গেট-এ-ফ্রিল্যান্সার সাইটটিতে রেজিষ্ট্রেশন করার জন্য মেন্যু থেকে Sign Up নামক লিংকটিতে ক্লিক করুন এবং নিচের ধাপগুলো অনুসরণ করুন -
Step 1: New User Signup
- Username: এই ধাপে একটি Username প্রদান করুন যা পরবর্তীতে সাইটে লগইন করার সময় প্রয়োজন পড়বে।
- E-mail Address: আপনার ইমেইল এড্রেসটি প্রদান করুন।
- Terms & Conditions: সাইটের শর্তাবলীর সাথে সম্মত হলে এটি সিলেক্ট করুন।
- Gold Member: গোল্ড মেম্বার হতে চাইলে এটি সিলেক্ট করুন। তবে রেজিষ্ট্রেশন করার সময় এটি সিলেক্ট করার প্রয়োজন নেই, পরবর্তীতে যে কোন সময় আপনি গোল্ড মেম্বার হতে পারবেন।
প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করার পর আপনাকে একটি নিশ্চিতকরণ ইমেইল পাঠানো হবে। ইমেইলের সাথে একটি লিংক এবং একটি কোড পাঠানো হবে। এই ধাপটি আপনি যেকোন এক পদ্ধতিতে সম্পন্ন করতে পারেন - নিশ্চিতকরণ লিংকটিতে ক্লিক করে অথবা কোডটি কপি করে সাইটে পেস্ট করার মাধ্যমে। এই পদ্ধতিতে আপনি সঠিক ইমেইল ঠিকানা প্রদান করেছেন কিনা তা যাচাই করা হয়।
Step 3: User Profile
সর্বশেষ এই ধাপটি একটু সময় নিয়ে সঠিকভাবে সম্পন্ন করুন। এই অংশ কয়েকটি ভাগে বিভক্ত -
- Account details: এই অংশে আপনার পূর্ণ নাম, কোম্পানির নাম অথবা ডাক নাম এবং লগইন করার জন্য পাসওয়ার্ড প্রদান করুন।
- Address details: আপনার পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান করুন।
- Notifications: ইমেইলের মাধ্যমে নতুন প্রজেক্ট সম্পর্কে জানতে চাইলে এটি সিলেক্ট করুন।
- Service Provider profile: এই অংশে আপনি যে বিষয়গুলোতে দক্ষ তা উল্লেখ করুন এবং কাজের অভিজ্ঞতা উল্লেখ করে একটি প্রোফাইল তৈরি করুন। বায়ার এই প্রোফাইলের উপর ভিত্তি করে আপনাকে কাজ দিবে। প্রোফাইলের সাথে আপনার ছবি বা আপনার কোম্পানির লোগো প্রদান করতে পারেন।
একটি মন্তব্য পোস্ট করুন