বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং সাইট থেকে টাকা উত্তোলনের সহজ এবং ঝামেলামুক্ত পদ্ধতি হচ্ছে Payoneer সাইট কর্তৃক প্রদত্ত একটি ডেবিট মাস্টারকার্ড। এই পদ্ধতিতে মাস শেষে আপনি টাকা খুবই দ্রুত পৃথিবীর যেকোন স্থান থেকে ATM এর মাধ্যমে উত্তোলন করতে পারেন। এজন্য এককালীন খরচ পড়বে ২০ ডলার আর সাইটির মাসিক ব্যবস্থাপনা ফি ৩ ডলার। ATM থেকে প্রতিবার টাকা উত্তোলনের জন্য খরচ পড়বে ২.১৫ ডলার + উত্তোলনকৃত অর্থের ৩%। এই কার্ড দিয়ে টাকা উত্তোলনের পাশাপাশি অনলাইনে কেনাকাটাও করতে পারবেন। এমনকি এর মাধ্যমে বিদেশে অবস্থিত আপনার কোন আত্মীয় বা বন্ধুবান্ধব তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড থেকে আপনাকে টাকা পাঠাতে পারবে।

পেওনার সাইট থেকে সরাসরি এই কার্ডের জন্য আবেদন করা যায় না। এটি পেতে হলে ফ্রিল্যান্সিং যে কোন একটি সাইট (রেন্ট-এ-কোডার, গেট-এ-ফ্রিল্যান্সার বা ওডেস্ক)-এ আপনার একটি একাউন্ট থাকতে হবে। নিচে রেন্ট-এ-কোডার সাইট থেকে কিভাবে মাস্টারকার্ডটি পাওয়ার ধাপসমূহ পর্যায়ক্রমে বর্ণনা করা হল -

১) রেন্ট-এ-কোডারে লগইন করে ডান দিকের কলাম থেকে My Pay Options সিলেক্ট করুন। পরবর্তী পৃষ্ঠা থেকে Payoneer Prepaid Mastercard অপশনটি সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন। এরপর দুটি অপশন দেখতে পাবেন, প্রথমটি (I have not yet registered ...) সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।

২) আপনি এখন চলে আসবেন পেওনারের সাইটে, এখান থেকে Get Your Prepaid Mastercard Now! বাটনটি ক্লিক করুন।

৩) কার্ডটি অর্ডার করার জন্য তিনটি বাটন দেখতে পাবনে। পর্যায়ক্রমে প্রত্যেকটি ক্লিক করুন এবং আপনার ব্যক্তিগত তথ্য সঠিক ভাবে পূরণ করুন।

৪) প্রথম ধাপে আপনার নাম, জন্ম তারিখ, ইমেইল, আপনার ঠিকানা ইত্যাদি তথ্য দিন। ইমেইলের ক্ষেত্রে অবশ্যই রেন্ট-এ-কোডার সাইটে যে ইমেইল দিয়ে রেজিষ্ট্রেশন করেছেন সেটি দিতে হবে। আপনা ঠিকানা লেখার সময় বিশেষ কোন চিহ্ন (যেমন - , /) ইত্যাদি ব্যবহার করতে পারবেন না, কেবলমাত্র বর্ণ এবং সংখ্যা দিয়ে ঠিকানা লিখতে হবে।

৫) দ্বিতীয় ধাপে আপনার ইউজার নাম (এখানে আপনার ইমেইল ঠিকানাটি দিন), পাসওয়ার্ড ইত্যাদি দিন।

৬) তৃতীয় ধাপে আপনার পাসপোর্ট বা জাতীয় পরিচয় পত্রের তথ্য দিন।

৭) "I agree to the ..." নামক তিনটি চেকবক্স সিলেক্ট করে Finish বাটনে ক্লিক করুন।

অর্ডারটি সঠিকভাবে সম্পন্ন হলে আপনি একটি নিশ্চিতকরণ ইমেইল পাবেন।  তারপর ১৫ থেকে ২০ দিনের মধ্যে আপনার ঠিকানায় একটি MasterCard পৌছে যাবে। কার্ডটি হাতে পাবার পর নির্দেশনা অনুযায়ী কার্ডটি সচল করতে হবে এবং যে কোন চারটি সংখ্যার একটি গোপন পিন নাম্বার দিতে হবে। পরবর্তীতে এই নাম্বারের মাধ্যমে যেকোন ATM থেকে (যেগুলো এই কার্ডটি সাপোর্ট করবে) টাকা সহজেই উত্তোলন করতে পারবেন।

কার্ডটি সফলভাবে সচল করার পর রেন্ট-এ-কোডার সাইটের My Pay Options > Payoneer Prepaid Mastercard অংশে এসে কার্ডটির প্রাপ্তি স্বীকার করতে হবে (নিচের ছবিটি লক্ষ করুন)। এরপর প্রতি মাস শেষে বা মাসের মাঝামাঝি সময়ে রেন্ট-এ-কোডার স্বয়ংক্রিয়ভাবে কার্ডে টাকা লোড করবে।

131 টি মন্তব্য

  1. নামহীন  

    thank for this kind of article.
    can i withdraw money from DBBL ATM? i'm new in freelancing. how much money are better for withdraw? $100 is it ok ?
    plz help me
    thanks

  2. Billah Mamun  

    i am am a new user of rent a coder.i dont finish any project yet.am i get a debit card from rent a coder.plz ans me

  3. ফারুক  

    "পরবর্তীতে এই নাম্বারের মাধ্যমে যেকোন ATM থেকে (যেগুলো এই কার্ডটি সাপোর্ট করবে) টাকা সহজেই উত্তোলন করতে পারবেন।"

    আমার প্রস্ন হল এই জন্য কি আমার উক্ত ব্যাংক এ একাউন্ট থাকতে হবে।

  4. Zakaria Chowdhury  

    না এজন্য ওই ব্যাংকে কোন একাউন্ট থাকার প্রয়োজন নেই। প্রকৃতপক্ষে এই কার্ডের সাথে ব্যাংকের কোন সম্পর্ক নেই।

  5. masud7827  

    ভাইয়া আমি আপনার সাইটে নতুন, আমি পেওনার ডেবিট মাস্টারকার্ড ব্যবহার করে টাকা আনতে আগ্রহী, আমার প্রশ্ন হল

    ১. বাংলাদেশে কোন কোন ব্যাংক এ কার্ড সাপোট করে?

