বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর আয়োজনে আগামী ১৪ই নভেম্বর ২০০৮ ইং তারিখে আবারও হতে যাচ্ছে "ফ্রিল্যান্স প্রোগ্রামিং আউটসোর্সিং" শীর্ষক আরেকটি দিনব্যাপি কর্মশালা।  গত অক্টোবর সমাপ্ত কর্মশালার পর অংশগ্রহণকারীদের অনুরোধের প্রেক্ষিতে মাসে অন্তত একটি কর্মশালা করার স্বিদ্ধান্ত গ্রহণ করে বিডিওএসএন। এতে যে কেউ অংশগ্রহণ করতে পারবে। তবে পূর্বের মত এবারের কর্মশালাটিতেও মূলত প্রোগ্রামিং আউটসোর্সিং এর উপর গুরুত্ব দেয়া হবে এবং প্রোগ্রামারদের জন্য বিশেষভাবে আয়োজন করা হয়েছে।

গত কর্মশালায় যারা অংশগ্রহণ করতে পারেননি তাদের কথা বিবেচনা করে এবারও একই বিষয়ের উপর কর্মশালা পরিচালনা করা হবে। তাই এবারের কর্মশালার সময়সূচী ও আনুসাঙ্গিক বিষয়বস্তু পূর্বের মত অপরিবর্তিত থাকবে।

স্থান:
জামিল সারওয়ার ট্রাস্ট
২৭৮/৩ এলিফ্যান্ট রোড
(অষ্ট ব্যঞ্জন রেস্টুরেন্টের বিপরীত)
কাটাবন, ৩য় তলা
ঢাকা।

কর্মশালাটির উদ্দেশ্য হচ্ছে:
১. ফ্রিল্যান্স প্রোগ্রামিং আউটসোর্সিং এর সুযোগ এবং এর বিভিন্ন দিক সম্পর্কে প্রাথমিক তথ্য প্রদান।
২. কর্মশালায় অংশগ্রহণকারীদেরকে বিভিন্ন ধরনের আউটসোর্সিং সাইটের সাথে পরিচয় করিয়ে দেয়া এবং প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে অবহিত করা।
৩. দেশের কয়েকজন সফল ফ্রিল্যান্সারের সাথে পরিচয় করিয়ে দেয়া এবং তাদের সাথে মত বিনিময়ের সুযোগ সৃষ্টি করা।
৪. বাংলাদেশের ফ্রিল্যান্সারদের নিয়ে একটি কমিউনিটি তৈরি করা।

অনুষ্ঠানসূচী:

সময়: ৯:৩০ - ১০:০০
বিষয়: পরিচিতিপর্ব, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর উদ্দেশ্য, পদ্ধতি এবং ব্যবহার।
বক্তা: মুনির হাসান

সময়: ১০:০০ - ১১:১০
বিষয়: ফ্রিল্যান্স আউটসোর্সিং পরিচিতি, প্রজেক্টের প্রকারভেদ, কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্রিল্যান্সিং পোর্টাল পরিচিতি।
বক্তা: মোঃ জাকারিয়া চৌধুরী
 
সময়: ১১:১০ - ১১:৩০
চা বিরতি

সময়: ১১:৩০ - ১২:৪৫
বিষয়: নতুনদের জন্য প্রথম বিড জেতার উপায়সমূহ এবং ফ্রিল্যান্সিং অভিজ্ঞতা সম্পর্কে মতবিনিময়।
বক্তা: আহমেদ নাদির

সময়: ১২:৪৫ - ১:৪৫
মধ্যাহ্নভোজ বিরতি

সময়: ১:৪৫ - ২:৩০
বিষয়: ক্লায়েন্টদেরকে সন্তুষ্ট রাখা এবং কাস্টমার রেটিং উন্নতি করার উপায়সমূহ।
বক্তা: মোঃ জাকারিয়া চৌধুরী
  
সময়: ২:৩০ - ৩:০০
বিষয়: ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর মান উন্নয়নের উপায়সমূহ এবং প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে দিকনির্দেশনা।
বক্তা: জাভেদ মোর্শেদ চৌধুরী

সময়: ৩:০০ - ৩:৩০
বিষয়: অর্থ উত্তোলনের উপায়সমূহ
বক্তা: মোঃ জাকারিয়া চৌধুরী

সময়: ৩:৩০ - ৪:০০
বিষয়: উন্মুক্ত আলোচনা, কমিউনিটি তৈরি, ধন্যবাদ জ্ঞাপন এবং ফটোসেশন।

কর্মশালা পরিচালকবৃন্দ
মুনির হাসান, সাধারণ সম্পাদক, বিডিওএসএন
মোঃ জাকারিয়া চৌধুরী, পরিচালক, ওয়েবক্রাফট বাংলাদেশ
আহমেদ নাদির, সিইও, আলবাট্রস টেকনোলজিস
জাভেদ মোর্শেদ চৌধুরী, ফ্রিল্যান্স প্রোগ্রামার
ফেরদৌস আহমেদ তানিন, কর্মশালা সমন্বয়সাধনকারী

রেজিষ্ট্রেশন
স্থান: জামিল সারওয়ার ট্রাস্ট। 
সময়সীমা: ১০ই নভেম্বর সোমবার থেকে ১৩রা নভেম্বর বৃহষ্পতিবার পর্যন্ত, যা "আগে আসলে আগে রেজিষ্ট্রেশন" ভিত্তিতে প্রদান করা হবে।
রেজিষ্ট্রেশন ফি: ৫০০/- (পাঁচশত টাকা), যা রেজিষ্ট্রেশনের সময় প্রদান করতে হবে।

1 টি মন্তব্য

  1. mahabub  

    Very good news but i think registration fee 300-400 hole ekto bhalo hoto

একটি মন্তব্য পোস্ট করুন