জানি ভালো আছেন। আপনার আউট সোসিং এর উপর লেখা পড়ে,আমি এর ভক্ত হয়ে গেছি। কি ভাবে আগাবো বুজতে পারছি না। প্লিজ আইডিয়া দেন।
NAHID
nahidjtmc@gmail.com
+8801720655350
২৩ মার্চ, ২০১২ এ ৬:০২ PM
Zakaria Chowdhury, আল্লাহ আপনাকে এই ভাল কাজের জন্য উত্তম প্রতিদান দিন ।এই দোয়া করি।আমার একটি প্রশ্ন-আমি SEO ও Joomla শিখে Internet থেকে কেমন আয় করতে পারব ।
২৩ মার্চ, ২০১২ এ ৯:৫০ PM
জাকারিয়া ভাই,
আপনার এই ব্লগ সাইটটি কিভাবে করেছেন?মানে হেডার এ অপস্ন গুলো কিভাবে দিব?আমার ব্লগ freelanceinbd1.blogspot.com.
আর SEO and joomla শিখেছি। এটা দিয়ে কেমন আয় করা যাবে?
ওডেস্ক এ কার্ড পেয়েছি।কিন্তু কাজ পাচ্ছি না।আপনি কিভাবে কাজ শুরু করেছিলেন?মানে কোন কাজ দিয়ে?কাজ পাওয়ার জন্য কি শিখতে পারি এখন?সাজেশন চাই।
২৬ মার্চ, ২০১২ এ ২:৩০ PM
জাকারিয়া ভাই,
আমার ছালাম নিবেন। আমি আপনাদের সাইটের phpmysq learning ভিডিও গুলি ডাউনলোড করেছি এবং শেখার চেষ্টা করছি। php—display category.avi তে আপনি যেরকম বলেছেন আমি সবটুকু সেইভাবেই করেছি । product category এর নিচে Hardware এ ক্লিক দিলে URL এ cat_id =1 লেখা দেখা যায়। কিন্তু products.php
তে
লেখার পর product page এ ১,২ বা ৩ লেখাটি পাচ্ছি না । অনেক চেষ্টা করেও পারলাম না।
আর একটি সমস্যা :
Registration এর link এ ক্লিক দিলে তিনটি text box এবং Register me বাটন আসছে। প্রয়োজনীয় ভ্যালু
লিখার পর Register me বাটনে ক্লিক দিলে URL এ Register_form=”true” দেখাচ্ছে এবার welcome massage আসার কথা কিন্তু তা না এসে পুনরায় Registration form চলে আসছে। আমি অনেক চেষ্টা করেও
সমাধান করতে না পেরে আপনার শরনাপন্ন হলাম । আশা করি বুঝিয়ে বলবেন। সুন্দর টিউটিরিয়্যাল উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ।
২৬ মার্চ, ২০১২ এ ৫:৪৯ PM
জাকারিয়া ভাই,
আপনার চমৎকার লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, বিশেষ করে মানি বুকার থেকে টাকা উত্তোলনের উপায়, এই আর্টিকেল টির জন্য। আপনি একটু বিস্তারিত বলবেন কি? কিভাবে মানি বুকেরস থেকে ব্যাংক এ টাকা আনা যায়, অর্থাৎ আমি কোন অপশন টি ব্যাবহার করবো? Withdraw money না Receive money এই দুটির কোনটি ? I am confused about that matter.
Thanks
২৭ মার্চ, ২০১২ এ ১:৪৬ PM
জাকারিয়া ভাই,
নামহীন শিরনামে একটি মন্তব্য করেছিলাম । ১০২ নং মন্তব্য । আশা করছি মন্তব্যর জবাব পাব।
ধন্যবান্তে সাইফুল হাসান।
২৪ এপ্রিল, ২০১২ এ ২:৪১ AM
জাকারিয়া ভাই ভাল আছেন ? আশা করি ভাল আছেন ।
Zakaria vai oDesk_e Authorize This Computer
...Your Security Question:
Your favorite write
Your Answer:.......এখানে নাম দিলে Invalid Answer দেখাই কেন ??
আমি Security Question এর answer ভুলে গেছি এখন কি করি বলবেন কী ???
১ মে, ২০১২ এ ২:৫৭ AM
Excellent . Very inspiring . :)
৮ জুন, ২০১২ এ ১:৫৯ PM
Zakaria bhai natun aro akta freelancing market place ase janen ki?
www.peopleperhour.com
Thank you
Shopan khan
১৪ জুন, ২০১২ এ ১:৩৮ PM
Dear zakaria,
I would like to learn craigslist please could you help me to learn cariglist .
১৪ আগস্ট, ২০১২ এ ৩:৩৯ PM
Dear Zakaria Sir,
Assalamu Allaikum.
Ami ekjon class 9 er student. Ami odesk e SEO,SMM, Web Research, Data Entry sikchi.
Ekon, Amer question hosse, Ami jodi dine 3 hours time odesk e dai tahole ki ami monthly 10000 earn korte parbo???
doya kor answer ti diyen.