    ২. আমার সাটিফিকেটের জম্নদিন ১৮ বয়স হয় নাই, আমি কি আবেদন করতে পারব? না কি জম্নদিন change করে দিতে হবে, এতে কোন সমস্যা হবে কি না?

    ভাইয়া উত্তরগুলো পেলে অনেক অনেক উপকার হত

    ধন্যবাদ

  6. Zakaria Chowdhury  

    ১. আমার জানা মতে স্ট্যান্ডার্ড চ্যাটার্ড এবং ডাচ-বাংলা ব্যাংকের ATM থেকে টাকা উত্তোলন করতে পারবেন।

    ২. বয়সের ব্যাপারে আমি কিছু জানাতে পারছি না। তবে মনে হয়, ১৮ বছর না হলেও আবেদন করতে পারবেন।

  7. Masud  

    ধন্যবাদ ভাইয়া,

    ভাইয়া এককালীন ২০ ডলার কখন আমাকে দিতে হবে? কার্ড নেওয়ার সময় নাকি প্রথম পেমেন্ট তুলার সময়।

    আর আমি কি যে কোন এমাউন্ট তুলতে পারব নাকি ১০০ ডলার পর্যন্ত অপেক্ষা করতে হবে?

  8. Zakaria Chowdhury  

    এই মুহূর্তে ২০ ডলার দিতে হবে না। প্রথম যেদিন টাকা পাবেন সেদিন ২০ ডলার কেটে নেয়া হবে। ফ্রিল্যান্সিং সাইট থেকে কার্ডে সর্বনিম্ন ২৫ ডলার গ্রহণ করতে পারবেন।

  9. Masud  

    ধন্যবাদ ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ।

    ভাইয়া আরও কিছু প্রশ্ন করে বিরক্ত করব,

    ভাইয়া এটা দিয়ে কি আনভেরিফাইড পেপাল দিয়ে টাকা তোলা যাবে এবং এটার monthly free টা কি নিয়মে দিব?

  10. Zakaria Chowdhury  

    এই কার্ড দিয়ে আনভেরিফাইড পেপালকে ভেরিভাইড করা যাবে। তবে পেপাল থেকে সরাসরি টাকা কার্ডে নিয়ে যেতে পারবেন না।

    আপনি যদি ১ বছর ধরে কার্ডটি ব্যবহার করেন তাহলে, পেওনার আপনাকে একটি ভার্চুয়াল US ব্যাংক একাউন্ট দিবে। এই ব্যাংক একাউন্ট ব্যবহার করে তখন পেপাল থেকে টাকা সরাসরি কার্ডে নিয়ে যেতে পারবেন যাতে ১% ফি দিতে হবে।

  11. ফারুক  

    আমি কি আমার দেশ ইন্ডিয়া দিয়ে পেপালে একাউন্ট খুলে পেওনার কার্ড দিয়ে পেপালকে ভেরিভাইড করতে পারব।পরবর্তীতে পেপাল যদি বুঝতে পারে যে এটা লেগাল একাউন্ট না তাহলে কি কোন সমস্যা হবে।আর পেপাল কি আইপি চেক করে?দয়া করে এই বিষয়টা একটু পরিষ্কার করেন।

    আমি কি এই পেপালে একাউন্ট দিয়ে অনলাইনে কেনাকাটা করতে পারব।
    ধন্যবাদ।

  12. rgk_info  

    Thank you, but one question incomplete laglo, seta holo je ar monthly fee ta ki vabe hisab kora hobe. jodi amar account a tk na thake, tahole ki vabe katbe ba tokhon ki kora hobe?

  13. Masud  

    ধন্যবাদ ভাইয়া, প্রশ্ন করতে করতে কার্ডটা approve হয়ে গেছে, আ্যশা করি কিছুদিনের মধ্যেই হাতে পাব, দোয়া করবেন ভাইয়া

  14. Zakaria Chowdhury  

    @ফারুক, দেশ ইন্ডিয়া দিয়ে পেপালে একাউন্ট করতে পারবেন এবং তা পেওনার দিয়ে ভেরিফাইড করতে পারবেন। তবে পেপাল থেকে কার্ডে টাকা নিতে আপনাকে পেওনার প্রদত্ত US ভার্চুয়াল ব্যাংক একাউন্ট লাগবে। এভাবে একটা রিস্ক থেকে যায়, কারণ আমি শুনেছি পেপাল মাঝেমধ্যে আইপি চেক করে। সেক্ষেত্রে ধরতে পারলে একাউন্ট বন্ধ করে দিতে পারে। তাই বিষয়টি মাথায় রাখবেন।

    @oly, প্রথম যেদিন কার্ড টাকা আসবে সেই মাস থেকে মাসিক চার্জ প্রযোজ্য হবে। পরে একাউন্টে টাকা না থাকলেও একাউন্টে মাইনাস ব্যালান্স দেখাবে।

  15. rgk_info  

    Thank you a lot Zakaria vai. Ami ai card ar kotha vabsi karon onek a paypal a pay korte chai. Prothom a bolsan je visa or master card dia keu pay korte parbe.Net a dakhlam paypal ar aigulo aki prai. Kintu akhankar discussion sune mone hocca kich difference asa. Seta ki? Ai paypal dia i onk a payment korte chai. Please aktu khule bolben?

  16. জাহাঙ্গীর  

    আমি একটা পে-অনার ডেভিট কার্ড করেছি। কোন কারনে আমার কার্ডে কোন ডলার জমা করতে না পারলে কার্ডের মেয়াদ উত্তীর্ন হয়ে যাবে নাকি। ধরুন এক বছর কোন ডলার জমা হল না, তখন কি হবে।

  17. নামহীন  

    DBBL er shob ATM ki Payoneer Debit card accept kore naki selected koyekta kore?

