বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) আগামী ২৪শে অক্টোবর ২০০৮ ইং তারিখে ঢাকায় "ফ্রিল্যান্স প্রোগ্রামিং আউটসোর্সিং" শীর্ষক একটি দিনব্যাপি কর্মশালার আয়োজন করেছে। এতে যে কেউ অংশগ্রহণ করতে পারবে। তবে কর্মশালাটিতে মূলত প্রোগ্রামিং আউটসোর্সিং এর উপর গুরুত্ব দেয়া হবে এবং প্রোগ্রামারদের জন্য বিশেষভাবে আয়োজন করা হয়েছে।
স্থান:
জামিল সারওয়ার ট্রাস্ট
২৭৮/৩ এলিফ্যান্ট রোড
(অস্তব্যঞ্জন রেস্টুরেন্টের বিপরীত)
কাটাবন, ৪র্থ তলা
ঢাকা।
কর্মশালাটির উদ্দেশ্য হচ্ছে:
১. ফ্রিল্যান্স প্রোগ্রামিং আউটসোর্সিং এর সুযোগ এবং এর বিভিন্ন দিক সম্পর্কে প্রাথমিক তথ্য প্রদান।
২. কর্মশালায় অংশগ্রহণকারীদেরকে বিভিন্ন ধরনের আউটসোর্সিং সাইটের সাথে পরিচয় করিয়ে দেয়া এবং প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে অবহিত করা।
৩. দেশের কয়েকজন সফল ফ্রিল্যান্সারের সাথে পরিচয় করিয়ে দেয়া এবং তাদের সাথে মত বিনিময়ের সুযোগ সৃষ্টি করা।
৪. বাংলাদেশের ফ্রিল্যান্সারদের নিয়ে একটি কমিউনিটি তৈরি করা।
অনুষ্ঠানসূচী:
সময়: ৯:৩০ - ১০:০০
বিষয়: পরিচিতিপর্ব, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর উদ্দেশ্য, পদ্ধতি এবং ব্যবহার।
বক্তা: মুনির হাসান
সময়: ১০:০০ - ১১:১০
বিষয়: ফ্রিল্যান্স আউটসোর্সিং পরিচিতি, প্রজেক্টের প্রকারভেদ, কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্রিল্যান্সিং পোর্টাল পরিচিতি।
বক্তা: মোঃ জাকারিয়া চৌধুরী
সময়: ১১:১০ - ১১:৩০
চা বিরতি
সময়: ১১:৩০ - ১২:৪৫
বিষয়: নতুনদের জন্য প্রথম বিড জেতার উপায়সমূহ এবং ফ্রিল্যান্সিং অভিজ্ঞতা সম্পর্কে মতবিনিময়।
বক্তা: আহমেদ নাদির
সময়: ১২:৪৫ - ১:৪৫
মধ্যাহ্নভোজ বিরতি
সময়: ১:৪৫ - ২:৩০
বিষয়: ক্লায়েন্টদেরকে সন্তুষ্ট রাখা এবং কাস্টমার রেটিং উন্নতি করার উপায়সমূহ।
বক্তা: মোঃ জাকারিয়া চৌধুরী
সময়: ২:৩০ - ৩:০০
বিষয়: ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর মান উন্নয়নের উপায়সমূহ এবং প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে দিকনির্দেশনা।
বক্তা: জাভেদ মোর্শেদ চৌধুরী
সময়: ৩:০০ - ৩:৩০
বিষয়: অর্থ উত্তোলনের উপায়সমূহ
বক্তা: মোঃ জাকারিয়া চৌধুরী
সময়: ৩:৩০ - ৪:০০
বিষয়: উন্মুক্ত আলোচনা, কমিউনিটি তৈরি, ধন্যবাদ জ্ঞাপন এবং ফটোসেশন।
কর্মশালা পরিচালকবৃন্দ
মুনির হাসান, সাধারণ সম্পাদক, বিডিওএসএন
মোঃ জাকারিয়া চৌধুরী, পরিচালক, ওয়েবক্রাফট বাংলাদেশ
আহমেদ নাদির, সিইও, আলবাট্রস টেকনোলজিস
জাভেদ মোর্শেদ চৌধুরী, ফ্রিল্যান্স প্রোগ্রামার
ওমর শেহাব, কর্মশালা সমন্বয়সাধনকারী
রেজিষ্ট্রেশন
স্থান: জামিল সারওয়ার ট্রাস্ট।
সময়সীমা: ১৮ই অক্টোবর শনিবার থেকে ২৩ অক্টোবর বৃহষ্পতিবার পর্যন্ত, যা "আগে আসলে আগে রেজিষ্ট্রেশন" ভিত্তিতে প্রদান করা হবে।
রেজিষ্ট্রেশন ফি: ৫০০/- (পাঁচশত টাকা), যা রেজিষ্ট্রেশনের সময় প্রদান করতে হবে।
অন্যান্য: রেজিষ্ট্রেশন ফি এর সাথে রেজিষ্ট্রেশন কিট, চা এবং মধ্যাহ্নভোজ অন্তর্ভুক্ত।
১৯ অক্টোবর, ২০০৮ এ ৭:৫২ PM
Thanks much.
২০ অক্টোবর, ২০০৮ এ ২:২৭ AM
এই ধরনের একটি উদ্দ্যগ নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
-সাবরিনা।
email:lizzeelike@gmail.com
২০ অক্টোবর, ২০০৮ এ ১০:৫৪ PM
This is a gr8 news. I think this is going to help all those "wanna be freelancers". Thanx to the organizers.
১০ জুলাই, ২০১১ এ ১১:১৮ PM
আমি আপনার সাইট এ আকাউন্ট/ইউজার করতে/হতে চাই।
কি করতে হবে। plz.........