২৬ আগস্ট, ২০১২ এ ১০:২২ AM
Zakaria vi k-mon asan? akon kothai asan? khulna thaka koba cola gasan? Vi ami odesk a kono kaj passi na aita neya apnar satha aktu alocona korta cai jodi time thaka. hoba ki apnar aktu somay.
sayed, khulna.
sayedkhulna421@gmail.com
১৬ সেপ্টেম্বর, ২০১২ এ ৭:০৭ PM
Hi,
Jakaria Vai
I want to buy a website.
How can I buy this?
Please help me.
Thanks
Anu
২৪ সেপ্টেম্বর, ২০১২ এ ৬:৫৫ PM
Zakaria brother please help me?odesk suspended my account for later respond.what is it's effect?how i can restore it?
২৫ সেপ্টেম্বর, ২০১২ এ ১১:৩৯ PM
@Rayhan Mollik,
Contact with oDesk and tell them your reasons for delay. Also tell them you will not do this again. I believe they will understand it and will make it active.
৫ অক্টোবর, ২০১২ এ ৭:৪৮ AM
Zakaria Vai,
Peace be upon you.I would like to write articles in Microworkers . But the buyers frequently require own website , no free website.I have no website of my own.So what should I do now to take this task ?
Please help.
Thank you.
quaziquais@yahoo.com
১৮ ডিসেম্বর, ২০১২ এ ১:৪৩ PM
ফ্রিল্যান্সিং সম্বন্ধে আপনার কাছ থেকে এযাবৎ পর্যন্ত যত সাহায্য ও সহযোগিতা পেয়েছি তাতে আমি সত্যিই কৃতজ্ঞ। আপনার freelancerstory.com ওয়েবসাইটটি থেকে বেশ কয়েকটি কাজের উপর ধারাবাহিক টিউটোরিয়ালসহ আরও বিভিন্ন ফ্রিল্যান্সারদের ওয়েবসাইট থেকেও বেশ কিছু টিউটোরিয়াল শেষ করি। তবে আমি সর্বশেষ আপনার প্রতিষ্ঠিত সিলেট আইটি একাডেমিতে এসইও এর উপর কর্মশালায় যে ধারনা পাই তাতে সিদ্ধান্ত নেই ভবিষ্যতে এসইও এর উপর ফ্রিল্যান্সিং করতে। এ সম্বন্ধে বেশ কিছু টিউটোরিয়াল ও টিপসও ইতিমধ্যে পড়ে শেষ করে ফেলেছি। কিন্তু কোথায় যেন একটা বাধা আছে? পূর্ণাঙ্গ রূপে কাজ করতে পারছি না। এ প্রেক্ষিতে আমি এসইও এর উপর পুরস্কার প্রাপ্ত আল-আমিন ভাই ও দেভসটিম এর কাছ থেকে এসইও বিষয়ক প্যাকটিক্যাল ক্লাসগুলি সম্পন্ন করতে চাচ্ছি। তাতে কি কোন উপকৃত হব? এ বিষয়ে আপনার সহযোগিতা ও সঠিক পরামর্শ আবশ্যক।
এস. কে. পাল (সুজন)
ফরিদপুর।
১৮ ডিসেম্বর, ২০১২ এ ১:৫১ PM
@এস. কে. পাল (সুজন),
আপনি যদি উনাদের কাছ থেকে শিখতে পারেন তাহলে আমার মনে হয় ভালই হবে। আমি যতটুকু জানি আল-আমিন ভাই এসইও নিয়ে কাজ করেন। একজন অভিজ্ঞ ব্যক্তির নিকট থেকে হাত কলমে শিখতে পারলে কাজ শুরু করাটা অনেক সহজ হবে।
২৩ ডিসেম্বর, ২০১২ এ ২:২৯ AM
Zakaria Vai,
Are you well?. I am a new programmer. How to web development (PHP & MySql) professional work? and with (lua) programming. Please help me.
Regards by
Rasel khan
২৯ ডিসেম্বর, ২০১২ এ ১১:০৭ PM
Zakaria Vai,
I did not open any ID in micro workers so far I remember. I checked my mail also. Its my personal pc and password protected. So, it is not possible to use it by others.
It is said that my IP address is used already. I did not find any IP address new. I need work from Microworkers. SO, what should I do?
৭ মে, ২০১৩ এ ১:১০ PM
i want do courses about seo in dhaka....can u pls give me renowned organization name where i can learn properly..plssssssssssss
২৯ মে, ২০১৩ এ ৭:২৩ AM
assalamualaikum . vaiya, i want t know about affiliate marketing and traffic. can you help me?
৬ জুন, ২০১৩ এ ৭:০৩ PM
Zakria vai Salamu Welekum.
Vai Amake Freelancing Korte Hole Ki Ki Kaj Korte hobe
১৫ জানুয়ারী, ২০১৫ এ ১১:১১ PM
জাকারিয়া ভাই, আপনার বল্গ পড়ে আমার খুব ভালো লাগলো। যাদি ওডেস্ক এর ডাটা এন্টি এন্ড ওয়েব রিসার্চ এর উপর একটি আর্টিতেল লিখেন খুব উপকৃত হব। ধন্যবাদ