  18. ফারুক  

    আমি ১১-১১-০৯ এ গেট-এ-ফ্রিল্যান্সার থেকে পে-অনার ডেবিট কার্ডের জন্য আবেদন করেছি।এক মাস পার হয়ে গেছে কিন্তু এখনো কার্ডটি হাতে পাইনি।আমি বুঝতে পারছিনা এখন কি করব।আমি কি আবার আবেদন করব।আমি শুনেছি অনেকেই নাকি তাদের কার্ড পায়নি।দয়া করে একটু সাহায্য করলে খুশি হব।ধন্যবাদ

  19. Zakaria Chowdhury  

    @জাহাঙ্গীর,
    কার্ডের মেয়াদ সাধারণত ৩ বছর থাকে। ফলে কার্ডে কোন টাকা লোড না করলেও সেই মেয়াদ পর্যন্ত কার্ডটি সচল থাকবে।

    @ফারুক,
    আরো কয়েক সপ্তাহ অপেক্ষা করুন। ঠিকানা সঠিকভাবে পূরণ করলে কার্ড না পাবার কোন কারণ নেই। আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করে দেখতে পারেন।

  20. ফারুক  

    আমি ৪২ দিন পর আমার পে-অনার ডেবিট কার্ড পেয়েছি।জাকারিয়া ভাইকে অনেক ধন্যবাদ।

  21. নামহীন  

    vhaia ami rent a coder a ak jon new coder. Buyer amar bid request accept korse kintu

    Problem : "To begin work you must now escrow the Expert Guarantee using the link below. Please note, that if you can no longer accept this job, you can also decline it via the same link."

    ai link a giya accept korte chaile amake ak ta amount charge korche. kintu ami to new coder ar amar account $0 balance tahole ami charge ki bhabe debo. Ki bhabe ata accept korbo ,kaj e ba kibhabe shuru korbo.

    please ekta solution den.

  22. Zakaria Chowdhury  

    বিড করার সময় Expert Guarantee নামক একটি টেক্সবক্স থাকে, যা সবসময় পরিহার করে চলা উচিত। আপনি সম্ভবত এই বক্সে কোন সংখ্যা উল্লেখ করেছিলেন। এখন কাজ শুরু করার পূর্বে টেক্সটবক্সটিতে উল্লেখিত অর্থ সাইটে জমা রাখতে হবে। ফলে কাজটি সময়মত করতে না পারলে এই টাকাটি রেন্ট-এ-কোডার কর্তৃপক্ষ নিয়ে যাবে। আর সময়মত করতে পারলে ফেরত পাবেন।

    যেহেতু আপনার একাউন্টে কোন টাকা নেই তাই এই প্রজেক্টটি আপনি করতে পারবেন না। তাই এই মূহুর্তে কাজটি Decline করা ছাড়া আপনার কোন উপায় নেই। ক্লায়েন্ট পুরো পরিস্থিতি বর্ণনা করুন। সে আপনাকে কোন সাহায্য করতেও পারে।

  23. Bokul  

    আমার কাছে ওডেক্স ডেবিট মাস্টার্স কার্ড আছে। এটা দিয়ে কি গেট এ ফ্রিল্যান্সার থেকে টাকা উত্তলন করা যাবে? টাকা উত্তলন করতে কি করতে হবে। একটু বিস্তারিত জানাবেন ভাই।

  24. Fahad  

    Do we have to have a payoneer card or any moneybooker account before we start any freelancing work? or we can get it later after doing some freelancing?

  25. Mr Zenith  

    ধন্যবাদ জাকারিয়া ভাই,
    এ্যলার্টপে থেকে কি এই ওডেক্স ডেবিট মাস্টার কার্ড এ ব্যালেন্স নিতে পারব?
    আশা করি জানাবেন।

  26. Zakaria Chowdhury  

    @Mir Mostofa Kamal, একই পেওনার কার্ড দিয়ে প্রায় সকল মার্কেটপ্লেস থেকে টাকা তুলতে পারবেন। এজন্য ওই সাইটের Withdraw অংশে গিয়ে Payoneer Debit Mastercard টি সিলেক্ট করুন।

    @Fahad, কাজ শুরু করার পূর্বেই কার্ডের জন্য এপ্লাই করে নেয়া ভাল। কারন কার্ড পেতে এক থেকে দুই মাস লেগে যেতে পারে।

    @xenith haque, এলার্ট পে থেকে ওডেস্কে ব্যালেন্স নিতে পারবেন।

  27. Zakaria Chowdhury  

    @xenith haque, এলার্টপে থেকে পেওনার মাস্টারকার্ডে ব্যালেন্স নিতে পারবেন।

  28. মোঃ ফাহিম মুর্শেদ  

    ভাইয়া,
    আমি ৮ দিন হলো গেট এ ফ্রীল্যান্সার এ আমার একটি পেওনার একাউন্ট এর জন্য আবেদন করেছি। কিন্তু এ পর্যন্ত আমার একাউন্টটি এক্টিভ হয়নি।

    তাই আমি জানতে চাচ্ছিলাম আমার একাউন্টটি সচল হতে আরো কত দিন লাগতে পারে ?

    উত্তরের অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।

  29. Zakaria Chowdhury  

    কার্ড হাতে পেতে ৩০ থেকে ৬০ দিনের মত সময় লাগে। কার্ড পাবার পর পেওনার সাইটে লগইন করে এক্টিভেট করে নিতে পারবেন।

    আপাতত এই মূহুর্তে অপেক্ষা করা ছাড়া অন্য কোন উপায় দেখছি না।

    যারা ফ্রিল্যান্সিং নতুন শুরু করেছেন, তারা ইচ্ছে করলে কাজ পাবার পূর্বেই পেওনারের কার্ডের জন্য আবেদন করতে পারেন। ফলে টাকা পাবার পর তা উত্তোলন করতে অপেক্ষা করতে হবে না।

  30. bulbul  

    জাকারিয়া ভাই আপনার সাইটটি আমার খুবই ভাল লাগে। সত্যিই আপনার সাইটটি নতুন ফ্রীল্যান্সারদের জন্য খুবই উপকারি। ভাই অর্থ উত্তোলনের সকল পদ্ধতি সম্পর্কে জানতে পারলাম আপনার সাইট থেকে কিন্তু এলার্ট-পে সম্পর্কে তো কিছুই বললেন না। এলার্ট-পে ও তো অর্থ উত্তোলনের আরেকটি জনপ্রিয় পদ্ধতি। যাই হোক ভাই আশা করি এলার্ট-পে সম্পর্কে বিস্তারিত জানতে পারবো আপনার সাইট থেকে। আমি মাইক্রোওয়ার্কস থেকে মোট ৮০ ডলার সেন্ট করেছি আমার এলার্ট-পে একাউন্টে। বর্তমানে আমি মাইক্রোওয়ার্কস এর মত আরো কয়েকটি সাইটে কাজ করতেছি এবং সেই সাথে বেশ কয়েকটি PTC সাইটেও কাজ করতেছি যার বেশীর ভাগ সাইট এলার্ট-পে এবং পেপাল সাপোর্ট করে। বর্তমানে আমার এলার্ট-পে একাউন্টে ২৯০ ডলার জমা করেছি তাই খুব টেনশনে আছি কবে যে টাকা টা হাতে পাবো।
    আমি ওডেস্কে অনেকদিন আগে রেজিসট্রেশন করেছি এবং বিভিন্ন পরীক্ষা দিয়ে স্কীল ১০০ তে উপনিত করেছি বেশ কয়েক বার বিড করেছি কিন্তু সঠিক দিকনির্দেশনার অভাবে কোন কাজ পাইনি। তাই এখন আর বিড কারি না। ওডেস্ক থেকে একটি ডেবিট মস্টার কার্ডও পেয়েছি। কিন্তু কার্ডে টাকা লোড দিতে ভয় হচ্ছে। যাই হোক আমি আবার ওডেস্কে কাজ করতে চাই এ ব্যেপারে আপনার সাহায্য আশা কারছি। আমি যে সকল সাইটে কাজ করি তার বিস্তারিত এখানে আছে http://www.gsmbd24.blogspot.com ।

  31. উসমান  

    সালাম জাকারিয়া ভাই। বর্তমানে রেন্ট এ কোডার থেকে updated information পেলামঃ-
    "Each payment costs $7.00 to send to you. If you choose to withdraw it from an ATM, Payoneer charges you an additional $2.15 ATM fee (or $1.35 for U.S users)...and your ATM provider may charge a fee as well. Payoneer charges a one-time fee of $9.95 to do this. Finally Payoneer charges a $3.00/monthly fee for maintenance."

    আপনি kindly আমাকে বলতে পারবেন DBBL এটিএম থেকে withdraw করার সময় additional কত চার্জ করে, আর সিলেট থেকে কি টাকা তুলা যায়?

  32. Zakaria Chowdhury  

    @উসমান, আমি DBBL থেকে টাকা উঠাইনি, তাই এ ব্যাপারে বলতে পারছিনা। সিলেটে Standard Chartered Bank এর ATM থেকে টাকা উঠানো যায়। এক্ষেত্রে প্রতি ২০,০০০ হাজার টাকা উঠাতে মোট ৭০০ টাকা এর মত ফি Payoneer এবং ATM মিলে কেটে রাখে।

  33. উসমান  

    ধন্যবাদ জাকারিয়া ভাই। আল্লাহ আপনাকে যেন উত্তম প্রতিদান দিন।

  34. rafeed  

    Alartpay থেকে আমি কি payoneer mastercard এ ব্যলেন্স ট্রান্সফার করতে পারব?? দয়া করে জানাবেন

  35. gsmbd24  

    @rafeed আপনি আপাদত পরতেছেন না। আমি ট্রাই করছি পরি নাই। অন্য পদ্ধতি ব্যবহার করতে করব সফল হলে জানাবো।

  36. gsmbd24  

    জাকারিয়া ভাই আশাকরি ব্যস্ততার মধ্যেও ভাল আছেন। আপনার কাছে আমি জানতে চাই alert pay থেকে কি V work এ টাকা সেন্ড করা যাবে?
    আর আমি v work থেকে যে মাস্টার কার্ড পাইছি সেটা ওডেস্কে এড করতে পরব কি না। আশা করি জনাবেন।

  37. Zakaria Chowdhury  

    Alertpay থেকে আমার মনে হয় vWorker এ টাকা পাঠানো যাবে না।

    একই কার্ড সকল মার্কেটপ্লেসে যোগ করতে পারবেন।

  38. gsmbd24  

    @rafeed ভাই এলার্টপে থেকে পেওনার কর্ডে টাকা লোড করতে হলে প্রথমে V work থেকে কর্ডে টাকা লোড করে এ্যকটিভ করে নিতে হবে। কার্ড এ্যকটিভ না করে যদি এলার্ট-পে থেকে টাকা লোড দেন তাহলে ঝামেলায় পরবেন।
    আজকে Onbux এর ফোরামে দেখলাম বাংলাদেশের একজন এভাবে এলার্ট পে থেকে টাকা আনছে। বিস্তারিত জানতে onbux এর বাংলাদেশী ফোরামে দেখতে পারেন। তবে onbux রেজিস্ট্রেশন করা না থকলে এখান থেকে রেজিস্ট্রেশন করতে পরেন। http://ptc-investigation24.blogspot.com/p/paying-site.html

  39. nazmul  

    Hi jakaria vi,
    Would you please tell me that how i can get a mastercard from www.freelancer.com. What is the cost to get it and is there any monthly charge of this card.

  40. Zakaria Chowdhury  

    After you login in www.freelancer.com you will find option to apply for a Payoneer Mastercard. This is the same Payoneer card and it costs same described in this article.

  41. নামহীন  

    @ জাকারিয় ভাই,যদি একবার কার্ড load করে withdraw করে ০ balance করি, তাহলে payoneer website এর faq তে দেখলাম,"If the card value is depleted and remains at a zero balance, no monthly maintenance fees are charged until funds are loaded onto the card again." আপনি আমার ques এর ans(১৪) এ বলেছিলেন যে তা মাইনাস দেখাবে। আবার payoneer এর আর এক faq তে লেখা যে," Once the money on the card is depleted, and your card has a zero balance for 60 days, the card will automatically be deactivated and you have no further obligations with respect to the card." আমি এই ৩ ধরনের কথায় কিছু বুঝতে পারছিনা। আমি irregular আর yr এ অনেক কম আয় করি। এক জায়গায় কিছু ডলার আছে। এখন সেই টাকা তুলে ০ করে রাখলে কার্ড বাতিল হবে , না মাইনাস হবে নাকি চার্জ দিতে হবে না, এইটা বুঝছিনা। কার্ড এ টাকা load করে কি বাকি মেয়াদ এ প্রতি মাস এ ৩ ডলার করে দিব? আপনাকে অনেক ধন্যবাদ।

  42. Zakaria Chowdhury  

    আমার ধারণা ছিল মাইনাস ব্যালেন্স হয়ে যাবে। তবে ওয়েবসাইটের faq থেকে মনে হচ্ছে, ব্যালেন্স ০ থাকলে কোন মাসিক চার্জ কাটা হবে না। তবে ৬০ দিনের উপর ব্যালেন্স ০ থাকলে কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে। তখন হয়ত আরেকটি কার্ডের জন্য আবেদন করতে হবে অথবা সক্রিয় করার জন্য তাদের সাথে যোগাযোগ করতে হবে।

    এক্ষেত্রে কার্ডটি একেবারে খালি না করে মাসিক চার্জের জন্য কিছু টাকা রেখে দেয়াই বুদ্ধিমানের কাজ হবে।

  43. Manish Chakma  

    I am a new freelancer and i apply a Payoneer MasterCard From vworkers and it is approved and they send me this card in my address.I work only ptc site and microworkers.I want to use this card only for connect to my alertpay account.Please give me advice how can i active my Pyoneer mastercard without working in vworkers.Can it is possible to give the fees from alertpay to Pyoneer for active this card. Please someone give me advice.

  44. নামহীন  

    Jakaria vai At Fast Ami Apnake janai Amar srodha R salam.
    vaiya ami freelanceing ar maddhome earn korte chai. a bapare ami apner shathe akto kotha bolte chai tai apner kase amar request je apne please apner cell phone number amar mobile / email a send koren.
    please viya send korle ami apner kase rini thakbo.
    amar mobile number-01718354364
    r amar email add- mdrirajib@yahoo.com
    ami apner ans ar opekkhei roilam.
    good bye.

  45. নামহীন  

    জাকারিয়া ভাই, আমি ১৩ ও ৪১ নম্বর প্রশ্ন করেছিলাম। ওদের সাইট এ help চাইছিলাম। ইমেইল এর কপি নিচে দিবঃ
    Monthly maintenance fee will be charged every 1st of the month. If the account balance is zero no no fee will be charged. As of now the period of time for the account to be kept on zero balance is not 60 days but six months. However Payoneer reserves the right to change this limit and recommends not to exceed two months.

    -OLY

  46. মনি  

    ভাইয়া, আমি ওডেস্ক থেকে ১০০ ডলার মাস্টারকার্ডে পাঠিয়েছি।
    কার্ডে টাকাটা ডলারে আছে। আমি যদি ATM থেকে টাকা তুলতে চাই তাহলে কি currency conversion করতে হবে।

    আমি জানতে চাচ্ছি আমি টাকাটা কিভাবে পাবো? ATM এ কি টাকার অংক লিখব ? যদিও টাকাটা ডলারে আছে।

  47. Zakaria Chowdhury  

    ATM এ টাকার পরিমাণ লিখবেন, currency conversion স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে।

  48. ASIF SAHO  

    ভাইয়া আপনার নিয়ম অনুযায়ী রেন্ট এ কোডার এ ঢুকলাম ক্নিন্তু সাইটটি মনেহয় ডমেইন পরিবর্তন করেছে, এজন্য http://www.vworker.com এই সাইটে ঢুকে গেল। আপনার নিয়মে কোন My Pay Options খুজে পেলাম না একটু সমাধান দিবেন দয়া করে।
    আমার মেইল ঠিকানা asif.saho@gmail.com

  49. Unknown  

    hello i'm a new here. my question is i've a account in mooneybooker and it's verified. how can i withdrwal money from this site. plz help me...

  50. Unknown  

    hello i'm a new one. I've an account at moneybooker site and it's verified already. Can i add this account freelancing site and i paid some where how can i withdraw money from the site. plz help me...

  51. Unknown  

    Dear Zakaria Bhai, I am trying to gather about how to open a Master Card. I am a teacher of Computer Subject. I want to know how can I earn online money. Will it be possible for me for online earning. I know Photoshop, Illustrator.

  52. নামহীন  

    ভাইয়া national id card এর নাম ও id নাম্বার আমার বন্ধুরটা কিংবা আন্দাজে একটা দিলে হবে নাকি , আমার national id card বা passport কোনোটাই নাই, জানালে খুব উপকার হত

  53. Zakaria Chowdhury  

    ভুল তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন করলে পরে পস্তাতে হতে পারে।

  54. নামহীন  

    ভাইয়া আমি কিছুদিন আগে vWorker সাইটে একটি একাউন্ট খুলি এবং উক্ত একাউন্টের রেফারেন্সে Payoneer Master Card ইস্যুর জন্য আবেদন করি। আজ আমার কাছে কার্ডটি আসে। এখন সমস্যা হচ্ছে আমি আমার vWorker একাউন্টটি ভুলে Close করেছি। আমি কি কার্ডটি ব্যবহার করতে পারবো। বর্তমানে আমি oDesk, Freelancer.com ইত্যাদি সাইটে কাজ করছি। ঐসব সাইট থেকে কি আমি এই কার্ডে ক্রেডিট আনতে পারবো?

  55. নামহীন  

    jakaria bai ami but.to te kaJ kori ata akta ptc site but payment pabo kina bujte sina .apner motamot janaben .karon ami akjon new user.amar kiso friend mile kaj korar porikolpona kortesi

  56. Zakaria Chowdhury  

    Contact with vWorker to enable your account.

    Most of the PTC sites close after few months. So use it with your own risk.

  57. নামহীন  

    ভাইয়া আরও কিছু প্রশ্ন করে বিরক্ত করব,
    ভাইয়া আমার কাছে একটা পেওনার ডেবিট কার্ড আছে যা আমি ৫/৬ মাস আগে নিয়েছি। এখন কি এই কার্ড দিয়ে Alertpay ডলার উঠাতে পারব?
    উঠালে কত খরচ হবে এবং কত দিন লাগাবে?
    কিভাবে কম খরচে Alertpay থেকে ডলার উঠানো যায়?

  58. নামহীন  

    Some band provide debit mastercard. Can I verify my AP account by this & withdraw maoney. Also thanks for your contribution .

  59. নামহীন  

    ভাইয়া আমি শান্ত, আমি নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছি, আমার কোন Payoneer Master Card নেই । আমি Master Card নিতে চাচ্ছি কিন্তু আমি Speak Asia নামক একটি MLM সার্ভে Company সাথে যুক্ত আছি যারা online এ paid করে, আমি কি Payoneer Master Card দিয়ে এই $ তুলতে পারবো ?

  60. Zakaria Chowdhury  

    @58.নামহীন,
    যেকোন ইন্টারন্যাশনাল মাস্টারকার্ড দিয়ে এলার্টপে একাউন্ট ভেরিফাই করা যায়।

    @শান্ত,
    Speak Asia সম্পর্কে আমার কোন ধারনা নেই।

  61. নামহীন  

    ZAKARIA VIE,
    IN ALERT PAY I JUST ADDED MY SOUTHEAST BANK VISA CRDT CARD, WOUL U PLS TELL ME THAT IF THE USD CRDTD IN THIS CARD CAN I WITHDRAW BDT FROM ANY VISA SUPPORTED ATM BOOTH?

  62. RRajkumar  

    দারুন একখান কাজের পোষ্ট।

  63. Unknown  

    Zakaria bhai,
    Ami Get a coder,v worker,odesk,freelancer sob gulotei registration korsi.akhono kono kaj pai nai.problem is,ami kono site thekei debit master card er jonno apply korte parsi na.kono option e khuje pacci na.now what to do?r debit card er jonno apply korte ki national id card compulsory?pls janaben.

  64. Jahirul Islam  

    Q. Blogger.com er kono blog er page rank kivabe barabo?

  65. Ariful Tonu  

    ভাইয়া আমি oDesk এ কাজ করি । আমার একটি Payoneer Card আছে । আমার Payoneer Card এ oDesk এর বাইরের কোন Buyer যদি Pay করতে চাই তাহলে উক্ত Buyer কে আমার Card এর কোন তথ্য গুলো দিতে হবে ?

  66. Zakaria Chowdhury  

    @Ariful Tonu,
    ক্লায়েন্টকে আপনার কার্ডের ইমেইল এড্রেসটি দিবেন এবং নিচের লিংকে গিয়ে পেমেন্ট করতে বলবেন -
    https://load.payoneer.com/LoadToPage.aspx

  67. Shahrier  

    জাকারিযা ভাই, rent a coder এর master card দিযে্ কি alert pay থেকে টাকা তুলা যাবে?

  68. Ehsan Munna  

    জাকারিয়া ভাইয়া,
    আমি আগে একটা Odesk-এ একাউন্ট করি। এই একাউন্ট থেকে একটা পেওনার কার্ড আবেদন করি এবং কার্ড যথারীতি আমার হাতেও আসে। কিছুদিন পর ওই একাউন্টে বিভিন্ন ধরনের অভন্তরীন সমস্যা হল। ওডেস্কে বার বার যোগাযোগ করেও সমাধান না পাওয়ায় নতুন একটা একাউন্ট (Odesk) আবার তৈরী করি এবং এই একাউন্টে (Odesk) যথারীতি কাজ করছি। এখন এই(দ্বিতীয়) একাউন্ট (Odesk) থেকে কার্ডের জন্য আবেদন করলে পেওনার থেকে মেসেজ আসে যে- আপনি একাধিক কার্ড পেতে চাইলে আগের কার্ডর বকেয়া পরিশোধ করতে হবে। এখন আমি একটাই কার্ড রাখতে চাই। আমি কিভাবে চলতি একাউন্টের (Odesk) টাকা পেওনার কার্ডে লোড করব? বা সম্ভব কি না?

    ধন্যবাদ
    -এহসান।

  69. Ehsan Munna  

    জাকারিয়া ভাইয়া,
    আমি আগে একটা Odesk-এ একাউন্ট করি। এই একাউন্ট থেকে একটা পেওনার কার্ড আবেদন করি এবং কার্ড যথারীতি আমার হাতেও আসে। কিছুদিন পর ওই একাউন্টে বিভিন্ন ধরনের অভন্তরীন সমস্যা হল। ওডেস্কে বার বার যোগাযোগ করেও সমাধান না পাওয়ায় নতুন একটা একাউন্ট (Odesk) আবার তৈরী করি এবং এই একাউন্টে (Odesk) যথারীতি কাজ করছি। এখন এই(দ্বিতীয়) একাউন্ট (Odesk) থেকে কার্ডের জন্য আবেদন করলে পেওনার থেকে মেসেজ আসে যে- আপনি একাধিক কার্ড পেতে চাইলে আগের কার্ডর বকেয়া পরিশোধ করতে হবে। এখন আমি একটাই কার্ড রাখতে চাই। আমি কিভাবে চলতি একাউন্টের (Odesk) টাকা পেওনার কার্ডে লোড করব? বা সম্ভব কি না?

    ধন্যবাদ
    -এহসান।

  70. Zakaria Chowdhury  

    @এহসান, আমি দুঃখিত, এই ব্যাপারে কিছু জানাতে পারছি না।

  71. Roman  

    viya
    thanks

  72. নামহীন  

    March 02, 2011 I submit my Payoneer Card. But I could not hand to pay on CARD. Please suggestion me.

  73. Zakaria Chowdhury  

    Contact with Payoneer, they will send you another card.

  74. Tanmoy  

    vaia vworker e to kono "my pay option" pelam na... plz vaia help me.

  75. Leo Plabon  

    ভাইয়া,
    আপনি বলেছেন যে, এই কার্ড এক বছর ব্যবহারের ফলে আমাকে একটি ব্যাঙ্ক একাউন্ট দেয়া হবে। এখন আমি কি এই কার্ড দিয়ে পেপাল থেকে টাকা তুলতে পারব ???

  76. গালিব  

    আমি আমার পেওনিয়ান কার্ড এর জন্য আবেদন করেছি ১ মাস হল।
    এখনো পেলাম না। আমার এলাকার ২,৩ জন পেয়েছে। আমার ২০৳ লোড করা আছে ওখানে । কাস্টমার সাপোর্ট বলেছে ২৪/০৫/২০১১ এর ভিতর আসবে। কিন্তু আমি বুঝতেছি না আমার টা এত দেরী হচ্ছে কেন ?

  77. MOHAMMED ZAKARIA DXN  

    জনাব
    আমি সৌদি আরব থাকি ।আমার কোন পোষ্টাল এড্রেস নেই । আমি কিভাবে উপরোক্ত কার্ড সংগ্রহ করতে পারি ?

  78. Najmus sakib  

    Zakaria vai
    amar rent a coder a akta mastercard paicilam and seta odesk a add korecilam. Kintu ami ai card theke taka tulte pari ni. Amar new rent a coder account ar new master card ase. ami kivabe odesk a old card remove kore new ta add korte pari?

  79. নামহীন  

    is it possible to withdraw money by standard chartered bangladesh international visa card ?

  80. sssssssssssssss  

    Zakariya Bai
    ami 23.06.2011 a Vworker Prepaid debit MasterCard card ar jonno apply korechi.
    ami kokon amar mastercard pabo...
    Plz tell me.........

  81. Shanjidul Alam Seban Shaan  

    ami rentacoder a gele Vworker a keno chole jai?? and ami option pacchi na master card apply er!

  82. Ashraf Ahmed  

    Seban World, Rentacoder has changed the name of its site and became Vworker. If you are an old user, you can log in using your old id and password.

  83. রেজা  

    চমৎকার একটা পোস্ট।

  84. নামহীন  

    bi ami rent a codera signup korsi kintu my pay option kuja pachhina payoneer mastercard ar jonno apply korar jonno.bi aktu janaben.kibaba korbo.

  85. Shamim Ahmed  

    জাকারিয়া ভাই, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি নিয়মিত ব্লগ পোস্ট করে আমাদের অনেক কিছু জানানুর জন্য। বাংলাদেশে ফ্রীল্যান্সিং এর উন্নয়নের ক্ষেত্রে আপনার অবদান অনস্বীকার্য। যাইহোক, আপনার কাছে আমার একটি প্রশ্ন, আমার বিদেশে একজন আত্নীয় আছেন। উনাকে দিয়ে যদি আমি পেপালে একটি একাউন্ট খুলি তাহলে সেটা কি আমি বাংলাদেশে থেকে ব্যবহার করতে পারব?? জানালে খুব উপকৃত হব।

  86. Zakaria Chowdhury  

    @Shamim, Yes you can use it from Bangladesh.

  87. techno  

    অসাধারন পোষ্ট। আমি ওডেস্ক থেকে কার্ড সংগ্রহ করেছি। ধন্যবাদ

  88. shahedfreedom  

    Ami Account Korta Parchi Na. Plz Help Koron! Kevaba Card Er jonno Apply Korta Pari
    Thanks

  89. shahedfreedom  

    Via Ami Account Korta Parchi Na. Plz Help me Kevaba RentACoder card Collect Korbo.
    Thanks

  90. Zakaria Chowdhury  

    Try getting card from www.odesk.com

  91. Nazmul  

    ami rentacoder ar maddoma master card apply korta parci na. pls help me.

  92. Zakaria Chowdhury  

    @Nazmul,
    এই সাইটে উল্লেখিত পদ্ধতিটি নতুন সাইটে পরিবর্তন করা হয়েছে, একটু চেষ্টা করলে পেয়ে যাবেন। অন্যথায় www.odesk.com থেকে একই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এবং পরে প্রয়োজনে www.vWorker.com সাইটের সাথে যুক্ত করে দিতে পারবেন।

  93. তুহিন সরকার  

    জাকারিয়া ভাই odesk-এ কিভাবে Payoneer Prepaid debit MasterCard এর জন্য কিভাবে আবেদন করব দয়া করে জানাবেন।

  94. HRK  

    Assalamualaikum..

    Zakaria Vai. Kemon acen. Ami apner ai site a notun. Apnar ai site amar kace khub bhalo lagce. Actually I am interested in outsourcing. I have a good typing speed. I want to get a online job in typing. What should I do? Do you know any good site about my interest. If you kindly inform about it, I will be so kind of you..................

  95. নামহীন  

    zakaria vai.ame akta alert pay accunt khulc.bt varefi nai.mobile varefi korar chasta korc.cod paic apply o korc bt varefi hoitasana.ame ptc onkgula site a kaj kore bt alertpayr jonno.tk transfer korta partac na vai plz help me....01676395178
    tnx
    shahelkhan

  96. নামহীন  

    আচ্ছালামুয়ালাইকুম,
    ভাইয়া আমার national id card এর নম্বর দিয়ে কি আমি ভিন্ন ভিন্ন marketplace থেকে কি কার্ড order করতে পারব ?

    জানালে উপকৃত হব।

  97. R  

    ভাইয়া,
    আমার ডাচ বাংলা ব্যাংকের একটি মাস্টার ডেবিট কার্ড আছে। আমি কি এটা দিয়ে ফ্রিলাঞ্চারের টাকা উঠাতে পারব? নাকি আমাকে পে ওনার থেকে নিতে হবে?

  98. রাজু আহম্মেদ  

    জাকারিয়া ভাই,

    আমি যদি চীন থেকে আমার পেপাল খুলে যদি ভেরিফিকেশন করি, আর বাংলাদেশ থেকে ব্যবহার করি তাহলে ওরা এ্যাকাউন্ট কী disable বা বন্ধ করে দিবে ?
    ০২. বাংলাদেশ থেকে কোন কোন মাধ্যমে পেপাল থেকে টাকা তোলা যায় আর চার্জ কেমন ?

  99. নামহীন  

    পেয়নার কার্ড কি আন্তর্জাতিক ট্রাসসেকসন সমর্থন করে ? মানে এই কার্ড দিয়ে কি ইচ্ছা করলে আমাযন বা অন্য কোন আন্তর্জাতিক অনলাইন স্টোর থেকে কেনাকাটা করা যাবে ?

  100. rasel  

    Via,
    I got a card from odesk. I acteved it. But
    I have on money on my account. Will any minus balance on my account. If next time i get money
    will any problem.

  101. Akram Hossain  

    আমি আমার জাতীয় পরিচয় পত্র এখন ও পাইনি।আমি কার্ড এর জন্য আবেদন করতে পারব? দয়া জানাবেন।আর আপনাদের এই ব্লগ টি আমার অনেক ভাল লাগছে।

  102. নামহীন  

    kabe je card uthaite parbo allahy jane amar to jatio parichoy patro nai

  103. নামহীন  

    we r growing.......

  104. সাইফুল আমিন  

    ভাই মাস্টার কার্ড এর আবেদন করতে কোন প্রাথমিকভাবে টাকার প্রয়োজন হয় কিনা।

  105. wazid  

    na saiful bhai taka lage na

  106. নামহীন  

    Bangladesher koekti Bank e master card debit card dei ei card dia ki ALERT PAY ACCOUNT VERIFY KORA JABE.

  107. নামহীন  

    আমি আমার জাতীয় পরিচয় পত্র এখন ও পাইনি।আমি কার্ড এর জন্য আবেদন করতে পারব? দয়া জানাবেন।

  108. rasel noakhali  

    vai pls amake master card abedon korar odesk linkta ektu den.

  109. Faisal Tareque Shohan  

    Vaia amar odesk account a kono dolar ney.kinto ami card ar abedon korechi. ami ki card hate pabo.

  110. Robin  

    Vai ami card hate payesi. Amar kono national id card ekhono hoi nai. ar amar odesk e kono balance o nai abadon korle 35 din er moddhe card hate pao jai.

  111. নামহীন  

    salam...kamon asan bai.. amar prosno holo payoneer master card ar maddom a ki alertpay acc ar taka uttolon kora jabay ki?

  112. নামহীন  

    good for new user of maoneybokars. but i can't signup at micro workers. the messaage is shown after registration..........
    * Your IP address is already in use. We can not accept your registration using the same IP address as another user.

  113. KAWSAR AHMED  

    জাকারিয়া ভাই,

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ জনকল্যাণের উদ্দেশে কাজ করার জন্য।
    দোয়া করি সুস্থ ও সুন্দর থাকেন।

    কাউছার আহমেদ

  114. KAWSAR AHMED  

    সালাম, জাকারিয়া ভাই

    আমি payoner-এর master card এর জন্য aply করেছি vworker.com থেকে।
    সব কিছুই ঠিক ছিল কিন্তু আমার পাসপোর্ট বা আইডি কার্ড নেই।
    আমার জন্য বিকল্প কোন রাস্তা থাকলে জানানোর জন্য অনুরোধ করা
    হল।

    কাউছার আহমেদ

  115. Zakaria Chowdhury  

    কোন বিকল্প রাস্তা আছে কিনা আমার জানা নেই।

  116. Sayed Sudip  

    Zakaria bhai, i have an question, if you kindly answer me please... i have a verified and well funded Money Bookers account & i am a Forex trader... my question is, is there any option by using that i can get a visa international master card and i can collect and reload my money bookers dollars to that master card? so i can use that master card for internet purchase from BD...

  117. Samiul Kabir  

    Zakaria bhai, ami samiul kabir. Ami 1 bosor aga ekti ID khulechilam abong shekhane Payoneer Debit Master Card e amar ID(National)card number dieachilam. Akhon ami nuton ekti ID khulechi Shekhanao amar akoi ID(National) number dieachi. Payoneer ki amar Card ti approval korbe? Amar agar Payoneer card ti approval hoyechilo kintu pouchai ne. Zakaria bhai, Apni sobar answer dicchen- Apnar nikot amar anuriodh doya kore answer diye amake apni ektu sahajjho korben. THANKS.

  118. নামহীন  

    salam vaia,
    ame www.2adollarclick.com site theke 1000dollar income korece akhon ta alertpay te transfere korese 2-3 din hoyese but ta akhino asene ba asbe kina & ptc site ti write kina please janaben.

  119. Download-bd  

    ২/৩ দিন কেন ... ২/৩ বছরেও টাকা পাবেন না @নামহীন

  120. bestsoftwareget  

    vai amar passport nai,jatio porichoy card nai.Karon amar boyos ekhono 18 bochor hoynai.passport ba jatio porichoy card chara application kora jabe ki?pls janie din...

  121. Unknown  

    ভাইয়া আপনার নিয়ম অনুযায়ী রেন্ট এ কোডার এ ঢুকলাম ক্নিন্তু সাইটটি মনেহয় ডমেইন পরিবর্তন করেছে, এজন্য http://www.vworker.com এই সাইটে ঢুকে গেল। আপনার নিয়মে কোন My Pay Options খুজে পেলাম না একটু সমাধান দিবেন দয়া করে।
    আমার মেইল ঠিকানা masum3645@gmail.com

  122. Amit Masid  

    Bai Ami kivabe Payoneer account alert-pay account ar shathe jokto kor bobo

  123. নামহীন  

    bhaiya ami www.freelancer.com e akta account khulechi. akhono bid korchi but project pai nai. bhaiya akto kosto kore bolben je freelancer site theke kivabe payoneer debit mastercard er jonno apply korbo. ami ank confused ata niye. picture diye bole dile ank valo hobe amr jonno bujte.pls bhaiya akto bole diyen.

  124. Nayeem  

    vaia ami odesk theke Payoneer Debit Card er oder dite chai. tobe Payoneer Debit Card er 3 number step a national cad or passport er d chay. ja amr nai. amr ques holo amr odesk account theke ki amr vai er name Payoneer Debit Card kora jabe.

  125. নামহীন  

    jodi Payza theke kibabe taka mastaercard a naowa jay ar puro poddhoti janaten tahole khubvalo hoto

  126. নামহীন  

    আমি www.vworker.com থেকে পেওনার মাস্টারকার্ড সংগ্রহ করি। কার্ডে কোন টাকার না থাকার কারনে নিষ্ক্রিয় আছে। আমি কি টাকা দিলে কি তা স্ক্রক্রিয় হবে। বর্তমানে ওডেস্ক কাজ করতে চাইছি এখন থেকে কি আবার কার্ড নেয় যাবে।

  127. Mahnaz  

    can anyone deposit in my odesk Payoneer Master card ? In this case what information I have to provide him? The card number that is over the card?
    Please let me know?

    Mahnaz

  128. নামহীন  

    Jakariya bhai Ami apnar darun fan, Apnar php video tutorial theke ami php hate khori nisi ...ja hok,,Accha bro ami ki mastercard e amar nickname & odesk account e nickname use korar jonno abedon korte parbo ,,,please janaben Bro....Chayon shaah

  129. নামহীন  

    Q1: freelancer.com thaka ki payoner master card korta parbo.

  130. Md. Amirul Islam  

    ভাইয়া আমি পেওনার এ রেজিঃ করেসি একন আকাউন্ট ভেরিবিকেসন থেকে এই ম্যাসেজ দিসে কি করব?

    Thank you for your application for a Payoneer account.

    In order for us to continue in processing your application, please provide us with the following details related to your online account with the company from which you wish to receive payments:

    1.Screenshot of your account’s main page, showing the URL address line and your name/e-mail address
    2. Screenshot of your incoming payment history page (you may edit out any sensitive account information)
    3. Brief description of the source of your income (who pays you and for what kind of product/service)
    4. List of companies from which you wish to receive payments



    Please help me

  131. নামহীন  

    ভাই আমি কি Sstandard Chartered Bank-এর Account এ টাকা পাঠাতে পারবো?

একটি মন্তব্য পোস্ট করুন